* সমস্যাঃ ইমোটিকন বার বন্ধ না করে চ্যাট বার বন্ধ করলে একটু সমস্যা হয়।
সমস্যাটি সমাধান করা হয়েছে, আপনি পূর্বের ভার্সনটি রিমুভ করে নতুনটি ইনস্টল করুন একই ঠিকানা থেকে।
* সামুর ইমো গুলো ফেবুর চ্যাটবারে ব্যাবহারের জন্য এর আগে একটা টিউন করেছিলাম, মাস খানেক হচ্ছে ইমো গুলো কাজ করছিলনা, ওই স্ক্রীপ্টে লিখা অন্য ইমো গুলোরও একই অবস্হা ছিলা, তাই কয়েকদিন গুগল মামুর হাত পাও ধরে নতুন ভাবে আর একটা স্কীপ্ট তৈরী করেছি সাথে আরো কিছু ইমো যোগ করে দিলাম।
স্ক্রীপ্টটি ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। আর যারা জানেন না কিভাবে ইউজ করতে হয় তারা পূর্বের টিউনটি এখান থেকে পড়ে নিন।
* স্পেশাল ধন্যবাদ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইকে লোগোটি তৈরী করে দেওয়ার জন্য।
* কোন সমস্যা হলে নিচে কমেন্ট করতে পারেন অথবা ফেবুতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
আমি মুহিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার অনেক দিনের ইচ্ছা পূরণ করলেন। অনেক ধন্যবাদ আপনাকে এটা তৈরি করার জন্য। 🙂