বাজারে সেরা মানের ফ্যান JISULIFE FA17 এর আউটডোর LED সিলিং ফ্যান

Level 1
পেইজ মোডারেটর ও কন্টেন্ট রাইটার, টটেজা, চট্টগ্রাম

বর্তমানে গরমের সময়ে খুব বেশি হারে লোডশেডিং হতে দেখা যায়। আর এই লোডশেডিং এর কারনে প্রায় দীর্ঘক্ষন ফ্যানের বাতাস ও লাইটে আলো পাওয়া খুব দুষ্কর হয়ে পড়ে। তাই ইতিমধ্যে JISULIFE বাজারে জন্য বেশ কিছু ভালো মানের ফ্যান বের করেছে। আর তাই এই গরমে পোর্টেবল ফ্যানের সাথে লাইটের সুবিধাও পাওয়া  যাচ্ছে।
JISULIFE FA17 ফ্যান হল একটি পোর্টেবল, অলরাউন্ডার ফ্যান। এটি ক্যাম্পিং ট্রিপ, পিকনিক বা যেকোনো আউটডোর এবং ইনডোর এর জন্য উপযুক্ত একটি ফ্যান।  এটি আপনার স্বাচ্ছন্দ্য এবং সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটি আপনার পরিবেশকে ঠান্ডা এবং আলোর জন্য তৈরী করা হয়েছে।
ছোট এবং বড় স্ট্যান্ডের সাথে JISULIFE FA17 আউটডোর ক্যাম্পিং সিলিং ফ্যান। এই ফ্যানে স্ট্যান্ড ছোট ও বড় করা যাবে। এটিতে এল ই ডি লাইট আছে। আর এর মাধ্যমে ল্যাম্পের মতন কাজ করে।  এটি একটি পোর্টেবল মাল্টিফাংশনাল ফ্যান। এটি রুমকে ঠান্ডা রাখে এবং রাতে লাইটের আলো পেতেও সাহায্য করে।
স্পীড:এই  ফ্যানের ৪-স্পীড সেটিংস রয়েছে: হালকা, মৃদু, একটু বেশি দ্রুত এবং ঘুমের মুড। আলোরও তিনটি মুড রয়েছে।
ব্যাটারী ব্যাকআপ:একবার চার্জ করার পরে, এই ফ্যানটি একটানা ২০ঘন্টা কাজ করতে পারে, আর ব্যাটারি ড্রেন এর কোনো ভয় নেই। তবে ব্যাটারী ব্যাকআপের ক্ষেত্রে মুডের উপর নির্ভর করে। কারন সব সময়ই সেইম মুডে ফ্যান চালানো হয়ে উঠেনা। দেখা যায়, নিজেদের সুবিধাজনক মুডে রেখে ফ্যান চালাতেই সবাই কমবেশি সাচ্ছন্দ্যবোধ করি। তাই ১ম দিকের মুডের মধ্যে রাখলেই অনেক তাড়াতাড়ি ব্যাটারী পাওয়ার শেষ হওয়ার চান্স থাকে। আর যেহেতু এখানে এলইডি লাইটও আছে। তাই লাইটের ৩ টি মুডের কারনে ব্যাটারী ব্যাকআপের তারতম্য ঘটতে পারে। তাই ফ্যানের স্পীড ও লাইটের মুডের কারনে একটানা ২০ ঘন্টার চেয়েও কম ব্যাকআপও দিতে পারে।
এটি ডিসি পাওয়ার সোর্স দিয়ে ৬-৭ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ করা যেতে পারে।  এর গতি ও আলো টাইমার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।  এতে আছে LED ইন্ডিকেটর। এতে ইন্ডিকেটর থাকায় খুব সহজেই আলো ও গতি নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও এই ফ্যানে আলাদা করে একটি হুক দেওয়া আছে। যার মাধ্যমে ফ্যানটি ঝুলিয়ে রাখা যাবে। বর্তমানে সকল ফ্যানে ঝুলিয়ে রাখার ব্যবস্থা থাকেনা। তবে এই ফ্যানটাকে সহজ ঝুলিয়ে মুড অনুযায়ী নিয়ন্ত্রণ করা যাবে।
ওজন: এই ফ্যানের ওজন প্রায় ১০৩৫ গ্রাম। এর ওজন খুব বেশী না হওয়ার কারনে বিভিন্ন জায়গায়ও নিয়ে যাওয়া যাবে।
বিস্তারিত :
১. ক্যাম্পিং ফ্যান এবং এল ই ডি লাইট:এটি একটা এল ই ডি ক্যাম্পিং ফ্যান। এটা ল্যাম্প হিসেবে কাজ দেয়। এটি একটি পোর্টেবল মাল্টিফাংশনাল ফ্যান যা আপনাকে ঠান্ডা রাখে এবং রাতে দেখতে সাহায্য করে। ফ্যানের ক্ষেত্রে, লাইটের সুবিধা পাওয়া অনেক সুবিধাজনক হতে পারে।
২.মুড সেটিংস: এই ক্যাম্পি ফ্যানের ৪টা স্পীড সেটিংস রয়েছে-হালকা, সাধারণ, একটু দ্রুত এবং ঘুমের মুড। হালকা মৃদু থেকে হাই মুড অব্দি, আপনি যেভাবে চান ঠিক সেভাবে আপনাকে বাতাস সরবরাহ করবে। আলোর তিনটি মুড রয়েছে: হালকা, রেগুলার এবং উষ্ণ আলো।  এবং প্রতিটি লাইট ৩ টি মুডে এডজাস্ট করা যাবে। লাইটের ক্ষেত্রে, মুডের সুবিধা থাকার কারনে নিজের সুবিধামত লাইটের আলো পরিবর্তন করে ব্যবহার করা যাবে। কারন সব সময়ই উষ্ণ আলোতে কাজ করা আরামদায়ক হয় না।
৩.১২০০০ মিলি অ্যাম্পিয়ার দীর্ঘ রিচার্জেবল ব্যাটারি:
এই মাল্টি-ফাংশনাল ফ্যানটি একটি সুপার ব্যাকাপ দেওয়ার ক্ষমতার ব্যাটারিতে তৈরী।  একবার চার্জ করার পরে, এই ফ্যানটি একটানা ২০ ঘন্টা কাজ করতে পারে, আর ব্যাটারি ড্রেন এর ভয় নেই।  এটি ডিসি পাওয়ার সোর্সের সাথে ৬-৭ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ করা যেতে পারে।
৪) ওয়্যারলেস রিমোট কন্ট্রোলার:
এই টেবিল ফ্যানের সাথে থাকছে একটি রিমোট। যার মাধ্যমে গতি, আলো এবং টাইমার নিয়ন্ত্রণ করা যায়।  এতে একটি LED ইন্ডিকেটরও রয়েছে। দূর থেকেও তাই এটি ব্যবহার করা সহজ।
৫) মাল্টি-ফাংশন এবং মাল্টি-অ্যাপ্লিকেশন:মেঝে, টেবিলে বা ঝুলিয়ে রাখার জন্য এর সাথে মাউন্টিং এর ব্যবস্থা আছে। এটি আপনি সহজে বহন করার জন্য সবচেয়ে পোর্টেবল এবং মাল্টিফাংশনাল ফ্যান।
৬) ওয়ারেন্টি: এই ফ্যানের সাথে ৩ মাসের ওয়ারেন্টি দেওয়া হয়।
নিজের ধারনা থেকে বলতে পারি, বর্তমানে পোর্টেবল ফ্যানের যুগে JISULIFE খুবই ভালো ব্রান্ড। এসব ফ্যান গরমের শুরু থেকে দাম বাড়তেই থাকে। তাই গরম শুরুর আগে নিজেদের প্রয়োজন বুঝে কিনে ফেলতে পারেন। আর এই ফ্যানের সাথে ওয়ারেন্টিও পেয়ে যাবেন। আপনার বাজেট যদি ৩৫০০ টাকা হয় তবে নিশ্চিন্তে JISULIFE FA17 কিনে নিতে পারেন। আমাদের গরমের দিনগুলো আরো আরামদায়ক হয়ে উঠুক।

Level 1

আমি আত্তিয়া ফারাহ। পেইজ মোডারেটর ও কন্টেন্ট রাইটার, টটেজা, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস