আমি ফেসবুক নামের জনপ্রিয় সামাজিক সংগঠন এ প্রথম অ্যাকাউন্ট খুলি ৩ বছর আগে।। সেই একটা অ্যাকাউন্ট দিয়া প্রায় আড়াই বছর ফেসবুক চালাই।। কোনো সমস্যাই হয় নাই এতদিন।। কিন্তু কিছুদিন আগে হঠাট আমি আমার অ্যাকাউন্ট এ ঢুকে দেখি চেকপয়েন্ট আসলো এবং বলল আমি নাকি ফেক আইডি ইউস করছি।। আমাকে বলা হল ট্যাগ করা ফ্রেন্ডদের ছবি ভেরিফাই করতে।। কয়েকবার ট্রাই করলাম কিন্তু পারলাম না।। ২০০০ ফ্রেন্ড ছিলো আমার এই অ্যাকাউন্ট এ।। খুব খারাপ লাগসিল।। আপনারাই তো বোঝেন এই রকম একটা অ্যাকাউন্ট যাওয়া মানে কত কষ্টের।। আমি ফেসবুক এ না ঢুকতে না পারলেও আমার ফোন এ মেসেজ আসত।। ফরগেট পাসওয়ার্ড এ গিয়া পাসওয়ার্ড পরিবর্তন করলাম, কন লাভ হয় নাই।। ভাবলাম কি আর করার আর একটা আইডি খুলি।। যেই ভাবা সেই কাজ ।। খুললাম আর একটা অ্যাকাউন্ট। ইনফরমেশন আগেরটাই দিলাম।। আবার কস্ট করে পরিচিত সব ফ্রেন্ডদের অ্যাড করলাম।। এবার একটা ফ্রেন্ড কে কনভারসাসন এ অ্যাড করতে গিয়া আবার সেই আগের অবস্তা।। কি করব খুললাম আবার আর একটা।।
এই ভাবে আরো কয়েকটা অ্যাকাউন্ট আমার জলে গেল।। ভাবলাম আমার প্রাইভেসি সিকিউর করলে হইতবা আর হবে না।। এইবার নিউ অ্যাকাউন্ট সবথেকে সিকিউর করলাম।।সব কিছু হাইড করলাম।। লগিং আপ্প্রভাল অন করলাম।। সেকিউর ব্রাউজিং অন করলাম।। তার পরে কয়দিন কনও প্রবলেম ছারাই অ্যাকাউন্ট চালালাম। আমার পরিক্ষা চলে আসলো। তবে আমার অ্যাকাউন্ট এ আমি যতক্ষণ থাখা সম্ভব ততক্ষণ থাকি।। আজও পরিক্ষা আছে ।। সকালে উঠে ফেসবুক এ লগিন করলাম। আধাঘণ্টা পর্যন্ত ফেসবুক চালালাম ।। কিন্তু একজন লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গিয়া আবার ভায়োলেসন !!! আবার সেই আগের মত ফ্রেন্ড ট্যাগ ভেরিফাই করতে বলে।। কিছুই ভাল লাগসে না।। কি যে করি।। গুগল এ সার্চ দিয়া ও সমাধান পাইলাম না। আবার আপনারাই বলেন আমি কি করব। পরিক্ষার সময় এ ও তাই পোস্ট টী করলাম.........।। পারলে হেল্প করেন...........................।। 😕 😕 😕 😕 😕 😕 😕
ও একটা ভাল কথা। ভাল একটা ব্লগ পাইলাম পারলে ঘুরে আসেন। আসা করি লোকসান হবে না।মন ভাল হইয়া যাবে। ব্লগ এ যেতে এইখানে ক্লিক করুন।
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
ভাই প্লিজ হেল্প করেন………।। কি করব বুজতে পারসি না!!!!