খবরটি জেনেছি একটি ব্লগ থেকে। পরে "দোয়েল ল্যাপটপ" লিখে সার্চ দিলাম গুগল এ কিন্তু এটির কোন নিজস্ব ওয়েবসাইট পেলাম না। পরে ফেসবুক এ এদের ফ্যান পেজ পেলাম কিন্তু এটি অফিসিয়াল ফ্যান পেজ নয়। এই পেজ এ অনেক তথ্য পেলাম দাম ও এদের খারখানা সম্বন্ধে। টেলিফোন শিল্প সংস্থা ও মালয়েশিয়ান একটি কোম্পানির যৌথ উদ্যোগে ল্যাপটপ এখন বাংলাদেশেই তৈরি হবে। আনুষ্ঠানিক ভাবে বাজারে ল্যাপটপটি এসেছি কিনা তা কেও জানে না এবং কথাও উল্লেখ করা নেই তবে খুব শিগগিরই এটি বাজারে আসবে আশা করি।
নিচে ছবি দেওয়া হল ল্যাপটপ এবং এর কারখানার:
ফেসবুক ফ্যান পেজ এর লিঙ্কঃ http://www.facebook.com/DoelLaptopBangladesh
অনেকদিন পর বাংলাই না লেখার কারণে, এই পোস্টটি লিখেতে লেগেছে আধা ঘণ্টা ! কষ্ট করে বাংলা লেখাটাও আনন্দের 😀
ভাল থাকবেন সবাই।
Nasif A. Razzaque
আমার অনন্য টিউনসঃ
আমার নিজের হাতে তৈরি করা ওয়ার্ডপ্রেস থিম – শাউতমিলাউদ থিম ওয়ার্ডপ্রেসগুগল প্লাস এর ব্লগার টেম্পলেট, ডাউনলোদ করুন এখনি
এশে গেল শাউতমিলাউদ এর বিখ্যাত ব্লগার টেমপ্লেট
ভিবিন্ন বিষয়ে যেমন পণ্য এবং সার্ভিস নিয়ে ব্লগ করে টাকা আয় করুন
বিজয় and অভ্র – মোস্তফা জব্বারের প্রতারনা
কিভাবে তৈরি করবেন নিজের মতো করে 404 page ( ওয়ার্ডপ্রেস থেসিস থিম )
আমি ণাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tune-er jonno thx.valo laglo.kintu kotodin je teke atai dekhar bishoy.