আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভাল আছেন। অনেকদিন হয়ে গেল টেকটিউনসে কোন টিউন করি নাই। নতুন টিউনারদের টিউন দেখে একটু উৎসাহ পেলাম। তাই আপনাদের মাঝে চলে আসলাম আবার। মাঝে মাঝে টিউন করার পরিকল্পনা করলাম। তো যাই হোক আজ আমি আপনাদের নতুন একটি বিষয় সম্পর্কে অবগত করব, ধরুন আপনাকে দুইটি বাল্ব দুইটি সুইচ দেওয়া হল এখন বলা হলো আপনি কারেন্ট দিয়ে এই বাল্ব দুটোকে দুটি সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করুন। তাহলে আপনি প্রথমে যে কানেকশন করবেন, সেটা সবাই করে মানে নিচের চিত্রের মত করে কানেকশন করবেন।
সুইচ বোর্ড থেকে হোল্ডার বোর্ড পর্যন্ত মিনিমাম তিনটা তার দিতে হবে।
আমরা তিনটা তার দিব না। আমরা শুধুমাত্র দুইটা তার দিয়ে দুই বাল্ব কে দুই সুইচের মাধ্যমে আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করবো। কাজটা কিন্তু সেম তিন তারের কানেকশন এর মতোই করবে। মানে একটা সুইচ দিয়ে একটা বাল্ব চালু বন্ধ হবে, আরেকটি সুইচ দিয়ে আরেকটা বাল্ব চালু বন্ধ হবে। অর্থাৎ সাধারণ বাসাবাড়িতে যেভাবে কানেকশন হয় সেভাবেই কাজ করবে, কিন্তু সুইচ বোর্ড থেকে হোল্ডারবোর্ড পর্যন্ত তিনটি তার নয় দুটি তার দিতে হবে।
এবার মনে হয় একটু চিন্তায় ফেললাম। এটা কোন কাজের না আবার অনেকের কাজেও লাগতে পারে। জানার কোন শেষ নেই। আপনাদের জানানোর জন্য আজকের এই টিউনটি করা। জানি হয়তোবা অনেকে বলবেন এটা অনেক আগেই জানতাম, এটা খুব সহজ, এটার কোন ব্যবহার নাই, ইত্যাদি ইত্যাদি। যারা নতুন তাদের জন্য আমার এই পোস্টটা করা। হয়তোবা কখনো কারো কোনো কাজে লাগতে পারে।
কানেকশন করার আগে আপনাদের একটা ঘটনা বলি। বেশ কিছুদিন আগে আমি আমাদের গ্রামের একজনের বাসায় ইলেকট্রিকের কিছু কাজের জন্য গিয়েছিলাম। বাড়ির মালিক বলে, আমার এখানে একটা বাল্বের লাইন করা আছে। কিন্তু এর সাথে আরেকটা বাল্বের লাইন দরকার। এর আগে কয়েকজন টেকনিশিয়ান কে দেখিয়েছিলাম। তারা বলেছিল, সুইচ বোর্ড থেকে হোল্ডার বোর্ড পর্যন্ত দুটি তার টানা আছে। দুটা বাল্ব জ্বালালে ন্যূনতম তিনটা তার টানা থাকতে হবে। কিন্তু এখানে বিষয় হলো, এর আগে যে কাজটা করছে সে এমন ভাবে করেছে, যে নতুন করে কোন তার ঢুকানোর অপশন নাই বা ওই দুইটা তার বের করারও কোন অপশন নাই। একদম ফিক্সড মনে হয় সে পাইপ ছাড়াই ওয়ালের ভিতর দিয়ে তার ঢুকিয়েছে। এখন যদি দুইটি বাল্ব জ্বালানোর প্রয়োজন পড়ে, তাহলে বাহির দিয়ে একটা এক্সট্রা তার টানতে হবে, না হলে প্লাস্টার কেটে নতুন করে লাইন করতে হবে। কিন্তু বাড়ির মালিক বাহির দিয়ে তারও টানতে দিবেনা এবং প্লাস্টারও কাটতে দিবে না। তাই ওইসব টেকনিশিয়ান দিয়ে কাজ করে নেয়নি। সে অনেকদিন পর বিষয়টা আমাকে জানায়, আমি কিছু করতে পারি কিনা। আমি গিয়ে দেখলাম পাইপ থেকে তার টেনে বের করা কোন ভাবে সম্ভব না নতুন করে ঢুকানো সম্ভব না। আমাকে যা কিছু করতে হবে এই দুই তারের মাধ্যমেই করতে হবে। তাই অনেক চিন্তাভাবনার পর এই কানেকশনটা বের করলাম। খুব সুন্দর ভাবে এখনো কাজ করতেছে। তাই আপনাদেরও যদি এইরকম কোন দরকারে আসে, তাহলে এই নিনজা টেকনিকটি কাজে লাগাইতে পারেন। এতে করে তারের খরচ কিছুটা হলেও কম হবে।
তো যাক কথা না বাড়িয়ে কাজে আসি।
তিন থেকে ছয় এম্পিয়ারের ভেতর রেকটিফায়ার ডায়োড ব্যবহার করবেন
আরেকটি কথা খুব বেশি প্রয়োজন না হলে কেউ এ কানেকশন করবেন না। করলেও ক্ষতি নেই। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। আর যেহেতু এসি কারেন্ট নিয়ে কাজ করবেন, সেহেতু কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রয়োজন হলে মেন সুইচ অথবা সার্কিট বেকার অফ করে কাজ করবেন। অবশ্যই এটি কাজ করে।
যদি কাজ করতে সমস্যা মনে করেন তাহলে ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমাকে ফলো করুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন।
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!