আমরা অনেকেই ফেসবুক দ্বারা প্রদত্ত চ্যাট সফটওয়্যার দিয়ে মোবাইল এ চ্যাট করি। কিন্তু অনেকেই একটা সমস্যার সম্মুখীন হন । সেটা হল- আপনি ফেসবুক এ চ্যাট করা অথবা ফেসবুক থেকে বেরিয়ে পড়ার পর আপনাকে অন্যরা অনলাইন এ দেখে । অর্থাৎ আপনার বন্ধুরা আপনাকে অনলাইন এ দেখতে পায় অথচ আপনি অনলাইন এ নেই । কি বিরক্তিকর তাই না?
আজ আপনদের এই সমস্যার সমাধান দিব । যদিও অনেকে এতা আগে থেকে জেনে তাই যারা জানেন না, তাদের জন্য শেয়ার করছি ।
সমাধানঃ
আপনি মোবাইল এ ফেসবুক এর সফটওয়্যারটি ব্যাবহার করার পর সরাসরি সফটওয়্যারটি বন্ধ করবেন না। সেটিং এ গিয়ে Logout এ ক্লিক করবেন । এরপর আপনি সফটওয়্যারটি বন্ধ করে দিন ।
এতে আপনার বন্ধুরা বেশি হলে আপনাকে ১ মিনিটের জন্য অনলাইন এ দেখতে পারে, এরপর আপনি অফলাইন হয়ে যাবেন ।
পরবর্তীতে লগিন করার সময় যদি পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড দেয়ে Remember me তে ক্লিক করে লগিন করবেন, তাহলে এরপর আপনাকে বার বার পাসওয়ার্ড দেওয়া লাগবে না।
ধন্যবাদ সবাইকে। আশা করি অনেকের উপকারে আসবে । কোন সমস্যা হলে reply দিয়ে জানান।
এই টিউনটি পূর্বে আমার দ্বারা প্রকাশিত হয়েছে এখানে http://www.bdtipsntricks.com/t111-topic
আমি bdtipsntricks। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@Atik:
আপনার url টা খুজে পাওয়া যাচ্ছে না । আর আমার একটি নিজস্ব সাইট আছে, তাই নতুন সাইট এর দরকার হবে না । কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ।