নিজেকে ঘুচিয়ে পরিপাটি কে না রাখতে পছন্দ করে। বিশেষ করে ছেলেদের চুল এবং দাড়ি ছেলেদের সৌন্দর্যের উপর বিশাল প্রভাব বিস্তার করে। দাড়ি চুল সুন্দর ও পরিপাটি রাখার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত চুল দাড়ি কাটা ও পরিস্কার করা। চুল কাটার জন্য আমাদের সেলুনে যেতে হয়ে। তবে প্রযুক্তির কল্যানে ট্রিমার আবিষ্কার বিশেষ করে ইলেকট্রিক ট্রিমার আমাদের এই কাজটিকে আরও সহজ করে দিয়েছে।
আমাদের মধ্যে অনেকেই ট্রিমার ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা না থাকায় সঠিক ও ভালমানের ট্রিমার কিনতে গেলে বিরম্বনায় পড়তে হয়। প্রিয় পাঠক, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে বাজেটের মধ্যে বেশ ভালো মানের একটি ট্রিমার Kemei KM 6330 3 in 1 trimmer সম্পর্কে আলোচনা করবো।
Kemei KM 6330 রিভিউ
আপনার বাজেট যদি ১০০০ টাকা বা তার কম হয়ে থাকে এবং আপনি একটি ভালো মানের ট্রিমার খুঁজে থাকেন তাহলে আপনি চোখ বন্ধ করে এই ট্রিমারটি নিতে পারেন। কেমেই কেএম ৬৩৩০ ট্রিমারটি একবার ফুল চার্জ দিয়ে ৬০ মিনিট বা এক ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। তবে ফুল চার্জ হতে বেশ সময় লাগে। একবার ফুল চার্জ হতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে।
একই ট্রিমার দিয়ে আপনি এক সাথে নাকের চুল, মাথার চুল, এবং দাড়ি কাটতে পারবেন।
এতে থাকা এডজাস্টেবেল কম্ব দিয়ে ৩ মিমি থেকে ১২ মিমি আকারে চুল বা দাড়ি কাটা যাবে। এছাড়াও প্যাকেটের মধ্যে রয়েছে একটি চার্জার ক্যাবল। বাংলাদেশের বাজারে বিভিন্ন অনলাইন শপে ও লোকাল মার্কেটে এটি কিনতে পাওয়া যায়। বাজারে চাহিদা থাকায় অনেকে নকল ও নিম্নমানের ট্রিমার বিক্রি করে থাকে।
তবে Trimmer World এ আপনি পেয়ে যাবেন আসল এবং মান সম্মত ট্রিমার।
আমি ই এইচ পথিক। Blogger বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
~চুপচাপ নিজের বহুরুপ দেখে আমি নিজেই অবাক।