এক বছরে সাত কোটির বেশি ভুয়া ফেসবুক একাউন্ট শনাক্ত

দিনে দিনে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক এর ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি অনেকটা তার সাথে পাল্লা দিয়ে ফেইক আইডির সংখ্যাও বাড়ছে!
গত বছরেরে বার্ষিক হিসাব মতে ফেসবুকের মোট আইডির শতকরা ৭ভাগ অর্থাৎ ৭ কোটি ৬০ লক্ষ একাউন্ট ভুয়া। ফেসবুক কোম্পানি ৩ ধরণের ভুয়া আইডি সনাক্ত করেছে তার মধ্যে একটি হল ডুপ্লিকেট একাউন্ট, অশ্রেণীভূক্ত একাউন্ট এবং অবাঞ্চিত একাউন্ট- এই তথ্য প্রকাশ করেন ইউ এস সিকিউরিটি এবং একচেঞ্জ কমিশন যা গত শুক্রবার প্রকাশ পায় ।


এদের রিপোর্ট মতে-
ডুপ্লিকেট একাউন্ট বা অনুরূপ একাউন্ট এর সংখ্যা ৫ কোটি ৩০ লাখ যা মোট ফেসবুক একাউন্টের ৫ শতক। একজন ব্যবহারকারী তার মেইন আইডির পাশাপাশি এসব আইডি চালায়।

আর এক প্রকার একাউন্ট আছে যা কোন ব্যক্তির নামে নয় প্রিয় প্রাণী বা কোম্পানির নামে খোলা হয় এরকম আইডিকে অশ্রেণীভূক্ত ধরা হয়েছে। এদের আইডির সংখ্যা এক কোটি ৪০ লাখ যা মোট ফেসবুক একাউন্টের ১.৩ শতক।
এসব বাদেও আবার আরো ৯৫ লাখ অবাঞ্চিত একাউন্ট যা মোট ফেসবুক একাউন্টের ০.৯ শতক, এসব অবাঞ্চিত একাউন্ট মূলত স্প্যামিং করার জন্য খোলা হয়।
ফেসবুক কর্তৃপক্ষ জানান তারা ভুলা বা ডুপ্লিকেট আইডি খুজে বের করার চেষ্টা করছে এবং নীতিমালা আরো শক্তিশালী করছে ।
ফেসবুক পলিসি বিরোধী ভুয়া নাম যাতে ব্যবহার না করে সে জন্য তারা কাজ করে যাচ্ছে। সবাইকে উৎসাহ করছে কেউ ভুয়া নাম ব্যবহার করলে তা রিপোর্ট করার জন্য। কোনভাবে যদি প্রমাণ হয় যে ফেইক নাম বা তথ্য আছে তাহলে আইডিটি ব্লক করে দেওয়া হবে- জানালেন কোম্পানির মুখপাত্র।

পোস্ট লিখেছেন-ডোমেইন হোস্টিং সেবাদান কারী প্রতিষ্ঠান  টিউটোহোস্ট সাপোর্ট বিভাগের নিলুফার ইয়াসমিন।

একসাথে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই information দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

ভাই আপনার কাছে আমি একটা বিষয়ে সাহায্য চাইতেছি । আমি ভুলবশতঃ আমার ফেইসবুক ইউসার নেম পরিবর্তন করে ফেলেছি ।এখন আমি আমার আগের ইউসার নেম এ ফিরে যেতে চাই কিন্তু আমি তা পরিবর্তন করতে পারতেছিনা ।আমি ঐ টা খেয়াল করি নাই যে ইউসার নেম একবার পরিবর্তন করা যায় এখন আমি কি করব? দয়াকরে আমাকে সাহায্য করুন । খুব দরকার ভাইয়া আপনার সাহায্যের অপেক্ষায়

@A R Fahim নিচের টিউনটি দেখতে পারেন।
https://www.techtunes.io/facebook/tune-id/182272