মোবাইল থেকেই এখন শেয়ার করুন ফেইসবুকের যে কোন নোট;

আসসালামু আলাইকুম,

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমি আজকে মোবাইল ব্যাবহারকারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব।মৌলিক কোন লিখা লিখতে পারি না বলে পোস্ট দেয়া হয় না।

আমরা সবাই মোবাইলে ফেসবুক ইউজ করি।মোবাইল এ ফেসবুক ইউজ করার একটা প্রধান সমস্যা হল মোবাইল এ নিজের অথবা যে কারো লিখা নোট আমরা শেয়ার করতে পারিনা। তবে শেয়ার করা নোট এ শেয়ার অপশন থাকে।

এখন কাজের কথায় আসি।

**প্রথমে আপনি আপনার অথবা আপনার বন্ধুর নোট এ ক্লিক করুন। অর্থাৎ নোট এ প্রবেশ করুন।

**এখন আপনি আপনার ব্রাউজার থেকে ওই নোট এর লিঙ্ক টা কপি করুন। লিঙ্ক এই রকম হবে

https://m.facebook.com/note.php?note_id=222874331122323& ....................

**এখন নিউ এড্রেসবার এ লিঙ্ক পেস্ট করেন । অপেরামিনি হলে আলাদাভাবে কপি পেস্ট করতে হয় না। নোট এ প্রবেশ করেই মেন্যু তে চেপে এড্রেসবার এ এন্টার চাপলেই যে URL টা থাকে সেইটাই।

** এখন আমরা লিঙ্ক টা একটুঁ পরিবরতন করব। অপেরা তে Full screen edit চাপতে হবে। এর পর লিঙ্ক হতে  note.php?note_id= এই অংশটুকু কেটে  sharer.php?sid=  এই অংশ টুকু বসাতে হবে।বাকি সবটুকু অপরিবর্তিত থাকবে।

পরিবরতিত লিঙ্ক টি হবে নীচের মতোঃ

https://m.facebook.com/sharer.php?sid=222874331122323& ..........

এখন Go চাপুন ।

ব্যাস কাজ শেষ। আসা করি টিপস টি আপনাদের ভাল লাগসে। শেয়ার দিয়েন।

“নিজে কপি পেস্ট থেকে বিরত থাকুন , অন্যকেও কপি পেস্ট হতে নিরুৎসাহিত করুন । কপি পেস্ট নিজের সুপ্ত সম্ভাবনা কে নষ্ট করে” “ SAY NO কপি পেস্ট  ”।

দ্রষ্টব্যঃ -প্রথম পোস্ট তাই গোছিয়ে লিখতে পারিনাই।

-কপি পেস্ট গ্রহণযোগ্য।তবে সাথে সোর্স দেয়া উচিত।

Level 0

আমি শফিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই উপকারী একটি পদ্ধতি!!! ধন্যবাদ আপনাকে … … …