ফেসবুকে এটা কি? ভাইরাস না’তো?

একটা বিশেষ জরুরী বার্তা + সমস্যা নিয়ে আসলাম। কিছুদিন আগে স্কাইপিতে এমন এক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এখন কি তাহলে ফেবুতেও এটা ছড়াবে?

কিছুসময় আগে আমার ফেবুতে একটা নোটিফিকেশন আসলো এই মর্মে যে, Zeeshan Khan (পাকিস্তানী ফরেক্স ট্রেডার। যারা ফরেক্স করেন চিনে থাকবেন) আমাকে একটা স্ট্যাটাসে ট্যাগ করেছেন কোন একটা পেজ ব্লক করার আহ্বান করে। আমাকে কেউ ট্যাগ করলে আমার প্রোফাইল থেকে এপ্রুভ করে দিতে হয়। এপ্রুভ না করলে সরে যায়। যা হোক; ভাল মনে এপ্রুভ করলাম। তারপর সেখানে দেওয়া লিঙ্ক থেকে সরল মনে ব্লক করতে যতবার ই যাচ্ছি, কিছু তো ওপেন হয়না উল্টো বারবার হোম পেজ চলে আসে। আমি কিন্তু ওই পেজের লিঙ্ক দেখেই ক্লিক করে যাচ্ছি। লিঙ্ক আমার ব্রাউজারে ভ্যালিড দেখাচ্ছে; কিন্তু বারবার আমার হোম পেজ রিডিরেক্ট হচ্ছে।

জিসান খান-কে অবহিত করলাম। সে নাকি এমন কিছুতে আমাকে ট্যাগ দেয়নি। চিন্তায় পড়ে গেলাম। উপরন্তু সে এটাকে 'ভাইরাস' আখ্যা দিয়ে আমাকে আর ক্লিক না করতে অনুরোধ করল।

জিসান খান আমাকে যে স্ট্যাটাসে ট্যাগ করেছিল, তা ছিল একটা পেজ থেকে শেয়ার করা। এবার আমি ওই পেজে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আক্কেল গুড়ুম। ওই পেজের লাইক সংখ্যা 17 টি আর তৈরি ও হয়েছে একঘন্টা আগে। কিন্তু যে ৪/৫ টা পোস্ট ওই পেজ থেকে হয়েছে তার সবগুলোতে 1,000+ থেকে 4,000+ লাইক আর শেয়ারের সংখ্যাও নেহায়েত কম না।

চিন্তা করার মত ব্যাপার! এবার গেলাম আমার নিজের ওয়ালে; উদ্দেশ্য- যে স্ট্যাটাসটা এপ্রুভ করেছিলাম তা ডিলিট করে দেওয়া। কিন্তু হায়! বাট এলাস্‌; ওই স্ট্যাটাসটা শো করছে না।


সবাইকে বলার অর্থ হল; সাবধানে থাকুন। আমি এই মুহুর্তে আমার আইডি নিয়ে চিন্তায় আছি। তবু ফেবুতে সবার নিরাপত্তা কামনা করে চিন্তা মাথায় নিয়ে এই স্ট্যাটাসটা লিখতে বসলাম। জানিনা আমাকে এই আইডিটা না হারাতে হয়। তবে ইতিমধ্যেই সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি।জানিনা এটা ভাইরাস কি'না। তবে ফেবুতে মঙ্গলজনক কিছু যে নয়; তার ইঙ্গিত পাচ্ছি। একটা পেজ এক ঘন্টা আগে তৈরি হয়ে কিভাবে কোন পোষ্টে 4,000+ লাইক পায়? এবং আমি কেন আমার ওয়ালে এপ্রুভ করা জিসানের ওই পোষ্টটা আর খুজে পাচ্ছিনা.. যারা ওই পেজটি দেখতে কৌতূহলী হচ্ছেন; তাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে সমস্যা হবার কথা না। এটা নিতান্ত ওই পেজের লিঙ্ক। তবে তাদের শেয়ার করা কোন লিঙ্ক ক্লিক না করলেই হল। এই সেই পেজ- https://www.facebook.com/pages/Erugif/153846538130113

এ ব্যাপারে অভিজ্ঞ টেকি'দের বিশ্লেষণ চাচ্ছি।

-ফেবুতে আমি এখানে-

Level 0

আমি M M Rizvi Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইঞ্জিনিয়ারিং পড়ছি। অনলাইনে সারা দুনিয়ার ঘটে যাওয়া বিচিত্র সব খবর দেখি। টেকটিউনকে দিয়ে দেখি প্রযুক্তির দুনিয়া। একা থেকে অভ্যস্ত, তাই একাকী সময় ভাল লাগে। কাউকে হেল্প করতে ভাললাগে। উপকৃত হয়ে সেই মানুষটির আমাকে ভুলে যাওয়া -ভাবতে ভাল লাগেনা ! এটা কারই'বা ভাল লাগবে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাথা নষ্ট হইয়া গেল ।

এইটা কোন ভাইরাস না! আমারও নিজের পেইজ আছে! পেইজগুলো আনপাবলিশ বা Country Restriction অ্যাপ্লাই করলে এমন হয়! এটা খুব একটা চিন্তার বিষয় না! 😀

tag aprrove korar opton kibhabe active kore?

চিন্তায় বিষয়! 🙁

Via facebook ee message delete hoye gale ta recovary korar kno software or kno way ache !!!