[এই ব্লগটা তাদেরকেই সাহায্য করবে এবং প্রয়োজনীয় যারা স্বল্পমূল্যে ভাল একটা ল্যাপটপট কিনতে চান. ধনী ভাইদের এটা পড়া মানে সময় নষ্ট, আশা করি কেউ কিছু মনে করবেন না ]
যারা শুধু মার্কেটিংয়ের এর কাজ করেন অর্থাৎ প্রতিদিন কাজ করতে হয় না তাদের জন্য নেটবুক ভাল তবে প্রতিদিন কিছু কাজ করতে হবে এমন লোকদের কে আমি সবসময় সাজেশন দিব ল্যাপটপ কিনতে । বাজেট আপনার ৩০ এর বেশী লাগবে না তবে ভাল ল্যাপটপ পাবেন । নেটবুক এ কী কী সমস্যা হয় এটা নিয়ে হয়তো আর একটা ব্লগ লেখা যাবে, তবে আজকে HP Compaq CQ42 নিয়ে ভাল কিছু তথ্য দেয়ার চেষ্টা করি ।
এই ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রসেসর স্পীড অনেক ভাল, RAM DDR3 যা আপনার কাজের গতি ধরে রাখবে, ১৪ ইন্চি LED Screen যা আপনি এর থেকে অনেক বেশী দামে কেনা ল্যাপটপেও পাবেন না, আর সবকিছুর আগে এটা বিশ্বখ্যাত ব্রান্ড HP-এর ল্যাপটপ, যারা এই বিষয়ে সারাবিশ্বে ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে । বিশ্বখ্যাত রিভিউ সাইট cnet এ এর রেটিং ৮.২ (ব্যবহারকারি রেটিং) আর ৮.১ সিনেট এডিটরের রেটিং । এর প্রসেসর সহজে heat হয় না, দামে সস্তা, “decent battery life”.
সিঙ্গেল কোরের ল্যাপটপ থেকে ডুয়েল কোরের ল্যাপটপ অনেক ভাল এটা নিয়ে দ্বিমত করার কেউ নাই । HP Compaq CQ42 এ ব্যবহার করা হয়েছে Pentium Dual Core প্রসেসর, যারা স্পীড 2.3Ghz. ডুয়েল কোর তাই স্বাভাবিকভাবে সিঙ্গেল কোরের ল্যাপটপ থেকে ডাবল স্পীড পাবেন । ১২৮০*৮০০ পিক্সেলের ১৪ ইন্চি লেড ডিসপ্লে তে আপনি পাবেন HD ফুটেজ আর অনেকক্ষন কাজ করলেও চোখের তেমন একটা সমস্যা অনুভব হয় না । DDR3 2GB RAM আপনার নোটবুককে সবসময় গতিময় রাখতে সাহায্য করবে । আমি নিচে ফিচারের ওভারভিউ দিচ্ছ আপনাদের অনেক সুবিধা হবে । আর একটা কথা এই প্রোডাক্টটি কিনলে বাংলাদেশে আপনি পাবেন ১বছরের product warrenty and ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি । সুতারাং নিশ্চিন্ত মনে কিনতে পারেন ।
PROCESSOR | AMD 2.3 Ghz Dual Core Processor |
RAM | 2GB, DDR3 |
Chipest | AMD Ati Chipest |
Hard Disk | 500GB |
Display | 14" LED |
Optical Drive | DVD Writer |
Graphics Card | 512MB |
Networking | WAN/LAN/WiFi |
Webcam | 1.3 MP |
Battery | 6 CELL Li-ion |
Bluetooth, Card Reader | yes |
Networking | WAN/LAN/WiFi |
Price in Bangladesh | Clcik here for Update Price |
Warrenty | 1year Product, 3years Service |
বাংলাদেশে এই ল্যাপটপের দাম | এখানে ক্লিক করে জেনে নিন বাংলাদেশে বর্তমান বাজার দর |
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের চাওয়া, দাম এবং কনফিগারেশনের সুন্দর সামঞ্জস্য