ফেসবুক ফেনপেজের ইউআরএল-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করুন।

আসসালামুআলাইকুম ও শুভেচ্ছা সবাইকে :)। ইন্টারনেটের এই লাল-নীল জগেতে আমরা অনেকেই অনেকর প্রয়োজনে ফেসবুক ফেনপেজ খুলেথাকি যেমনঃ শখের বশে বা ব্যবসায়িক কারনে ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রেই এটি খোলা হয়েথাকে ফেসবুকের বিশাল প্লাটফরমে্ একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরিকরার জন্য। যেটিকে একটি ওয়েবমাস্টার তার সাইটের ভিজিটর তথা ভাল এসইও-এর জন্যও ব্যবহার করে থাকেন। তাই আমার এইটিউনটি যাদের ফেসবুকে ফেনপেজ আছে এবং যারা তৈরি করতে চান তাদের কাজে লাগবে আশাকরি। আর যাদের নেই এবং ভবিস্যতেও তৈরি করতে চাননা তারাও শিখেরাখবেন আশাকরি, কারন শিখেরাখলে দোষকি? শিক্ষারতো আর শেষনেই কিবলেন?অনেক হল এবার মূল আলোচনায় যাওয়াযাক।

কিভবে ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করবেন?

ফেসবুক ফেনপেজের বাইডিফল্ট ইউআরএল নিম্নরুপ হয়েথাকে যা দেখতে অনেকবড়, এলোমেলো, এবং বিরক্তিকর লাগে।

আগের অবস্থা= http://www.facebook.com/pages/Mybloggerblog/304244136339476

কিন্তু আপনাদের দেখাব কিভাবে নিম্নের মত একটি স্বচ্ছ, সুন্দর ও ছোট ইউআরএল তৈরি করা যায় যা সহজেই মোনেরাখা যায়।

পরের অবস্থা= http://www.facebook.com/Mybloggerblog

ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করতে নিচের সহজ ধাপগুলি অনুসরন করুন।

ধাপ : প্রথমে আপনার পাসওয়ার্ড ও ইউজারনেম দ্বারা ফেসবুকে লগইন করুন।

নোট: প্রথমে আপনার কমপক্ষে ২৫ জন ফেনস্ থাকতে হবে (অনেক সময় এর কমে-ও হয়ে যায়)।

ধাপ : এখন আপনার ব্রাউজারের এড্রেসবারে http://www.facebook.com/username/ টাইপ করুন। অথবা এখানে ক্লিক করুন।

ধাপ : এখন যে পেজটি ওপেন হয়েছে তারমাধ্যমেই আপনি আপনার ফেসবুক ফেনপেজের ইউজারনেম সেট করতে পারবেন। এবার নিচের ডোপডাউন মেনুথেকে আপনি আপনার যে পেজের ইউআরএল পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।

ধাপ : এখন একটি খালি বক্স ওপেন হবে, যেখানে আপনি আপনার পচ্ছন্দের আইডি/ইউজারনেম দিয়ে “Check Availability” বাটনে ক্লিক করুন।

নোট: আপনার ফেনপেজের ইউআরএল-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা এবার পরিবর্তন করারপর আর কখনও আগেরনামে পরিবর্তন করতে পারবেন না! (তাই একটু ভাল করে ভাবুন)।

ধাপ : এখন যদি আপনার পচ্ছন্দের আইডি/ইউজারনেম “available”-মানে আপনি আইডিটি ব্যবহার করতে পারবেন দেখায় তাহলে দেরিনা করে “OK” চাপুন। ব্যস কাজ শেষ।

সবশেষে উপভোগ করুন আপনার ফেনপেজের ছোট ও সুন্দর ইউআরএল এবং শেয়ার করুন সবার সাথে।আজ এই পর্যন্ত।সবাই সুস্থ থাকুন ভাল থাকুন সেই কামনা করি।

ধন্যবাদ।

Level 2

আমি মোঃ আতিকুর রহমান। Administrator, Own Blog & Website, Manikgonj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মিনিমাম ২৫ জন ফ্যান না থাকলে নাম সেট করা যায় না।

    @: মোঃ নাজমুস সাকিব ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ।
    মিনিমাম ২৫ জন ফ্যান না থাকলেও আনেক সময় নাম সেট করা যায়।

Level 2

অনেক ধন্যবাধ টিউনটি স্কিন শট সহ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমিও ফেসবুক নিয়ে এই রকম একটি সম্যসার মধে আছি। আপনি ফেসবুক ফ্যনপেজ ডোমেইন নাম পরিবতন করা নিয়ে টিউন করেছেন,এই টিউনটি সংগ্রহে রাখলাম। আমার কোন ফ্যান পেজ নেই একটি ফেসবুক একাউন্ট আছে এর ডোমেইন নাম কিভাবে পরিবতন করব। অথাৎ যে নামে আমাকে সবাই চিনবে, জানালে উপকৃত হতাম।

Level 2

আমার ফেসবুক অ্যাকাউন্ট লক হইয়া গেছে, আমি অনেক রকম ট্রয় করেও কিছু করতে পারিনাই, অ্যাকাউন্ট এর প্রবলেম হল কার স্ট্যাটাস এ কমেন্ট করা জাই না। ফ্রেন্ড রিকুয়েস্ট করা জাই না। আমি কি বাবে উনলচক করব?

    @leo_miku: ভাই এই বিষয়ে আমার তেমন কোন ধারনা নেই। তবে অনেক সময় কিছু দিন পর অ্যাকাউন্ট আনলক হয়। তাই কিছু দিন পর পর ট্রাই করে দেখতে পারন।ধন্যবাদ…

ha ha ha,eta ekta tune korar bisoy holo????ota to username kora!!!!

    @Kumar Anik Kundu: আপনি জারনেন শুনে খুশি হলাম। ভাই এইবিষয়ে যারা নতুন তাদের দু-এক জনের কাজে লাগলেও আমার টিউন করার মূল্য পাব। মন্তব্য করার জন্য ধন্যবাদ…

mamy many thanks 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

অনেক পরে হলেও আমার কাজে লেগেছে। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। আমার FB পেজের নাম nuru7774