ইলেকট্রনিক্স প্রিয় সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদের এমন একটি মজার সার্কিটের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনাদের অনেকের কাজে আসবে বলে আমি আশা রাখি। আমরা অনেক সময় ভাবি আমাদের ব্যবহৃত বিভিন্ন ব্যাটারির (9V বা 12V) চার্জের পরিমান যদি আমরা জানতে পেতাম? এটা জানতে পারলে আমরা সহজেই বুঝতে পারবো আইপিএস বা অন্য সর্কিটে ব্যবহৃত ব্যাটারীতে কতটুকু পরিমান চার্জ আছে বা কখন চার্জ করতে হবে। (আমি আমার বাসার আইপিএস এবং চার্জার লাইটের সাথে এটি ব্যাবহার করি)। তবে এই সার্কিটের বিষেশত্ব এখনেই যে এটি 9V বা 12V বা অন্য ব্যাটারিতে আপনি ইচ্ছা মত ব্যবহার করতে পারবেন। এটির জন্য বাইরে থেকে কোন পাওয়ার যোগ করার দরকার হয় না। এবং এটি স্ট্যান্ডবাই অবস্থায় খুব সামান্য পরিমান চার্জ ব্যবহার করবে। এটি দশটি(১০) স্টেজে LED লাইটের সাহায্যে চার্জের পরিমান (চার্জি লেভেল) দেখাবে।
এই সার্কিটের ডায়াগ্রাম দেখে আপনারা বুঝতে পারবেন এটি আসলে লাইটিং আইসি ৩৯১৪ এর একটি পরিবর্তীত রূপ। যদি আপনার কাছে একটি প্রচলিত বাজারে কিনতে পাওয়া যায় এমন অডিও প্লেয়ারের লাইটিং সার্কিট থাকে তবে আপনি সেখানে এই আইসি টি পাবেন। এছাড়া বাংলাদেশ এবং ভারতের বাজারে এটি খুবই কমন একটি আইসি। যার মূল্য ৫০-৬০ টাকার মত। এখানে দুটি পরির্বতনশীল রোধ ব্যাবহার করা হয়েছে। উল্লেখ্য- যারা নতুন তাদেরকে বলি ইলেকট্রনিক্সের দোকানে পরির্বতনশীল রোধকে বোঝানোর জন্য ভ্যারিয়েবল রেজিস্টার বা পোটেনশিওমিটার বলে উল্লেখ করুন। এবং অন্য পার্টসের মান লিখে দোকানীকে দিলে তারা এগুলো আপনাকে দিয়ে দিবে। চিত্রানুযায়ী পুরো সার্কিটটি সংযুক্ত করে সম্পন্ন করুন। সার্কিটের ধনাত্বক প্রান্তের সাথে ব্যবহৃত ডায়োডটি ভুল পোলারিটি সংযোগ থেকে সার্কিটকে রক্ষা করবে। সার্কিট সম্পন্ন হলে ব্যাটারীর সাথে সংযুক্ত করার পূর্বে আপনার ব্যাটারীকে পুরোপুরি চার্জ (ফুল চার্জ) করে নিন।
সার্কিটের সুবেদিতার জন্য শুধুমাত্র একবারই আপনাকে এই কাজটি করতে হবে। এখন সার্কিটকে উক্ত ব্যাটারীর সাথে সংযুক্ত করুন। এরপর 10K পরিবর্তনশীল রোধকে টেস্টারের সাহায্যে ঘুরান যতক্ষন না পর্যন্ত আইসির ১০নং পায়ের সাথে সংযুক্ত LED টা জ্বলে ওঠে। এটি সর্ব্বোচ্চ চার্জ প্রকাশ করে । ব্যাস আপনার কাজ শেষ। এরপর দেখবেন চার্জ কমতে শুরু করলে বাতি নিচে নামতে শুরু করেছে। প্রতিটি বাতি ১০% চার্জ প্রকাশ করে। সবুজ বাতি দ্বারা ৭০%-১০০% চার্জ, হলুদ দ্বারা ৩০%-৬০% চার্জ এবং লাল দ্বারা ০%-৩০% চার্জ প্রকাশ করে। লাল বাতি জ্বললে ব্যাটারীকে চার্জ করা উচিত। সার্কিটে ব্যবহৃত 200K পরিবর্তনশীল রোধকে 9V-12V পৃথক ভোল্টের ব্যাটারীর সাথে adjust করার জন্য। এবং এর মাধ্যমে আপনি LED বাতির উজ্জলতা কমাতে বাড়াতে পারেন। এটি জটিলতা বিহীন একটি সুন্দর সার্কিট এবং মাইক্রো আইসি দ্বারা নিয়ন্ত্রনের ফলে যান্ত্রিক ত্রুটির সম্ভবনা নেই বললেই চলে। তাই আজই তৈরী করে ফেলুন এবং অবাক করে দিন আপনার বন্ধু মহল ও পরিবারের সদস্যদের।
01. IC - LM3914
02. Capacitor - 33µF25V, 100nF
03. Register - 4.7K, 56K
04. Variable Register- 10K, 200K
05. Diode - 1N4007 (or anyone)
06. LED - 10 LED (Style as you like)
সব মিলিয়ে ১০০ টাকার মত।
যেকোন ইলেকট্রনিক্সের দোকানে।
পার্টস বা এই সর্কিট সংক্রান্ত যেকোন সমস্যায় আমাকে জানান। এছাড়া আপনাদের উপদেশ মূলক ও টিউনটি সম্পর্কে আপনাদের মতামত কামনা করছি।
(ধন্যবাদ)
সময় পেলে ঘুরে আসতে পারেন>>> LED TV PRICE IN BANGLADESH <<<এখান থেকে।
আমি জ্ঞান পিপাসু (R@FIZ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THANK YOU. আবার এই LM3914/LM3915 আই সি এর কথা এবং এরমজার কথা মনে করিয়ে দয়োর জন্য।