দেশের তৈরি প্রথম ল্যাপটপ – “দোয়েল ল্যাপটপ” (দাম ও কিছু ছবি)

খবরটি জেনেছি একটি ব্লগ থেকে। পরে "দোয়েল ল্যাপটপ" লিখে সার্চ দিলাম গুগল এ কিন্তু এটির কোন নিজস্ব ওয়েবসাইট পেলাম না। পরে ফেসবুক এ এদের ফ্যান পেজ পেলাম কিন্তু এটি অফিসিয়াল ফ্যান পেজ নয়। এই পেজ এ অনেক তথ্য পেলাম দাম ও এদের খারখানা সম্বন্ধে। টেলিফোন শিল্প সংস্থা ও মালয়েশিয়ান একটি কোম্পানির যৌথ উদ্যোগে ল্যাপটপ এখন বাংলাদেশেই তৈরি হবে। আনুষ্ঠানিক ভাবে বাজারে ল্যাপটপটি এসেছি কিনা তা কেও জানে না এবং কথাও উল্লেখ করা নেই তবে খুব শিগগিরই এটি বাজারে আসবে আশা করি।

নিচে ছবি দেওয়া হল ল্যাপটপ এবং এর কারখানার:

ফেসবুক ফ্যান পেজ এর লিঙ্কঃ http://www.facebook.com/DoelLaptopBangladesh

অনেকদিন পর বাংলাই না লেখার কারণে, এই পোস্টটি লিখেতে লেগেছে আধা ঘণ্টা ! কষ্ট করে বাংলা লেখাটাও আনন্দের 😀

ভাল থাকবেন সবাই।

Nasif A. Razzaque

আমার অনন্য টিউনসঃ

আমার নিজের হাতে তৈরি করা ওয়ার্ডপ্রেস থিম – শাউতমিলাউদ থিম ওয়ার্ডপ্রেসগুগল প্লাস এর ব্লগার টেম্পলেট, ডাউনলোদ করুন এখনি

এশে গেল শাউতমিলাউদ এর বিখ্যাত ব্লগার টেমপ্লেট

কিসু অসাধারণ ব্লগার টেমপ্লেট

ভিবিন্ন বিষয়ে যেমন পণ্য এবং সার্ভিস নিয়ে ব্লগ করে টাকা আয় করুন

বিজয় and অভ্র – মোস্তফা জব্বারের প্রতারনা

কিভাবে তৈরি করবেন নিজের মতো করে 404 page ( ওয়ার্ডপ্রেস থেসিস থিম )

মেপে দেখুন আপনার সাইট এর গতি কেমন

Level 0

আমি ণাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

tune-er jonno thx.valo laglo.kintu kotodin je teke atai dekhar bishoy.

darun khobor ami kinte chai how can i buy it lolz

জুলাই পার হলে শুনি জানুয়ারী আর জানুয়ারী পার হলে শুনি জুলাইতে পাওয়া যাবে।ল্যাপটপ আর 3জি নেটওয়ার্ক নিয়ে এ খেলা শুনতে ভাল লাগে না।

Tar por sunben Market out. minimum prize 20,000 taka

আশা রাখব যাতে ল্যাপটপের মান উন্নত রাখা হয়………।।

নাকে তেল দিয়ে ঘুমান, সরকারী বলে কথা।

Level New

আচ্ছা আইডিবি তে কি দোয়েলের প্রাইমারি ২১০২ ল্যাপি বাণিজ্যিকভাবে ছাড়া হয়নি?কেউ কি খোজ নিতে পারবেন?

যত খারারপ ভেবেছিলাম তার চেয়ে ভাল মনে হচ্ছে। আর DOAL এর লোগো DELL এর লোগো থেকে নকল করা হয়েছে বোঝা যাচ্ছে। তারপরও দেশীও জিনিস বলে কথা। দেখি বের হোক। নিজের হাতে ব্যবহার করলেই বলতে পারব আসলে কেমন জিনিস। আপনাকে টিউনটি করার জন্য ধন্যবাদ।

    Level 0

    লোগো নকল নাও হতে পারে, আসলে DOAL ও DELL কাছাকাছি আর দুটোই ছোট শব্দ হওয়াতে বানানো লোগোও নকল মনে হচ্ছে। “O” এর ভেতর দোয়েলের ছবি সত্যিই একটি সুন্দর কাজ হয়েছে(এই আইডিয়া dell থেকে আসেনি)। যা হোক, টিউনটি পড়ে ভালো লাগলো। আরো ভালো লাগবে যখন এর সুবাদে দেশের সবাই প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে পারবে।

      Level 0

      স্যরি, DOAL না, DOEL

আসবে কবে?

আর যারা টেকসই নিয়ে সন্দিহান তাদেরকে বলছি দামী ব্রান্ডগুলো নিয়েও প্রচুর অভিযোগ এই TT-তেই আছে… হোক খারাপ তবুও এই টাকায় কম সামর্থ্যের অনেকেই Technology-র সাথে সম্পৃক্ত তো হতে পারবে…

valo laglo 🙂

nice post

দেশীয় পণ্য কিনে হও ধন্য !!! 🙂

বেশ ভালো নিউজ। ভাই তঁ ছবি আপলোড করতে করতে মনে হয় শেষ হই গেছেন 😛

সুন্দর সুন্দর !!!

Level 0

kobe bazare asbe?// keu ki bolte parben

    @moin123: সরকারি যেহেতু তাই বুজতেই পারছেন কত দিন লাগবে !

বাংলা কীবোর্ড কি অভ্রের সুবিধা অনুযায়ি বানানো হয়েছে নাকি? কীবোর্ড দেখেত তাই মনে হচ্ছে। 😀
তাছাড়া শেষ ছবিতেতো অভ্র ওপেন করা আছে মনে হচ্ছে 😀 😀 :mrgreen:
জয় অভ্র!

Khub valo khobor, kintu, jodi Moel 4 ter configuration gulo diten ta hole aro valo hoto.
Thank you.

ছবি দেখে ত ভালোই মনে হচ্ছে 🙂

Level 0

দেখে ভাল লাগল … আমরাও পারি

Level 2

ধন্যবাদ আপনার টিউন এর জন্য

Thanks to you, I hope Laptop Quality will be good.

বাজারে আসতে কতদিন লাগতে পারে? আবার মূল্য কি এইরকম থাকবে কিনা কে জানে।তবে এই দামে পেলে ছাড়বো না।ধন্যবাদ অনেক সুন্দর একটা নিউজের জন্য।

আচ্ছা Stander 2603 এটাতে DVD rom আছে? কারন ফেসবুকে এটার ডিভিডি রম উল্লেখ দেখলাম না।

shonte pere valo laglo…. r gorbo hote laglo…

অনেক ভাল একটা খবর আমাদের দেশের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, ভাল একটা খবরের জন্য।

Level 0

DOEL Primary
—————-
10.0″ LCD Panel (1024*600)
VIA 8650 800MHz
512 MB RAM
Integrated 0.3 MP Webcam
WiFi 802.11b/g
10/100M Ethernet LAN (RJ-45)
2 USB 2.0
SD Slot for Max 32 GB
Google Android Integrated

DOEL Basic
————–
10.1″ (1024*600) WXGA LED Backlit
Intel® ATOM Processor N455 1.66GHz
Intel NM 10 Express Chipset.
Intel ® GMA 3150 (Integrated) Graphics.
1GB DDR3
HITACHI/TOSHIBA SATA 250 GB HDD
Integrated 1.3 MP Webcam
802.11 bg/n
10/100M Ethernet LAN (RJ-45)
3 USB 2.0
Linux Based OS
Price: Approximately TK12,000-14,000

DOEL Standard
——————
12.1″ (1360*768) WXGA LED Backlight
Intel® ATOM Processor N470 1.83GHz
Intel NM 10 Express Chipset.
Intel ® GMA 3150 (Integrated) Graphic
2GB DDR3
SATA 320GB HDD
Integrated 1.3 MP Webcam
802.11 bg/n
10/100M Ethernet LAN (RJ-45)
3 USB 2.0
Linux Based OS

DOEL Advanced
——————-
14″ (1366*768) WXGA LED Backlight
Intel® Pentium P6200 2.13 GHZ Processor
Intel HM55 Chipset
2GB DDR3
SATA 320GB HDD
DVD Writer ( Samsung )
Integrated 1.3 MP Webcam
802.11 bg/n
10/100M Ethernet LAN (RJ-45)
3 USB 2.0
Linux Based OS

Price: Approxima

vai amar khub eccha 1 ta DOEL kinbo. But ato kom supply hole ki kore pabo?
ta chara sorkari bole kotha

sob e to mama khalu ra tader vagina vagene go dia dibe
amra ki pabo na?

টেলিটকের মত না আবার অবস্থা হয়! সবাই অপেক্ষায় ছিলো, পরে কোন আশাই পূরণ করতে পারলো না!!

valoglo