ফেসবুকের (@facebook.com) ডোমেইন দিয়ে নিজের জন্য ই-মেইল অ্যাড্রেস তৈরি করা খুব সহজ। আমরা যারা বিভিন্ন ধরনের ই-মেইল সার্ভিস ব্যবহার করে থাকি তাদের সাইটের নাম দিয়ে ই-মেইল অ্যাড্রেসটি খুলতে পছন্দ করে থাকি। যেমন : [email protected], [email protected] ইত্যাদি ধরনের। ফেসবুকেও এই ধরনের সুবিধা পেতে পারেন। আপনার ফেসবুকের লগইন আইডিটি হবে [email protected]। এর ফলে আপনাকে ই-মেইল অ্যাড্রেসটি দিয়ে লগইন করতে হবে না, যা দিয়ে আপনি ফেসবুকের অ্যাকাউন্টটি খুলেছিলেন। এই ফিচারটি চালু করার জন্য নিচের কৌশলটি অনুসরণ করুন।
ফেসবুকের (@facebook.com) ই-মেইল অ্যাড্রেস তৈরির কৌশল :
ফেসবুকের এই ফিচারটি চালু করার জন্য আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন :
০১. প্রথমে আপনার ই-মেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করুন।
০২. এবার Account থেকে Account Settings-এ ক্লিক করুন।
০৩. যাদের ফেসবুকের ইউনিক ইউজারনেম নেয়া আছে তাদের কিছু করতে হবে না, আর যাদের ফেসবুকের জন্য ইউনিক ইউজারনেম নেই তারা username-এর ডানপাশের Edit-এ ক্লিক করুন।
০৪. এখন http://www.facebook.com/ এর ডান পাশের বক্সে আপনার ইউজারনেমটি দিন। যেমন : http://www.facebook.com/abc123। অর্থাৎ abc123 হচ্ছে আপনার ফেসবুকের ইউনিক ইউজার নেম। এবার ঝধাব ঈযধহমবং-এ ক্লিক করুন।
০৫. এবার http://www.facebook.com/? sk=inbox এই লিঙ্কে ভিজিট করুন। এতে আপনার সামনে যে উইন্ডো আসবে এখানে Claim your Facebook email লিঙ্কে ক্লিক করুন।
০৬. এখন আপনি আপনার ইউজারনেমের পাশে @facebook.com ব্যবহার করে লগইন করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাড্রেসটি হবে [email protected]।
ওপরের এই আলোচনার ধাপগুলো ব্যবহার করে আপনার ইউনিক নামের সাথে @facebook.com ডোমেইন নামটি সংযুক্ত করতে পারবেন।
ফেসবুকের সুবিধা দিনে দিনে আপগ্রেড করা হচ্ছে এবং এর সাথে ফিচারযুক্ত সুবিধাও যুক্ত করা হচ্ছে।
আমি মেহদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
POST Clear koren , Kaj hoy na ……………. Ekta part type a vul ashche . Check it