🗣️চলুন জেনে নেওয়া যাক কত কত তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে। এয়ার কন্ডিশনারকে ২৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেওয়া হয়। তাই প্রথমে এসি চালানোর সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করবেন না। এমন একটি তাপমাত্রায় সেট করুন, যাতে ধীরে ধীরে ঘরের তাপমাত্রা কমতে থাকে। এয়ার কন্ডিশনারটির তাপমাত্রা ২৪-২৮ ডিগ্রির মধ্যে সেট করুন। এর সুবিধা হলো ১০ মিনিটের ব্যবধানে ঘরের তাপমাত্রা যেমন কমে যায়, তেমনি বিদ্যুৎ খরচও কমে।
🔆এমন হওয়ার কারণ হলো, এসি অন করার সঙ্গে সঙ্গে যখনই তাপমাত্রা অনেকটা কমিয়ে দেওয়া হয়, তখন কমপ্রেসার অনেক দ্রুত কাজ করে। ফলে বিদ্যুৎও অনেক বেশি খরচ হয়। তাই চেষ্টা করবেন, এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে সেট করে দিতে।
🗨️তবে মনে রাখতে হবে, এসির শক্তি খরচ শুধু আপনার সেট করা তাপমাত্রার ওপর নির্ভর করে না। ঘরের এসি কতটা শক্তি খরচ করে তা নির্ভর করে তার স্টার রেটিং, বাইরের তাপমাত্রা, ব্যবহারের সময়, রুমের আকার, রুমে লোকের সংখ্যা, রুমের ইনসুলেশন ইত্যাদির ওপর। এসির শক্তি যত খরচ হবে তত বিদ্যুৎ বিল বেশি আসবে।
আমি মোঃ পারভেজ। Digital Marketing Specialist, Outsourcing BD Institute, Chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমার নাম মোঃ পারভেজ আমি একজন ফ্রিল্যান্সার, (ডিজিটাল মার্কেটিং) আমি এখানে নতুন জয়েন হয়েছি, আর্টিকেল লিখার জন্য, আপনাদের দোয়া পার্থী ধন্যবাদ।