টিউনসটি সন্ধ্যা থেকে করার চেষ্টা করতেছি নেট প্রবলেম থাকায় করতে পারিনি , এখন টিটিতে Robiul alam নামের একবন্ধু করেছেন , আমি পরিপূর্ণ তথ্য দেবার চেষ্টা করতেছি ।
আজকে সকাল থেকেই বিভিন্ন গ্রুপে স্প্যামিং দেখে বুজতে পারি এটি একটি ভাইরাস, তারপর যখন দেখলাম এটার মহামারি রুপ ধারন করতেছে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেই এটা ভাইরাস
এই ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না ।
একটু পর বাপ্পি সাহেব জানান ক্লিক করাতে তার আইডি থেকে শুধু স্প্যাম ছড়াচ্ছে তা নয়
উনার আইডি হ্যাক ও হয়ে গিয়েছিল !
স্পাম লিঙ্কে যদি আপনি একবার ক্লিক করেন আপনার অজান্তে যত গুলো গ্রুপে আপনি আছেন সব গুলো গ্রুপে আপনি স্পাম করে আসবেন । আপনার হয়ে সব গুলো গ্রুপে এই লিঙ্ক চলে যাবে । এবং আপনার অজান্তে ফ্রেন্ড লিস্টে আপনার খুব কাছাকাছি মানুষেদের ট্যাগ করে একটা পোস্টও দিবে ।
তাই নিশ্চিত না হয়ে কেউ আজেবাজে কোন লিংকে ক্লিক করবেন না , তাহলে আপনার প্রিয় ফেসবুক আইডিটি হারাতে হতে পারে ।
সবাইকে সচেতন করতে পোস্টটি সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
অনেক ভয়াবহ। টিউন করার জন্য ধন্যবাদ।