আজকের টিউন টা করার আমার তেমন ইচ্ছা ছিল না। প্রথম টিউন করেই বুঝতে পারসি কি পরিমান pain আর কত সময় লাগে!!! কিন্তু ভাবলাম এটায় অনেকে উপকৃত হতে পারে। specially HSC level and EEE এর DC circuit এর প্রাথমিক সমস্যা গুলা সল্ভ করা অনেক সহজ হবে। যাইহোক কথা না বাড়িয়ে এখন শুরু করছি। আমি একেবারে basic ধারনাটা দিলাম না। যাদের basic টা দরকার তাদের please "নিওফাইটের রাজ্যের" করা টিউন টা দেখতে suggest করবো।
প্রথমেই দেখি একটা শ্রেণী এবং সমান্তরাল সংযোগের কম্বিনেশন।
এক্ষেত্রে ভোল্টেজ সোর্স টার across এ তুল্য রোধ নির্ণয় করতে হবে। প্রথমে বর্তনীটির point গুলো mark করি নিচের ছবির মত।
এক্ষেত্রে সবুজ ellipse এর মধ্যে একটাই wire. তাই পুরাটাই একটা point হবে যেটা নিওফাইট ভুল করেছিলেন। এখন A আর E point এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাই point দুইটার মধ্যে voltage source off করে দেই।
এখন দেখি B & D point এর মধ্যে কি কি point এবং কি কি resistance আছে। প্রথমে point গুলা চিহ্নিত করি।
এখন point অনুসারে রোধগুলা বসাই। যেমন B & C এর মাঝখানে R2, C & D এর মাঝখানে R3, B&F এর মাঝখানে R5, F&D এর মাঝখানে R6, B&G এর মাঝখানে R7, G&D এর মাঝখানে R8 বসাই নিচের মতঃ
এখন কি circuit টা easy মনে হচ্ছে? 😀
এক্ষেত্রে R2 & R3; R5 & R6; R7 & R8 পরস্পরের সাথে শ্রেণী সমবায়ে আছে যার তুল্য রোধ হবে নিচের মতঃ
এখন R(78), R(56), R(23) পরস্পরের সাথে সমান্তরালে আছে যাতে সমান্তরালের সুত্র apply করলে তুল্য রোধ হবে হবেঃ
বোঝাই যাচ্ছে এই তিনটা রোধই series এ আছে। তাহলে তুল্য রোধ হবে
Req=R1 + R(235678) + R4
কত সহজেই না এই সমস্যা টা solve করা যায় তাই না? 😀
যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদের suggest করবো নিওফাইট এর টিউনটা এর প্রথম অংশটা থেকে একবার ঘুরে আসতে। ওখানে series/parallel এর formula আছে। আপাতাতো ওইগুলা ব্যাবহার করে সল্ভ করতে পারবেন। কিন্তু একটু advanced level এ এই ধরনের সমস্যা মুখে মুখেই solve করতে হবে। it depends on ur practice. সাথে কিছু upgraded formula. এই প্রবলেম সল্ভ করতে ৩০ sec এর বেশি লাগবে না তখন। সেটা সম্পর্কে আরেক দিন নাহয় লিখব। অনেক বেশি tired! একে তো বাংলা লেখার অভ্যাস নাই। তার উপর english গুলাকে বাংলায় translate করে লিখতে জান বের হয়ে গেসে!!! আজকে এ পর্যন্তই থাকলো। যদি টিউনটা ভাল লাগে অথবা কোন ভুল থাকে comment করবেন। তবে যাওয়ার আগে আরেকটা প্রবলেম দিয়ে যাচ্ছি। আজকের লেখা বুঝতে পারলে আসা করি এই সমস্যাটা সল্ভ করতে কোন সমস্যা হবে না। সমস্যা হলে knock করবেন। আমার facebook ID : https://www.facebook.com/profile.php?id=100000087371096
এই প্রবলেমটার answer দিতে পারেন নিচে। আমি পরে answer জানিয়ে দিব।
HAVE FUN!!!!!!!!! 😀
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটাই খুজছিলাম, মানে লাস্টেরটা। সমাধান কবে পাব?