অনেকদিন পরে টিউন করতে এলাম টেকটিউনস এ। এবারের বিষয় ফেসবুক টাইমলাইন এর কভার ফটো।
আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। আর বর্তমানে সবার ফেসবুক অ্যাকাউন্টেই টাইমলাইন বাধ্যতামূলক করা হয়েছে। টাইমলাইনের সবার উপরে যে ছবিটা থাকে, তার নাম Cover Photo. এই কভার ফটো একজন মানুষের রুচি ও ব্যক্তিত্ব প্রকাশ করে। তাই আপনার জন্য দরকার একটা সুন্দর ও মানানসই কভার ফটো।
নিচে আমি কভার ফটো ডাউনলোড করার ১০ টি ওয়েবসাইটের ঠিকানা দিলাম। এসব ওয়েবসাইট খুবই জনপ্রিয়। কারণ, এগুলোতে প্রতিদিন ফেসবুক ব্যবহারকারীরা খুঁজে বেড়ায় তাদের কাঙ্ক্ষিত কভার ফটো। বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার কভার ফটো আছে এসব ওয়েবসাইটে, যা প্রতিদিনই নতুন করে আপডেট করা হচ্ছে। এসব কভার ফটো আপনি আপনার টাইমলাইনে, গ্রুপে বা পেইজে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন দেখে নিই, কি অপেক্ষা করছে এসব ওয়েবসাইটেঃ
১। FIRST COVERS
৩। 99 COVERS
৫। COVER MY FB
৭। PROFILE GEN
৮। GET COVERS
৯। COVER PHOTOZ
১০। HER COVERS
আশা করি, আপনাদের উপকারে লাগবে। সবাইকে ধন্যবাদ।
আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো।