হাতের তালি দিয়ে অন অফ করুন আপনার যেকোন জিনিস

হাতের তালি বা শব্দ সাহায্য কোন কিছু অন বা অফ করা গেলে কেমন হয় নিশ্চয় মন্দ না । আমি আজ যে সার্কিট ডায়াগ্রাম টি সাথে আপনাদের পরিচয় করে দিবো , এ দিয়ে আপনারা কাজ টি করতে পারবেন। এর কয়েকটি অংশ রয়েছে যেমন ,

  • সাউন্ড ট্রিগার জেনারেটর।
  • ক্লক পালস জেনারেটর ও ক্লক পালস কাউন্টার।
  • হাতের তালি বা শব্দ গ্রহন করার জন্য একটি কন্ডেসার মাইক্রোফন ব্যবহার করা হয়েছে, ১নং ট্রানজিস্টারটি শব্দে এম্পলিফাই করা জন্য ব্যবহার করা হয়েছে।
  • ক্লক পালস জেনারেটর তৈরী করা হয়েছে ৫৫৫ আইসি দিয়ে।
  • ক্লক পালস কাউন্টার তৈরী করা হয়েছে ৪০১৭ আইসি দিয়ে।

৪০১৭ আইসি টি কাজ পালস গণনা করা , কারন একবার হাত তালি দিলে ১ম আইসি টি একবার ট্রিগার করবে এর ফলে ২য় আইসির ২য় পিনটি ( ১ম আউটপুট ) হাই হয়ে যাবে এরপর আবার হাত তালি দিলে ২য় আউটপুট সক্রিয় হবে একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য আউটপুট গুলো সক্রিয় হবে।

৪০১৭ আইসিতে মোট ১০ টি আউটপুট রয়েছে, প্রয়োজন মতো যে কয়টি ইচ্ছা সে কয়টি আউটপুট ব্যবহার করা যাবে। তবে মনে রাখবেন যে কয়টি আউটপুট ব্যবহার করা হবে তার পরের আউটপুট থেকে রিসেট পিন সাথে সরাসরি সংযুক্ত করতে হবে। আইসির ০ আউটপুট ( ৩নং পিন ) কোন ক্লক পালস ছাড়াই হাই হয়ে যাই । তাই ২নং পিন (১ম আউটপুট) থেকে শুরু করতে হবে। ৪০১৭ আইসির ১৬নং পিন পজিটিভ , ৮নং পিন নেগেটিভ এবং ১৫ পিন রিসেট টার্মিনাল । প্রতিটি আউটপুট হাই হয়ে যাওয়ার সাথে সাথে একটি এলইডি জল্বে। শুধু মাএ অন বা অফ করার জন্য দুটি আউটপুট ব্যবহার করতে হবে।

তৈরী করতে যা যা লাগবে :

  • আইসি:- ( NE555 Timer , CD-4017  decade counter )
  • রেজিস্টার:-  ( R1 - 10k, R2 - 1.2m, R3 - 2.2k, R4 - 150k,  R5 - 220k, R6 - 10k)
  • ট্রানজিস্টার:- (T1 - Bc 148, T2 ,T3 ,T4 - BEL 187
  • ক্যাপাসিটর ( C1,C2 - 0.1 mfd/16v, C4- 4.7 mfd/16v , C5 - 0.01 mfd/16v , C6 - 1000mfd/16v )
  • ডায়োড:- ( D1,D2 -IN4001)
  • এলইডি :-3pic
  • মাইক:- কন্ডেসার মাইক

সার্কিট ডায়াগ্রাম :

clapoperated

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এককথায় জটিল।

বাধঁন দারুন হয়েছে।
http://essentialwebsite.blogspot.com

Level 0

আপনারা কেউ কি এটা বানাইসেন ???

দারুণ টিউন। অবশ্যই একবার বানানোর চেষ্টা করে দেখবো। ধন্যবাদ

    Level 0

    ভালোত…বানিয়ে শেয়ার করবেন

    লাকি ভাই আপনি নিজেকে কি ভাবেন…………………

    Level 0

    আপনি আমার কমেন্টকে যেভাবে ভেবেছেন, এবং কমেন্ট করেছেন তাতে আমারও সেই রকম ভাবে উত্তর দেওয়াটা স্বাভাবিক,
    তবে আমি যদি তাই করি তাতেত বোঝা যাবে আমি হব প্রকৃত দোষী

    আসলে আমি বলেছি বানিয়ে আমাদের সাথে শেয়ার করতে

    যাহোক , আপনি এভেবে করবেন তা আশা করিনি
    ভাল থাকবেন

আপনি বানাইছেন?

    বানাইছি মানে …… না বাইলে এমনেই টিউন করলাম…………… 🙁 🙁 🙁 🙁
    যারা ইলেক্ট্রনিক্স বুঝে তাদের জন্য এই টিউন , আপনার জন্য না ……

আমি ভাই বানাতে পারবনা তবে দেশে আসলে তোমার কাছ থেকে একটা নেয়ার চেষ্টা করব যদি তুমি দাও।
তোমার টিউনের উপস্থাপনা খুব ভাল হয় আর টিউনও কর অসাধারন,টিউনের জন্য ধন্যবাদ।

জটিল ধন্যবাদ

APNAR TUNE GULO DEKHE MONE HOSSE APNI EEE STUDENT R EGULO BESHIR VAGOI LAB A KORANO HOYE THAKE

ভাইয়া আপনার Circuit টি একটু পরিষ্কার করে দিবেন ঠিক বুঝতে সমস্যা হচ্ছে ।

CD-4017 decade counter পাই না। এর পরিবর্তে-
“CD-4016 বা, CD-4018” ব্যবহার করলে কি কাজ করবে?