মোবাইলে কি সুন্দর ব্যাটারী চার্জি লেভেল! সুখবর!! এখন নিজেই তৈরী করুন ‘‘ব্যাটারী চার্জি লেভেল’’ আর ব্যবহার করুন যেকোন যন্ত্রে

০১. মূলকথাঃ

ইলেকট্রনিক্স প্রিয় সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদের এমন একটি মজার সার্কিটের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনাদের অনেকের কাজে আসবে বলে আমি আশা রাখি। আমরা অনেক সময় ভাবি আমাদের ব্যবহৃত বিভিন্ন ব্যাটারির (9V বা 12V) চার্জের পরিমান যদি আমরা জানতে পেতাম? এটা জানতে পারলে আমরা সহজেই বুঝতে পারবো আইপিএস বা অন্য সর্কিটে ব্যবহৃত ব্যাটারীতে কতটুকু পরিমান চার্জ আছে বা কখন চার্জ করতে হবে। (আমি আমার বাসার আইপিএস এবং চার্জার লাইটের সাথে এটি ব্যাবহার করি)। তবে এই সার্কিটের বিষেশত্ব এখনেই যে এটি 9V বা 12V বা অন্য ব্যাটারিতে আপনি ইচ্ছা মত ব্যবহার করতে পারবেন। এটির জন্য বাইরে থেকে কোন পাওয়ার যোগ করার দরকার হয় না। এবং এটি স্ট্যান্ডবাই অবস্থায় খুব সামান্য পরিমান চার্জ ব্যবহার করবে। এটি দশটি(১০) স্টেজে LED লাইটের সাহায্যে চার্জের পরিমান (চার্জি লেভেল) দেখাবে।

০২. বাহ্যিক চিত্রঃ

০৩. কাজের ধারাঃ

এই সার্কিটের ডায়াগ্রাম দেখে আপনারা বুঝতে পারবেন এটি আসলে লাইটিং আইসি ৩৯১৪ এর একটি পরিবর্তীত রূপ। যদি আপনার কাছে একটি প্রচলিত বাজারে কিনতে পাওয়া যায় এমন অডিও প্লেয়ারের লাইটিং সার্কিট থাকে তবে আপনি সেখানে এই আইসি টি পাবেন। এছাড়া বাংলাদেশ এবং ভারতের বাজারে এটি খুবই কমন একটি আইসি। যার মূল্য ৫০-৬০ টাকার মত। এখানে দুটি পরির্বতনশীল রোধ ব্যাবহার করা হয়েছে। উল্লেখ্য- যারা নতুন তাদেরকে বলি ইলেকট্রনিক্সের দোকানে পরির্বতনশীল রোধকে বোঝানোর জন্য ভ্যারিয়েবল রেজিস্টার বা পোটেনশিওমিটার বলে উল্লেখ করুন। এবং অন্য পার্টসের মান লিখে দোকানীকে দিলে তারা এগুলো আপনাকে দিয়ে দিবে। চিত্রানুযায়ী পুরো সার্কিটটি সংযুক্ত করে সম্পন্ন করুন। সার্কিটের ধনাত্বক প্রান্তের সাথে ব্যবহৃত ডায়োডটি ভুল পোলারিটি সংযোগ থেকে সার্কিটকে রক্ষা করবে। সার্কিট সম্পন্ন হলে ব্যাটারীর সাথে সংযুক্ত করার পূর্বে আপনার ব্যাটারীকে পুরোপুরি চার্জ (ফুল চার্জ) করে নিন।

সার্কিটের সুবেদিতার জন্য শুধুমাত্র একবারই আপনাকে এই কাজটি করতে হবে। এখন সার্কিটকে উক্ত ব্যাটারীর সাথে সংযুক্ত করুন। এরপর 10K পরিবর্তনশীল রোধকে টেস্টারের সাহায্যে ঘুরান যতক্ষন না পর্যন্ত আইসির ১০নং পায়ের সাথে সংযুক্ত LED টা জ্বলে ওঠে। এটি সর্ব্বোচ্চ চার্জ প্রকাশ করে । ব্যাস আপনার কাজ শেষ। এরপর দেখবেন চার্জ কমতে শুরু করলে বাতি নিচে নামতে শুরু করেছে। প্রতিটি বাতি ১০% চার্জ প্রকাশ করে। সবুজ বাতি দ্বারা ৭০%-১০০% চার্জ, হলুদ দ্বারা ৩০%-৬০% চার্জ এবং লাল দ্বারা ০%-৩০% চার্জ প্রকাশ করে। লাল বাতি জ্বললে ব্যাটারীকে চার্জ করা উচিত। সার্কিটে ব্যবহৃত 200K পরিবর্তনশীল রোধকে 9V-12V পৃথক ভোল্টের ব্যাটারীর সাথে adjust করার জন্য। এবং এর মাধ্যমে আপনি LED বাতির উজ্জলতা কমাতে বাড়াতে পারেন। এটি জটিলতা বিহীন একটি সুন্দর সার্কিট এবং মাইক্রো আইসি দ্বারা নিয়ন্ত্রনের ফলে যান্ত্রিক ত্রুটির সম্ভবনা নেই বললেই চলে। তাই আজই তৈরী করে ফেলুন এবং অবাক করে দিন আপনার বন্ধু মহল ও পরিবারের সদস্যদের।

০৪. সার্কিট ডায়াগ্রামঃ

০৫. যন্ত্রপাতির বিবরণঃ

01.  IC                            -             LM3914

02.  Capacitor            -             33µF25V, 100nF

03.  Register              -             4.7K, 56K

04. Variable Register-        10K, 200K

05. Diode                   -             1N4007 (or anyone)

06. LED                      -             10 LED (Style as you like)

০৬. বাজার দরঃ

সব মিলিয়ে ১০০ টাকার মত।

০৭. কোথায় পাবেনঃ

যেকোন ইলেকট্রনিক্সের দোকানে।

০৮. সতর্কতাঃ

  • পুরো সার্কিট সম্পন্ন হওয়ার পূর্বে ব্যাটারীর সাথে সার্কিটকে সংযুক্ত করবেন না।
  • ১২ ভোল্টের অধিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারীর ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন।
  • আইসির একটি পায়ের সাথে অন্যটি যেন সংযুক্ত না হয়ে যায়।
  • ক্যাপাসিটরের ভোল্টের ক্ষেত্রে মনে রাখবেন আপনি যত ভোল্ট ব্যাটারীতে কাজ করবেন ক্যাপাসিটরের ভোল্টের মান তার দ্বিগুন হলে ভালো হয়। আমি এখানে যে মানটি ব্যাবহার করেছি সেটি ৯-১২ ভোল্ট ব্যাটারীর জন্য যথেষ্ট।

০৯. হেল্পলাইনঃ

পার্টস বা এই সর্কিট সংক্রান্ত যেকোন সমস্যায় আমাকে জানান। এছাড়া আপনাদের উপদেশ মূলক ও টিউনটি সম্পর্কে আপনাদের মতামত কামনা করছি।

(ধন্যবাদ)

সময় পেলে ঘুরে আসতে পারেন>>>  LED TV PRICE IN BANGLADESH   <<<এখান থেকে।

Level 0

আমি জ্ঞান পিপাসু (R@FIZ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

THANK YOU. আবার এই LM3914/LM3915 আই সি এর কথা এবং এরমজার কথা মনে করিয়ে দয়োর জন্য।

ভাই খুব জটিল কাজ , হয়ত চেস্টা করব
টিউনের জন্য ধন্যবাদ

    ম্যাকসন ভাই, আসলে সার্কিটটা খুব জটিল নয়। আপনি চেষ্টা করুন। অবশ্যই সফল হবেন।
    আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। 🙂

এরপ ট্নি আর চাই

দারুন!সবাইকে জানিয়ে দিচ্ছি!! ধন্যবাদ।

খুবই সুন্দর টিউন। আর আপনার বুঝানোর ক্ষমতাও বেশ ভাল। চেষ্ট করবো বানাতে। ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেয়ার জন্য।

ভাল হয়েছে। চালিয়ে যান। ধন্যবাদ।

Level 0

bujhlam na kichui

Level New

khub valo tune………plz carry on

ভাল চেষ্টা করব

Level 0

I think all members have liked it. We want more tunes like this. This type of technical posts indicates that its a technology related site.
I know many people of different sectors (like medical, engineering and so many sectors like these )come to visit TT every day. I will request them all to share their knowledge with us and make posts elaborately so that all people can understand.
I had a plan to make a post to request all visitors.
Thanks for your post very very much……

    আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। পরিকল্পনার জন্য শুভেচ্ছা রইল।

চমৎকার টিঊন । চালিয়ে যান !

জ্ঞান পিপাসু ভাই অনেক ধন্যবাদ। ছবি সহ দিলে ভালো হত। ভাই আমি 32 অ্যম্পিয়ারের ব্যটারি চার্জ করি 12 ভোল্ট 6 অ্যম্পিয়ার ট্রান্সাফরমার দিয়ে এ ক্ষেত্রে আমার এটা অনেক উপকারে আসবে। চার্জ ফুল হলে অটোমেটিক চার্জ বন্ধ হয়ে যাবে এমন একটি সহজ কোন সিসটেম থাকলে জানালে অনেক উপকৃত হব। বাজার থেকে অটো ফুল চার্জ সার্কিট এনে লাগিয়েছি কিন্তু এটি কাজ করে না। এব্যপারে আমাকে দয়া করে একটু সাহায্য করলে চিরকৃতজ্ঞ থাকব।

Khuv valo hoyeche. Erokom aro circuit cai.

Eta 6v battery te kaj korbe?

    ফিরোজ ভাই, এটা ৬ ভোল্টে কাজ করবে। তবে তার জন্য আপনাকে আইসির ৪ নং পিনের সাথে সংযুক্ত ২০০k রোধকে টিউন করে নিতে হবে। এই সার্কিটটি ৬ এবং ১২ ভোল্টের ব্যাটারীর জন্য তৈরী করা হয়েছে। শিঘ্রই তৈরী করে আমাকে জানান। মতামতের জন্য ধন্যবাদ ।

খুবি চমৎকার টিউন। সার্কিট বিষয়ে আপনার সাথে কথা বলা দরকার যদি আউয়াজ দেন খুশি হব ফেইসবুকে [email protected]

অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি টিউন এর জন্য।
এমন একটা সার্কিট দরকার যেটা যে কোনো ভোল্ট এর ব্যাটারি চার্জ এর জন্য প্রযোজ্য এবং
ঠিক মোবাইল এর মত চার্জ শেষ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে

Level 0

onek sundor thanks
ami ekta baniye amar ups e lagiye dibo ta hole r ups r te te sunte hobena.

ভাই আপনি যদি ইমেজ শট সহ কার্যপ্রনালি দিতেন তাইলে বুঝতে সুবিধা হতো ।

অনেক ভাল টিউন,আশা করছি সামনে এই ধরনের আরো টিউন পাব আপনার কাছ থেকে,ধন্যবাদ টিউনের জন্য।

Thank’s

ভাই আপনার IC LM3914 বাজারে পাওয়া যায় না। এর Alternative LM3915, LM3916 এগুলোও বাজারে পাওয়া যায় না। আবার কোথাও পাওয়া গেলেও সেখানে দাম বেশি চায় কিন্তু তারা IC ঠিক আছে কি নাই তার নিশ্চয়তা দিতে চায় না। অনেকে বলে এই IC মার্কেট আউট হয়ে গেছে। আপনার যদি এই IC কোন Alternative জানা থাকে যা বর্তমানে বাজারে আছে জানালে খুশি হব। আমাকে একজন বলেছেন LM324 দিয়ে নাকি হবে যদি হয় তবে আমাকে একটু জানাবেন। আর যদি সম্ভব হয় তবে ডায়াগ্রামটি আমাকে একটু মেইল করে দিয়েন। [email protected] ধন্যবাদ।

এম এ খসরু নোমান ভাই – আপনি আই সি টি বাজারে পাচ্ছেন না শুনে খারাপ লাগলো। আমি এই আইসি টি যশোরের মাইক পট্টি থেকে সংগ্রহ করেছি। আপনি চেষ্টা করুন তুলনামূলক একটু বড় মার্কেট থেকে কিনতে। আর আই সি পরীক্ষার যন্ত্র আমাদের দেশে সহজলভ্য নয়। তাই একটু রিস্ক নিতেই হয়।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।

vai apnar tune er jonne thanks!! but ami circuita full connenction dear por eta kono kaj e korchena. Problemta ki jante pari?

    @sakibfreeman: Circuit a Full connection deoer por Apnake ektu kaj korte hobe. Battery connection deoer por 10K Veriabl Register tune korun untill LED lights up. and also tune 200k register. If connectin is OK, it will work. But at first please check your all connections. Thnx for your comment.

    @sakibfreeman: এছাড়া সার্কিটে যে ডায়োড ব্যাবহার করা হয়েছে সেটি যদি +- ভুল হয় তবে এটি বিদ্যুত সংযোগ পাবে না । তাই এদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে ডায়োডটি ঘুরিয়ে সংযোগ দিন।

Level 0

ভাই আমার বাসাই ips/ups 1000va 12v/200 ব্যাটারি এটাই কি কাজ করবো?

Yes, it will work finely. @rafiq.himu

Level 3

ভাই খুব সুন্দর চালিয়ে যান অনেক ধন্যবাদ আপনাকে।

    @santokhan: শান্ত ভাই কমেন্টের জন্য ধন্যবাদ। আমি আপনার একজন ভক্ত। প্রজেক্টটা চেষ্টা করবেন আশা রাথি।

ভাল । আাই সি তে কোন হিট সিংক লাগবে কি ?