শুধু স্বল্পমূল্যে ভাল ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য এই টিউনটি

[এই ব্লগটা তাদেরকেই সাহায্য করবে এবং প্রয়োজনীয় যারা স্বল্পমূল্যে ভাল একটা ল্যাপটপট কিনতে চান. ধনী ভাইদের এটা পড়া মানে সময় নষ্ট, আশা করি কেউ কিছু মনে করবেন না ]

যারা শুধু মার্কেটিংয়ের এর কাজ করেন অর্থাৎ প্রতিদিন কাজ করতে হয় না তাদের জন্য নেটবুক ভাল তবে প্রতিদিন কিছু কাজ করতে হবে এমন লোকদের কে আমি সবসময় সাজেশন দিব ল্যাপটপ কিনতে । বাজেট আপনার ৩০ এর বেশী লাগবে না তবে ভাল ল্যাপটপ পাবেন । নেটবুক এ কী কী সমস্যা হয় এটা নিয়ে হয়তো আর একটা ব্লগ লেখা যাবে, তবে আজকে HP Compaq CQ42 নিয়ে ভাল কিছু তথ্য দেয়ার চেষ্টা করি ।

ওভারভিউ


এই ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রসেসর স্পীড অনেক ভাল, RAM DDR3 যা আপনার কাজের গতি ধরে রাখবে, ১৪ ইন্চি LED Screen যা আপনি এর থেকে অনেক বেশী দামে কেনা ল্যাপটপেও পাবেন না, আর সবকিছুর আগে এটা বিশ্বখ্যাত ব্রান্ড HP-এর ল্যাপটপ, যারা এই বিষয়ে সারাবিশ্বে ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে । বিশ্বখ্যাত রিভিউ সাইট cnet এ এর রেটিং ৮.২ (ব্যবহারকারি রেটিং) আর ৮.১ সিনেট এডিটরের রেটিং । এর প্রসেসর সহজে heat হয় না, দামে সস্তা, “decent battery life”.

কনফিগারেশন নিয়ে কিছু কথা


সিঙ্গেল কোরের ল্যাপটপ থেকে ডুয়েল কোরের ল্যাপটপ অনেক ভাল এটা নিয়ে দ্বিমত করার কেউ নাই । HP Compaq CQ42 এ ব্যবহার করা হয়েছে Pentium Dual Core প্রসেসর, যারা স্পীড 2.3Ghz. ডুয়েল কোর তাই স্বাভাবিকভাবে সিঙ্গেল কোরের ল্যাপটপ থেকে ডাবল স্পীড পাবেন । ১২৮০*৮০০ পিক্সেলের ১৪ ইন্চি লেড ডিসপ্লে তে আপনি পাবেন HD ফুটেজ আর অনেকক্ষন কাজ করলেও চোখের তেমন একটা সমস্যা অনুভব হয় না । DDR3 2GB RAM আপনার নোটবুককে সবসময় গতিময় রাখতে সাহায্য করবে । আমি নিচে ফিচারের ওভারভিউ দিচ্ছ আপনাদের অনেক সুবিধা হবে । আর একটা কথা এই প্রোডাক্টটি কিনলে বাংলাদেশে আপনি পাবেন ১বছরের product warrenty and ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি । সুতারাং নিশ্চিন্ত মনে কিনতে পারেন ।

HP Compaq CQ42 এর full features overview -

PROCESSORAMD 2.3 Ghz Dual Core Processor
RAM2GB, DDR3
ChipestAMD Ati Chipest
Hard Disk500GB
Display14" LED
Optical DriveDVD Writer
Graphics Card512MB
NetworkingWAN/LAN/WiFi
Webcam1.3 MP
Battery6 CELL Li-ion
Bluetooth, Card Readeryes
NetworkingWAN/LAN/WiFi
Price in BangladeshClcik here for Update Price
Warrenty1year Product, 3years Service
বাংলাদেশে এই ল্যাপটপের দামএখানে ক্লিক করে জেনে নিন বাংলাদেশে বর্তমান বাজার দর

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

নিজের চাওয়া, দাম এবং কনফিগারেশনের সুন্দর সামঞ্জস্য

    @Rohan: আমি নিজে এটা কিনেছি ডেস্কটপের পাশাপাশি চালানোর জন্য । সত্যিই অনেক ভাল সার্ভিস দিচ্ছে । thanks for comment.

Level 2

Thanks lot.

দাম তো দেখা যায় না।

ভাল তবে নিজে একটা কিনতে পারলে আরো ভাল লাগতো।

Level 0

Hp world er namkora company, kintu ami sunesilam eder compaq product e naki pblm hoi waranty ses hobar por thekei .waranty thakakalin somoye khub akta pblm dekha jaina. 3 mas age vaiar jonno samsung er akta laptop niyechilam model : rv408 . ekhon porjonto besh valoi service diyeche dam er cea samanno besi .By the way Share korar jonno dhonnobad vaia 🙂

Level 0

ধন্যবাদ INFO টি শেয়ার করার জন্য

Level 2

Gurottoporno tottho. Thanks apnake.

Level 0

kinum na amar desktop e valo

battery beckup kota ta kintu bolenni.a bapare updet diben asa kori.

Level 0

vai ami emachine d732z kinesi ebong prai dui mash dhore use korsi apnara keo eta kine thakle apnader oviggota share koren please.

Level 2

আমি Compaq CQ43 ব্যবহার করি । তবে RAM 2 Gb তে ভাল কাজ করে না। 2 Gb তে Hang করে। তাই আর একটি লাগিয়েছি। এখন মোটামুটি Speed পাই । প্রসেসর সহজে গরম হয়না। তাই Extra কুলিং ফ্যান এর দরকার হয়না।

Level 2

ভাই CQ43 এবং CQ42 এর ভিতর আসল পাথ্ক্যটা কি?যদি বলতেন…Plese

এই বৈশিষ্ট্যের ডেস্কটপ টা ক্যামন হবে??? DescriptionDesktop PC has core 2 duo 2.66 GHz processor, 1000 GB hard disk, 2 GB DDR2 RAM, Intel chips motherboard, OVO xpress casing.Product FeatureProcessor TypeCore 2 Duo E8200 ProcessorProcessor Speed2.66 GHzMain BoardIntel g31 Chip setRAM2 GB DDR2 Transcend RAMHard Disk1000 GB SATA 7200rpm HDDMonitorDell 20″ LED MonitorAudio/SpeakerBuilt inNetworking10/1000 MbpsKeyboardStandard USB KeyboardMouseOptical USB MouseCasingATX Thermal Casing

অনুরোধ স্বরুপ আপনার fb id চাচ্ছি!
অথবা ফোন নাম্বার