স্মার্টওয়াচ নিয়ে বলতে গেলে সহজ ভাষায় বলা যায়, এটি হাতে থাকা সহজতর কম্পিউটার। স্মার্টওয়াচে সময় দেখার পাশাপাশি আরও অনেক চাহিদাও পূরন করেই চলেছে। বর্তমানে প্রযুক্তিপ্রিয় মানুষের কাছে স্মার্ট ওয়াচ এখন পছন্দে শীর্ষে। তাই এর তথ্যভিত্তিক সুবিধাগুলো না জানলেই চলবেই না।
কল কিংবা নোটিফিকেশন: বর্তমান সময়ে স্মার্ট ওয়াচের মাধ্যমে নিত্যনতুন তথ্যাদি, ফোন রিসিভ করা, মেসেজ পাঠানো এবং গানও পরিবর্তন করা যায়।
ফিটনেস ট্রাকিং: স্টেপ কাউন্টিং, ক্যালরি নিয়ন্ত্রণ করে এবং হার্ট রেইট জানাতে সাহায্য করে। এটিই সত্যিই স্মার্টওয়াচের বিশেষ সুবিধা। বর্তমানে অনেকেই এই সুবিধা পাওয়ার জন্যই স্মার্ট ওয়াচ নিয়ে থাকে।
এলার্ম সেট: এই ওয়াচের মাধ্যমে খুব সহজেই এলার্ম সেট করা যায়। অনেকেই রাতে ঘুমানোর সময় এই ঘড়ি পড়েই ঘুমিয়ে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
ধরন : বিভিন্ন স্টাইলের স্মার্টওয়াচ পাওয়া যায়। লেদার কিংবা চেইনের বেল্ট ব্যবহার করতে পারে। তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন দামে স্মার্টওয়াচ পাওয়া যায়
জিপিএস/ নেভিগেশন ট্রাকিং : বিভিন্ন জায়গার জিপিএস ও ম্যাপ দেখা যায়। আপনি গাড়ি বা হেটে যাতায়াত করলে স্মার্টওয়াচের জিপিএস ট্রাকিং এর মাধ্যমে সহজে নিদিষ্ট স্থানে পৌছাতে পারা যায়।
ট্রান্সলেশন : ইংরেজি ছাড়াও আরো কয়েকটা ভাষার ট্রান্সলেশন পাওয়া যায়। অন্য দেশ গিয়েও সেই দেশের ভাষা অনুযায়ী সেট আপ করা যায়।
ছবি তোলা: অনেক স্মার্ট ওয়াচের মাধ্যমে ছবিও তোলা যায়। যা বর্তমানে সময়ে সেরা স্মার্টওয়াচের অন্যতৃ বৈশিষ্ট্যের মধ্যে থাকে।
বিশেষ কার্যকারিতা: এই স্মার্টওয়াচ দিয়ে সহজে মোবাইলের বিভিন্ন তথ্যাদি জানা যায় আর সকল কাজের তথ্যাদি সঠিক সময়ে পাওয়া সম্ভব হয়।
ক্রেডিট কার্ড এর ব্যবহার: বাজারে আসা নতুন স্মার্টওয়াচের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজে বিল প্রদান করা সম্ভব হচ্ছে। যা এর আগে কোনো ওয়াচের মাধ্যমে সহজতর বিষয় ছিল না।
স্বাস্থ্য জনিত সুবিধার্তে: শরীরে অক্সিজেনের মাত্রা, তাপমাত্রা ও ব্লাড সুগারের মাত্রা নির্ণয় করা যায়। ঘড়ির মাধ্যমে স্বাস্থ্যজনিত তথ্যাদি পাওয়া খুবই বিরল একটি বিষয়ের মধ্যে পড়ে।
অসুবিধা:
সবকিছুর সুবিধার পাশাপাশি অসুবিধা থাকবেই। স্মার্টওয়াচের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছুই হয়নি। যেমন:
ভুল তথ্যদি প্রদান: আমাদেরকে অক্সিজেনের মাত্রা, তাপমাত্রা ও ব্লাড সুগারের সর্বোচ্চ ৮০% সঠিক তথ্য দিতে পারে। কখনোই পুরোপুরি এই মাত্রারগুলোর নির্ভর হওয়া উচিত নয়।
ব্যাটারী ব্যাকআপ: সব ধরনের স্মার্টওয়াচের ব্যাটারী ব্যাকআপ প্রয়োজন হয়। কিছু স্মার্টওয়াচ চার্জ দিয়ে ২-৩ দিন পর্যন্ত চলতে পারে। এসব স্মার্টওয়াচগুলোর মূল্য খুব একটা বেশী হয়ে থাকেনা। তবে এটা ঠিক যে, সর্বোচ্চ দামী স্মার্টওয়াচগুলো সবচেয়ে সেরা সার্ভিসগুলো দিয়ে থাকে। এসব স্মার্টওয়াচ প্রায় ৩০ দিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে।
স্মার্টফোন নির্ভর: স্মার্টওয়াচ পুরোপুরিই স্মার্টফোন নির্ভর হয়ে থাকে। যার কারনে স্মার্টফোন ছাড়া এটি অনেকটা অচল হয়ে পড়ে।
সীমিত কার্যকারিতা: স্মার্টফোনের তুলনায় স্মার্টওয়াচের বৈশিষ্ট্য কমই থাকে। স্মার্টওয়াচ সীমিত কার্যকারিতা নির্ভর হয়ে থাকে।
স্মার্টওয়াচের মূল্য: বর্তমান স্মার্টওয়াচের মূল্য বেগতিক হারে বেড়েই চলতেসে। নিত্যনতুন বৈশিষ্ট্য থাকার কারনে স্মার্টওয়াচের মূল্য বাড়তে থাকে।
ধরন ভেদে স্মার্টওয়াচ:
১. ফিটনেস ভেদে স্মার্টওয়াচ: বাজারে বিভিন্ন ফিটনেস ভিত্তিক স্মার্টওয়াচ থাকে। সেইগুলোর প্রধান বৈশিষ্ট্য থাকে স্টেপ কাউন্টিং, শারীরিক মাত্রা তথ্যাদি দেওয়া।
২. স্মার্টওয়াচ লেদার বা চেইন বেল্ট: স্মার্টওয়াচে চেইন বা লেদারের বেল্ট ব্যবহার করা যায়। সবাই নিজের পছন্দ মত বেল্ট ব্যবহার করে সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে। বলা যেতেই পারে, ছোট কিংবা বড় সবাই নিজের পছন্দসই ভাবে স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবে।
৩. বিশেষ প্লাটফর্মের স্মার্টওয়াচ: বাজারে গুগল কিংবা অ্যাপেল ব্রান্ড নিজস্ব সুযোগ সুবিধা দিয়ে স্মার্টওয়াচ চালু করে।
বাজারে সেরা কিছু স্মার্টওয়াচ ব্রান্ড এবং তাদের ধারনকৃত বাজেট:
Apple (41000-99000)
Samsung(5000-43000)
Huawei (5000-60000)
Amazfit(5000-24000)
Kiselect (4000-7000)
Colmi (1500-4000)
Mibro (2500-6000)
Hyalou (2000-4500)
Imilab (2000-4500)
Realme (4000-6000)
Xaomi (2000-4000)
স্মার্টওয়াচ ব্যবহারে সর্তকতাঃ এই বিষয়ে কিছু তথ্যাদিও দিতে চাই। আপনার স্মার্টওয়াচ দৈনন্দিন পোষাকের সাথে মিশে গিয়ে আপনার ব্যক্তিত্বকে পরিস্ফুটিত করে। তাই আপনি চাইলে সাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। যেহেতু এটি একটি ইলেকট্রনিকস ডিভাইস, তাই এর ব্যবহারে প্রয়োজন সর্তকতা। একটা স্মার্টওয়াচকে রিচার্জ করার জন্য সারাদিন বৈদ্যুতিক সকেটের সাথে চার্জ ইন কেসে লাগিয়ে রাখা অনুচিত হবে। এক্ষেত্রে প্রথমত, আপনার স্মার্টওয়াচ নষ্ট হওয়ার সম্ভাবনা ৯০% বেড়ে যায়। দ্বিতীয়ত, এটি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও স্মার্টওয়াচে হেলথ ইস্যুর রেটিং উপর নির্ভর করা অনুচিত হবে। কারন অনেক স্মার্ট ওয়াচই সঠিক রেটিং দিতে পারেনা।
এই সকল তথ্যাদি জেনে স্মার্টওয়াচ আপনার প্রয়োজন কিনা জেনেই কিনুন।
আমি আত্তিয়া ফারাহ। পেইজ মোডারেটর ও কন্টেন্ট রাইটার, টটেজা, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।