জটিল হল অতি সহজের সুসজ্জিত মহা সমাবেশ।

আমাদের অনেকেরই ধারনা ইলেকট্রনিক্স একটি জটিল বিষয় । আর এ জন্যই আমরা এর গভীরে প্রবেশ করতে চাই না। ফল স্বরূপ আমারা পিছিয়ে যাচ্ছি প্রতি মুহুর্তে। জটিল কি? এই প্রশ্ন টির উত্তর আমরা অনেকেই হয়ত কখনো খুজে দেখিনি। প্রকৃত পক্ষে জটিল বলে আমরা যা মনেকরি তা হচ্ছে অতি সহজের সুসজ্জিত মহাসমাবেশ। আমরা ঘরে সাজসজ্জার জন্য অনেক জিনিসের সমাহার ঘটাই। তার মানে কি ওই ঘরে আমাদের জীবনপ্রনালী কঠিন হয়ে যায়? তা কখনও না, আমরা আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যই আমাদের সবকিছুকে নানা জিনিসের সমাহার দিয়ে সাজাই। প্রকৃতপক্ষে অনেক জিনিসের সমাহার মানেই জটিল বা কঠিন নয়।এই ব্যপারটি ইলেট্রনিক্স টেকনোলজির ক্ষেত্রেও পুরোপুরি সত্য,। ইলেকট্রনিক্স হোচ্ছে ইন্জিনিয়ারিং এর একটি সাখা, যেখানে সেমিকন্ডাক্টর ‍‌পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয়। কেও যদি ইলেকট্রনিক্সে হাতেখড়ি নিতে চায়, তকে প্রথমেই রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, ডায়োড এবং ট্রান্জিস্টর মোটামোটি এই  ছয়টি মৌলিক জিনিস সম্পর্কে জানতে হবে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বা কম্পিউটার সম্পর্কে সামান্যতম ধারনা রাখি,তারা নিশ্চয় জানি যে কম্পিউটারে একটি মাদারবোর্ড থাকে এবং এর সাথে মাইক্রোপ্রসেসর, RAM ,পাওয়ার ইউনিট ইত্যাদি যুক্ত থাকে।‌ কোন সাধারণ ব্যক্তিকে যদি আমি একটি মাদারবোর্ড দেখিয়ে বলি এটি কোন জটিল জিনিস নয়, এটিও ইলেকট্রনিক্স এর ওই মৌলিক ছয়টি জিনিস নিয়ে গঠিত, তাহলে হয়তবা সে প্রাথমিক ভাবে আমাকে উন্মাদ বলতে পারে। কিন্তু কথাটি সম্পুর্ন সত্য।কম্পিউটারে মেমোরি হিসেবে RAM, ROM, ও হার্ডডিক্স ব্যবহৃত হয়। আমরা যদি একটি RAM বা ROM এর গঠন বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে এটি নিদ্ধিষ্ট পরিমান শিফট রেজিস্টার নিয়ে গঠিত এবং পূনরায় যদি আমরা একটি শিফটরেজিস্টারকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে তা Flip-Flop দ্বারা গঠিত। 
                  

                ash.png 
এখানেই শেষ নয়, আমরা যদি আরও একটু ভেতরে প্রবেশ করি তাহলে দেখা যাবে যে একটি R-S Flip-Flop চারটি NAND gate নিয়ে গঠিত । ইলেকট্রনিক্স একটি চলমান টেকনোলজি । ইলেকট্রনিক্সে শেষ বলে কিছু নেই যেখানেই শেষ আবার সেখানেই শুরু। ফলে এখানে আমাদের মেধাশক্তির প্রয়োগ করার সুযোগ অনেক বেশি। সে যা হোক শেকড়ের সন্ধান কিন্তু অমাদের এখনও মেলেনি। এখন আমাদের অনুসন্ধানের বিষয় NAND gate। NAND gate এর গঠন অনুসন্ধান করলে যা পাওয়া যায় তা হচ্ছে প্রতিটি NAND gate দুটি ট্রান্জিস্টর ও একটি রেজিস্টর নিয়ে গঠিত । অনুসন্ধানের ফল স্বরূপ যা পাওয়া গেল তা থেকে একথা স্পষ্ট যে কম্পিউটারে মেমরি হিসাবে যে RAMবা ROM ব্যবহার করা হয় তার মূল অংশ শুধুমাত্র ট্রান্জিস্টর ও রেজিস্টরের মত অতি সাধারণ জিনিস নিয়ে গঠিত। আমরা যদি এভাবে প্রতিটি জিনিসের গঠনমূলক অনুসন্ধান করতে পারি তা হলে দেখা যাবে যে প্রতিটি জিনিসই অতি সহজের সুসজ্জিত মহা সমাবেশ।

শেষে দুটি কথা: এই পোস্টটির মাধ্যমে টেকটিউনসে আমার প্রথম পা রাখা । আশাকরি সবাই আমাকে সাহায্য করবেন।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন।

Level 2

শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, লেখার প্রথম মন্তব্য করার জন্য।
শাকিল ভাই আপনার কাছ থেকে এ বিষয়ের উপর আর একটু বিস্তারিত মন্তব্য আশা করছি।

Level 0

Continue this tune. Ur presentation is good. Go deep.

Level 0

valo post calie jan

ভালই তো লাগলো!

টিউনে আপনি পাঁচটি মৌলিক জিনিস সম্পর্কে বলেছেন কিন্তু উল্লেখ করেছেন ছয়টি … যা হোক ভাল লাগল টিউনটি পড়ে । অবশ্যই continue করবেন ।

Level 0

জটিল হল অতি সহজের সুসজ্জিত মহা সমাবেশ – শিরোনামটি খুব খুব ভাল লাগল।
এভাবে চিন্তা করতে পারলে অনেক কঠিন কাজকেও সহজভাবে নেয়া সহজ হয়।
অনেক অনেক ধন্যবাদ।

তবে আপনি শিরোনামটা চেঞ্জ করুন কারন এত সুন্দর একটি টিউন কিন্তু তার নাম শুনে বোঝার উপায় নেই যে তাতে কি আছে। এ কারনে অনেকেই পড়ছে না।

Level 2

শাকিল ভাই ঠিক আপনার আগের মন্তব্যটি একটু খেয়াল করুন।

Level 2

আরমান ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনার চোখের দৃষ্টি অসাধারণ। আমি বিষয়টি ঠিক করে দিয়েছি।

না ভাই আমি তো বলছি আপনার টিউনটি চমৎকার কিন্তু একটা পরামর্শ দিলাম আরকি। ধন্যবাদ।

Level 2

Sory শাকিল ভাই ! আপনার পরামর্শটা চমৎকার। আমিও বিষয়টা অনুভব করেছি।
কিন্তু আমি আসলে শিরোনামের বিষয়টিই আমার লেখার মাধ্যমে প্রমান করার চেষ্টা করেছি।

১) সবার মন্তব্যই সঠিক।অসিম মনে হয় দুটোকেই ঠিক রেখে একটা পরিবর্তন করতে পারে। পোষ্ট এর নাম “Discipline of Circuit” বা এই জাতীয় যা ইলেক্ট্রনিক্স এর সাথে সম্প্রিক্ত,এমনটি দেয়া যেতে পারে।আর “জটিল হল অতি সহজের সুসজ্জিত মহা সমাবেশ” এই লেখাটি পোষ্টের ভেতর সবার উপরে Large Font & Bold করে দেয়া যেতে পারে।সবার মন্তব্য পড়ে আমার এমনই মনে হল।
২) মানুষ দুইটা কাজ একসাথে করতে পারে না।তাই সহজ করার জন্য ছোট ছোট মডিউলে বিভক্ত করে এক একটি সার্কিট তৈরী করা হয়।আর এই বিষয়টি অসিম এত সুন্দর করে সহজ ভাষায় গুছিয়ে লিখেছে, সত্যিই প্রশংসনীয়। ইলেক্ট্রন,ইলেক্ট্রিসিটি,বাতাস,গ্যস,অয়েল,পানি এর সার্কিট যদি চিন্তা করি তাহলে কি পাব? আলাদা আলাদা পদার্থের চলার পথকে নিয়ন্ত্রন করা।র্ফাশন একই কিন্তূ চেহারা ভিন্ন।কন্ট্রল গুলোর নামের ও অনেক মিল যেমন- Valve, Regulator, gate, temp ctrl, pressure ctrl ইত্যাদি।কিছু কিছু নামের ব্যতিক্রম থাকলেও কাজের মিল আছে তবে আকার আকৃতি আলাদা এই আর কি…..
লেকচার দিয়ে ফেলাম মনে হয়।আসলে ….. লিখতে আর সাহস পাইনা। ধন্যবাদ সবাইকে।

ashim ভাই অনেক ধন্যবাদ অনেক ভালো পোস্ট, ভাই রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, ডায়োড এবং ট্রান্জিস্টর এই গুলা সম্পকে
যদি একটু বিস্তারিত বলেন তাহলে কিছু শিখতে পারতাম।

অসিম দা আমি আপনার একজন ভক্ত হয়ে গেসি। আমি আপনার সকল লেখা পোড়েছি। আমি বিশেষ করে আইপিএস এর পাগল। জদিও আমি তার কিছুই বুঝিনা। তবে আমি আপনার সাহায্য কামনা কর করছি। আমি একটা কমপ্লিট মাইক্রোকন্ট্রোলার বেজ আইপিএস বানাতে চাই।এখন আপনি আমাকে টোটাল ছারকিট ডায়াগ্রাম এবং মাইক্রোকন্ট্রোলার সকল কমান্ড জানাবেন। জাতে আমি সুধু আপনার কমান্ড দেখে সব করতে পারি। আর একটা কথা আমি transformar এর ফরমুলা চাই আপনার কাছে দাদা। আমাকে ফেরাবেননা। আমি অনেকের কাসে এই ফরমুলা চেয়েছি কিন্তু কেও ঠিক মত দেইনি। সকলে সুধু ঘোরাই, দেইনা।