আমার দেখা সবচেয়ে মজার ইলেক্ট্রনিক্স পন্য(বাড়ির বিদুৎ এর সুইচ এর বিকল্প)

আমি সম্পূর্ন নতুন টিউনার। আমি কোন দিন টিউন করিনি। আজ আসলে এই মজার জিনিস টি দেখে সবাইকে জানাতে মনে চাইল তাই এই টিউটি করা।

এটি আসলে একটি ডিভাইস, যা দ্বারা্ আপনি আপনার বাসার বিদ্যুৎ এর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। এটি মূলত দুটি অংশে বিভক্ত -

১. মূল ডিভাইস

২. রিমোট

এই ডিভাইস এর দ্বারা আপনি ৪০ মিটার দূর থেকেও আপনার লাইট এবং ফ্যান অন-অফ বা স্পিড কম বেশী করতে পারেন।

এটি ২ টি লাইট এবং একটি ফ্যান এর সুইচ হিসাবে ব্যবহার করা যাবে।

এটি সম্পূর্ন আমাদের বাংলাদেশে তৈরী।

এবং খুবই অল্প দামে মাত্র ৫৫০ টাকাতে বিক্রি করে থাকে।

এটি ঢাকার নবাবগঞ্জ ও খুলনাতে পাওয়া যাবে আপাতত। এটি খুলনা দৌলতপুর, অগ্রনী ব্যাংক এর বিপরীত পাশে  “হোসনেআরা এন্টারপ্রাই” এ পাওয়া যাবে। যোগাযোগের নম্বর 01925153421।

আমি এটা আজই কিনলাম । এর সাথে এক বছরের বিক্রয়ত্তর সেবা বা গ্যারান্টি আছে।

Level 0

আমি shantokh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটা কে টিউন বলতাম সাথে কিছু তথ্য অন্তত দিলে।

    তবে জানানোর জন্য ধন্যবাদ

      Level 0

      @Droids and Apps: Droids and Apps@ ভাই আপনি কি কি জানেতে চান বলেন।…….আমিও জানি এটা কম্পিল্ট টিউন না। কিন্তু জানাতে ইচ্ছা করল তাই আরকি……….ধন্যবাদ

@shantokh
ভাই মাইন্ড কইরেন না। অনেক আশা নিয়ে এখানে মানুষ আসে কিছু শেখার আশায়। আপনিও জানেন। আর জানালেন যখন ছবি দিয়ে বিস্তারিত লিখলেই পারতেন। হতাশ হলাম আপনি রেগুলার ভিজিটর হয়েও কেন লিখলেন না। আমরা প্রতিদিনই তো অনেক কিছুই নতুন কিনি তাই বলে কি সবাই যদি এভাবে লিখতে থাকেন যে আজ এটা কিনলাম, কাল ওটা কিনলাম… তাহলে তো এখানে এসে কোন লাভ হল না। ভুল হলে ক্ষমা করবেন।

    Level 0

    @Liton-Online.com: দুঃখিত ভাই আমি আগেই বলেছি আমি আগে কোন দির টিউন করি নাই। আমি আসলে ছবি দিতে চাচ্ছি কিন্তু পারতেছিনা। আমারই আসলে ছবি সহ দেয়া উচিৎ ছিল।

Level New

ব্যাটারীতে চলে কিনা, দাম কতো, কোথায় পাওয়া যায় এসব তো ভাই জানাতে পারতেন। কোন কোম্পানী বা কাদের তৈরি সেটা একটু বলেন।
আপনিই বলেন আপনার এইটা পড়ে মানুষ কি হাসবে নাকি কাদবে?

    Level 0

    @সেতু: প্রথমত ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভাই একই জিনিস বার বার বলতে চাই না………যাই হোক আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটি ব্যাটারি দ্বারা চালিত। এটি এর মেইন পার্টটি আপনার বিদ্যুতিক সুইচ বোর্ড এ লাগাতে হবে। আর রিমোট এ দটি AA ব্যাটারি লাগবে। এটি ঢাকার নবাবগঞ্জ ও খুলনাতে পাওয়া যাবে আপাতত। এটি খুলনা দৌলতপুর এর “হোসনেআরা এন্টারপ্রাই” এ পাওয়া যাবে। যোগাযোগের নম্বর ০১১৯৯৫০৮২১৮। আরও কিছৃ জানতে চাইলে বলতে পারেন।

@shantokh vaia apni ei tune ta dekhe nite paren. ete deoa ache kivabe tune korte hoy.
https://www.techtunes.io/tutorial/tune-id/65156/

sorry vaia ager ta theke eita better. eita tei ashol jinish ache apni eitai dekhen.
********* https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/42539/

@ফারুক হোসাইন
আপনার সাথে একমত।
@সেতু
আপনার সাথেও। আমি আসলে এই কথাগুলোই বলতে চাইছিলাম।
@shantokh
আপনার লজ্জা বা দুঃখিত হবার কিছু নেই। আমরা সবাই আপনাকে সাহায্য করব। এর পরের বার থেকে একটু খেয়াল করবেন।

Level 0

For Update everyone can like this page-https://www.facebook.com/digital.switch

ভাই কি দৌলতপুরের নাকি? আমি কল্পতরু মার্কেটের পাশে থাকি। এখন বলেন এই হোসনে আরা এন্টারপ্রাইজ কোথায়? মানে দৌলতপুরের কোথায়?

ভাই এটার নাম ULTRA-TECH Remote Control Electric Switch.
মূল্য মাত্র = ৫৫০/= টাকা.
জিনিস টা অনেক সুন্দর কাজ করে কিন্তু রিমোট নষ্ট হলে কি কোন বিকল্প রিমোট কাজ করে ?
ভাই রিমোট এর কি গ্যারান্টি আছে ?

    Level 0

    @আশরাফুল: ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। কিন্তু আপনার ভুলের জন্য কারন এটির নাম মূলত ”ডিজিটাল”। আপনি চাইলে বিস্তারিত ফোন করে জানতে পারেন। এটির দাম ৪৭০ টাকা। আর রিমোট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে আবার রিমোট কিনতে পারবেন। এবং এটির এক বছরের গ্যারান্টি যুক্ত।কোম্পানিটি সারা বাংলাদেশে যেসব জায়গায় এসএ পরিবহন আছে সব জায়গায় পাঠানো ব্যবস্থা আছে।

এটা আমার বাসায় লাগানো হয়েছিল। আমার বাসায় IPS ব্যবহার করি। লোডশেডিং-এর ফলে একবার এটা নষ্ট হয়ে যায়। যন্ত্রটা পরিবর্তন করলে আবার একই সমস্যা হয়। 🙁 পরে এটা বাদ দিয়ে আবার সাধারণ সুইচ ব্যবহার করি।

    Level 0

    @শোভন আলম: ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।ভাই এটি IPS এ ব্যবহৃত হচ্ছে।

Level 0

🙂

Level 0

টিউন এর জন্য শুভেচ্ছা। এ জাতিও ডিভাইস ঢাকার মিরপুর-১ এর কোওপারেটিভ মার্কেটের রবিউল ইলেকট্রনিক্সে পাওয়া যায়।

kicui bujlam na vau
moviexpress24.blogspot.com

vai amake akta pathan s.a.poribohone dhakar kakraile pathale hobe amar nam..obayet ullah mobil no..01911182403 age chek kore pathaben ok

Just a commercial ad………..

Level 2

ভাই সোলার প্যানেল কিভাবে বানাবো সেটা বলেন ।

Level 0

প্যাকেটের ছবিটি বড় করে দেখুন
http://dnc.techtunes.io/tDrive/tuner/shantokh/95447/pac1.jpg

Level 0

Vhy ai product ta amadero ashe jeta 2010 theke market a available.dhaka sarao dhakar bahireo ashe.karo dorkar hole jog korte paren.01613392442,01913392442.