আসসালামুয়ালাইকুম, সবাইকে আসছে শীতের হিম হিম শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। টেকটিউনস আমার সবচেয়ে প্রিয় ব্লগ সাইট।আমি দিনে একবার হলেও এই টেকটিউনস ঢু মারি। টেকটিউনস ঢু না মেরে আমি থাকতে ই পারি না।
ইলেক্ট্রনিক্স নিয়ে মজার মজার প্রজেক্ট করা ছোটবেলা থেকেই আমার প্রিয় শখ।ছোটবেলায় মামার হাতে LED দিয়ে লাল বাতি জ্বলা দেখেই এই শখের চর্চা শুরু। তখন ইচ্ছা ছিল বড় হয়ে পড়াশুনা করে বাজারের রেডিও মেকানিকের মত আমিও একজন রেডিও মেকানিক হব।পরে অবশ্য অনেক কিছুই হতে চেয়েছি যেমন ঝালমুড়ি ওয়ালা,চটপটি-ফুস্কা ওয়ালা,কামার,বেবি চালক প্রভৃতি। যাই হোক শিশু মনে কত কিছুই না হতে মনে চায়।পরবর্তীতে ইলেক্ট্রনিক্স চর্চা করতে গিয়ে আমি অনেক কিছুর অভাব বোধ করি।আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন ১ম আমার ইন্টারনেট ব্যবহার এর হাতে খড়ী হয়।তখন থেকে সময় পেলেই ইন্টারনেট এ ইলেক্ট্রনিক্স এর রিসোর্স গুলো খুজতাম কিন্তু যা পেতাম তা তখন আমার বুঝার সাধ্য ছিল না কারন সব ছিল ইংরেজিতে।বাংলায় আমি তখন কোন সাইট খুজে পাই নাই।
যাই হোক এবার কাজের কথায় আসি।আমি একটি বাংলা ভাষায় ইলেক্ট্রনিক্স সাইট তৈরী করার চেষ্টা করেছি যানি না এটা কতটুকু ভাল হয়েছে। তবে পরীক্ষামূলক ভাবে সাইটটি সাবডোমেইন এ করা হয়েছে। যদি আপনাদের সারা পাই তাহলে সাইটটি স্থায়ী ভাবে ব্যবস্থা করব।সাইটটির নাম রেখেছি বিডি ইলেক্ট্রনিক্স।সাইটটির ব্যানার নিচে দেয়া হল-
সাইটটিতে আমি ইলেক্টনিক্স ব্লগ চালু করেছি এতে আপনারা যা যা পাবেন-
১। বাংলাতে ইলেক্ট্রনিক্স সম্পর্কিত পোস্ট।
২। যে কেউ পোস্ট করতে পারবেন এবং মতামত দেয়া যাবে।
৩। বিভিন্ন ইলেক্ট্রনিক্স টিউটোরিয়াল।
৪। ইলেক্ট্রনিক্স সম্পর্কিত বিভিন্ন টিপস।
আর অনেক কিছু।
সাইটটি এখন ও প্রথামিক পর্যায় আছে। আমি কখনও এর আগে ওয়েব সাইট ডিজাইন করিনি তাই কেমন হয়েছে জানি না।সাইটটি সুন্দর ভাবে সাজাতে আপনাদের সাহায্য কামনা করছি। তাই আপনারা মতামত দিয়ে আমাকে সাহায্য করুন। কিভাবে সাইটটি আপনাদের উপকারে লাগাতে পারি।
সাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন।
আশা করি সাইটটি আপনাদের উপকারে আসবে এবং ভাল লাগবে।
সবাইকে ধন্যবাদ
আমি মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Matribhasai Electronic charcha dokar .apnar Proyas Sarthok hok.