সহজে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ প্রটেক্টর নিজ হাতে তৈরী করুন মাত্র ২০০ টাকায়

আসসালামুয়ালাইকুম ,সবাইকে প্রিতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এবারের টিউন শুরু করছি । এটা আমার ২য় টিউন।আগেরটিতে আপনাদের ব্যাপক সারা ও উত্সাহ পেয়েছি ,তাই আবার শুরু করলাম। আমার আগের টিউন এই আপনার হাতের মোবাইল দিয়ে সব কিছু নিয়ন্ত্রন করুন মাত্র ৭০ টাকায়

আজ আপনাদের সাথে যে প্রজেক্ট নিয়ে শেয়ার করব সেটি গত বছর পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান এ আমি থিসিস করতে গিয়ে যে কয়েককটি প্রজেক্ট জমা দিয়েছিলাম তাদের মধ্য একটি। ডিভাইসটি খুব কাজের।বর্তমানে আমাদের দেশে বিদ্যুৎ লাইনে  যে পরিমাণ Voltage  Up-Down হয় তাতে কোন যন্ত্র সঠিক ভাবে চালান মুশকিল।আমি আশা করব আমার এই ডিভাইসটি আপনারা নিজেরা তৈরী করে উক্ত সমস্যা হতে কিছুটা হলেও  মুক্তি পাবেন। আর এর দ্বারা আপনারা উপকৃত হলে, তবেই আমার পরিশ্রম সার্থক হবে ।

আমাদের বাসাবাড়ি তে অনেক ধরনের (Application) থাকে যেমন-টিভি,ফ্রিজ,কম্পিউটার ইত্যাদি। এগুলো Electronic Device যা High Voltage এবং Low Voltage এ চলতে পারে না। এদের Operating Voltage নির্দিষ্ট থাকে।  ফলে Voltage বেশি অথবা কম হলে যন্ত্র টি নষ্ট হয়ে যায়। আর এই সমস্যা হতে রক্ষা পেতে দরকার একটি Voltage Protector যা মার্কেট এ কিনতে গেলে খরচ হবে আপনার ১৫০০ টাকা হতে ২০০০ টাকা। আজ আমি  আপনাদের এমন একটি Circuit Diagram দিব যা দিয়ে আপনি মাত্র ২০০ টাকায় একটি AUTO Voltage protector বানাতে পারবেন। এখানে সার্কিট ডায়াগ্রামটি দিয়ে দিলাম।

- সার্কিট ডায়াগ্রাম:-

পাটর্স লিষ্ট

১। Diode (D1-D11)= 1N4007 ১১টী

২। Transformer (step down  18V-0-18V) ১টী

৩।Transistor(Q1-Q4)= BC 337 ৪টী

৪।Relay  (12VDC 8pin square  size) ১টী

৫।Relay Base (8 Pin)১টী

৬।Zener Diode (Z12-Z13)=7.5V,2.7V ২টী

৭।Variable Resistor (R5-R6) =22k ২টী

৮। IC (U1)=LM 317T ১টী

৯। IC (U2)=LM339N ১টী

১০।LED1-LED2(red&green)

১১Resistor:

R1=1.9K

R2=220

R3 –R4 =1K

R7=10K

R8=10K

R9=1K

R10-R11 =1M

R12=10

R13=100K

R14=1K

১২Capacitor:

R13=100K

R14=1K

১২Capacitor:


C1=1000µF/50V

C2=100nF

C3=1µF/50V

C4=220µF/50V

C5=220µF/50V

আপনাদের সুবিধার জন্য আমি PCB Layout দিয়ে দিলাম- PCB Layout:-

PCB Layout board Bottom  view:-

PCB Layout board Top view:- PCB ড্রিল পয়েন্ট Drill hole:-

সার্কিট এর সংক্ষিপ্ত মূল কাজঃ

১। এখানে Power Section এ ডায়োড (D1-D4) দিয়ে ফুলওয়েব রেকটিফায়ার করা হয়েছে।কিন্তু এটা দেখতে ব্রীজ রেকটিফায়ার এর মত। আপনারা কেউ ব্রীজ ভাববেন না। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে ৪টী ডায়োড দিয়ে ২টী  ফুলওয়েব রেকটিফায়ার তৈরি করা হয়েছে যার একটিPower Section এ এবং অন্যটি Comparator Section এ ব্যবহার করা হয়েছে।

২। IC (U1)LM317T একটি আ্যডজাষ্টটেবেল ভোল্টেজ রেগুলেটর।যা R1 দিয়ে আ্যডজাষ্ট করা হয়েছে।

৩। এখানে IC(U2)LM339 একটি ১৪ পিন বিশিষ্ট  Comparator IC যার ৬নং এবং ৮নং পিন এ Z13 দিয়ে রেফারেন্স ভোল্টেজ প্রদান করা হয়েছে।৭নং এবং ৯নং পিন এ R5,R6 ২টী Variable Resistor ব্যবহার করা হয়েছে যার দ্বারা ডিভাইসটির Working Voltage Control  করা হয় অথ্যাৎ Highএবং Low  Voltage Set করা হয়। ৪। এখানে ডায়োড (D7-D10) দিয়ে AND Gate তৈরি করা হয়েছে। আপনারা ইচ্ছা করলে AND Gate IC 4081 ব্যবহার করতে পারবেন।

৫।এখানে Q2-Q4 ৩টী  সুইচিং ট্রানজিষ্টর ব্যবহার করা হয়েছে রীলেকে সুইচিং করার জন্য ।

৬।এই সেকশনটি লাল এলইডি এবং  সুইচিং স্ট্যাটাস ইন্ডিকেট করার  জন্য ব্যবহার করা হয়েছে।

উক্ত সার্কিট  নিয়ে বিস্তারিত  লিখতে গেলে পুরো একটা বই লেখা যায়। কিন্তু তা এখানে সম্ভব না।তাই এখানে সার্কিট এর মুল কাজ তুলে ধরা হল। আপনাদের কোন সমস্যা আমাকে জানাবেন সমাধান দেয়ার চেষ্টা করবো। উক্ত সার্কিট  নিয়ে বিস্তারিত  লিখতে গেলে পুরো একটা বই লেখা যায়। কিন্তু তা এখানে সম্ভব না।তাই এখানে সার্কিট এর মুল কাজ তুলে ধরা হল। আপনাদের কোন সমস্যা আমাকে জানাবেন সমাধান দেয়ার চেষ্টা করবো। সবশেষে আমি বলব মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় তাই আমার অনেক ভুল হতে পারে। সেগুলো  দয়া করে ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে জানাবেন। টেকটিউনস আমার খুব প্রিয় একটি সাইট।এখানে ইলেকট্রনিক্স বিভাগ আছে বলে আমার টিউন করতে সুবিধা হল। কারন অন্য সব বিষয়গুলো সম্পর্কে আমি একেবারে অজ্ঞ কিছুই জানি না। তাই ইলেকট্রনিক্স  সম্পর্কে এবং আমার তৈরী প্রজেক্ট এবং অন্যান্য মজার মজার  প্রজেক্টগুলো সম্পর্কে পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব ।

অনেক এ আমার ল্যাব এর ছবি দেখতে চেয়েছেন তাই ছবি টি এখানে দিলাম ।

কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান ব্যাক্তিগত বা ব্যবসায়িকভাবে PCB LAYOUT ডিজাইন করাতে চাইলে [email protected]এই ঠিকানায় ইমেইল করবেন।

Level 0

আমি মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল……টিউনটি। কার্যপ্রণালীও……।
কয়েক বছর পড়াশুনা করতে হবে বিষয়টি নিয়ে
তারপর বানানোর চিন্তা ভাবনা….
ধন্যবাদ ভাই।

    ধন্যবাদ ভাই টিউনটি পড়ার জন্য।তবে সার্কিটটি সহজ চেষ্টা করলে পাড়বেন ।

খুবই ভাল লাগল। তবে আমার দ্বারায় জীবনেও বানানো সম্ভব নয় 🙁 ।
আর সার্কিটগুলি কি সত্যিই আপনার নিজের তৈরী??

    আপনার সাথে একমত

    ধন্যবাদ !কেন ভাই অসম্ভব কি। সবই সম্ভব।একটু চেষ্টা করলে আপনি ও এটা তৈরী করতে পারবেন।এতা কঠিন কিছু না।
    আর হ্যা সার্কিট গুলো আমার ডিজাইন করা।এতে অবিশ্বাস করার কিছু নাই।আমি এই বিষয়ে পড়াশুনা করি।ধন্যবাদ!

খুবই ভালো উদ্যোগ, কিন্তু সার্কিটের Pole, N/O, N/C গুলা বুঝলাম না. আউটপুট কোথা থেকে নিতে হবে? খুবই ধন্যবাদ কষ্ট করে এত বড় একটি টিউন করার জন্য. সার্কিটের ফাংশন আরো ভালোভাবে বোঝা দরকার. আপনার কাছে কোন সৌর্স থাকলে দয়া করে দিবেন.

    এটা ৮পিন রীলের কানেকক্ট পয়েন্ট।আউটুট রীলের pole হতে নিবেন।

    ধন্যবাদ,টিউনটি পড়ার জন্য।

কাজের জিনিষ রেডিমেট পাওয়া গেলে ভাল হোত।

    সহমত

    রেডিমেট পাওয়া যায় তবে ২০০০ টাকা লাগবে।

ভালো লাগলো

এক কথায় চমৎকার ।

bozi na tarporu donnobad

Level 0

ভাই, আপনি ত আনেক কিচু জানেন, ভাই আমার একটা কথা হচ্ছে, কিভাবে ওয়াইফাই(wifi) ডিভাইসের সিগ্নাল ব্রিধি(increase) করা যাই?আমি utube অনেক তুতরিয়াল দেখেচি এবং সেখানে তারা ফইল পেপার (foil paper)ব্যাবহার করতে বলেচে,আমার প্রুস্ন হচ্ছে ফইল পাপের কি? এবং বাংলাদেশে foil পাপের কথাই পাওয়া জাবে?আবং তার দাম কত?,pls vai amake obosoi janaben, address,413.BB hall, dhaka university, 01673488111, ami bangla likhte kom jani.

    ফয়েল পেপার হল গুঁড়ো দুধের টিনের ডিব্বা এর ঢাকনার নিচে ১ম পাতলা সিলভার কালার অংশ টি । জানি না বুঝাতে পারলাম কি না । তবে হ্যাঁ এভাবে সিগনাল গেইন বাড়ানো সম্ভব। আমি আমার স্যাটেলাইট রিসিভার এ দিয়েছি ভাল কাজ করে। ধন্যবাদ আপনাকে আপনার সমস্যা জানানোর জন্য । ধন্যবাদ!

    স্যাটেলাইট রিসিভার ?

    dish tv , tata sky, airtel ??

    thanks

খুব ভাল লাগল।সত্যি জটিল টিউন।
ভাই বোর্ড কত টাকা লাগে ? জানাবেন ।

    কোন বোর্ড ভাই।এই টা না ডিজাইন বাবদ খরচ। ঠিক বুজলাম না। ধন্যবাদ

Dhonnobad. Osadharon hoyeche. Vai khuv valo laglo, apni eto porissrom korechen jene. Amar kichu prosno:
1. Resistore watt keno ullekh kora hoy? Apni circuite koto watter resistor baboher korechen?
2. Transformerer dami to 180 taka, tahole kivabe 200 takay circuit toyri hobe?
3. Circuit board ke body theke bicchino rakhte je rabberer golok baboher kora hoy, take ki name daka hoy & kothay pabo?

Apnar toirikito circuit er orginal chobita dile amar khub upokar hoto. Valo thakben.

    ধন্যবাদ টিউনটি পড়ার জন্য । আপনার প্রশ্নের উত্তরর নিচে দেয়া হল –
    ১। সব রেজিষ্টারের মধ্য দিয়ে সব রেটিং এর কারেন্ট যেতে পারে না তাই উল্লেখ করা থাকে। হাফ ওয়াট হলে চলবে ।
    ২। সাধারন Transformerer এ হবে । দাম ৬০ থেকে ৭০ টাকা।
    ৩। এটার নাম আমার এখন মনে পরছে না।তবে ভাই মনে পরলে আপনাকে জানাব।
    ভাই আমার কাছে ছবি টা নাই। ওটা গত বছর ল্যাব এ বানিয়ে ছিলাম। ওটা ল্যাব এ আছে । ধন্যবাদ

Level New

খুবই মানসম্পন্ন টিউন।
ভাই বাজারে ৮০-২৫০ টাকার মধ্যে যে চাইনিজ টর্চগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে কম খরচে বানানো সম্ভব সে সম্পর্কে একটি টিউন করে দেন।
ভালো থাকবেন।

    ওই লাইট গুলোর একটা ব্যাটারির দাম ৪০ থেকে ৬০ টাকা । ওরা ব্যাবসায়িক ভাবে অনেক গুলো বানায় তাই খরচ কম হয়।আপনি বানাতে পারেন তবে খরচ কিছুটা বেশি হবে । আপনার লাগলে সার্কিট আমি দিতে পারব । ধন্যবাদ

জটিল টিউন। তবে আমি নিজে নিজে বানাতে পারব না। আমি আপনাকে ২৫০ টাকা কুরিয়ার করে দিব, আমাকে আপনি কি একটা বানিয়ে দিতে পারবেন?

    দুঃখিত ভাই এই মুহুর্তে কোন ডিভাইস বানানো বা রিপেয়ার করার মত সময় আমার হাতে নাই। অফিস এর কাজে খুবই ব্যস্ত । হতে যতটুকু সময় পাই বিশ্রাম নিতে নিতে শেষ হয়ে যায়।এই টিউনটা তৈরী করতে আমার ১৫দিন সময় লেগেছে তো বুঝেন ,অফিস আমাকে কি পরিমান কাজের চাপে রেখেছে।
    এই টিউনটা তৈরী করেছি অফিসের কাজের ফাঁকে ফাঁকে । আর কমেন্টেস এর উত্তর দিচ্ছি আমার ল্যাপটপ দিয়ে যেটা আমার সাথে থাকে সব সময়। ভাই চাকুরী জীবনে ইচছা থাকা সত্বেও অনেক কিছু করার সময় থাকে না। অনেক ভাইরা আমাকে মেইল করেছে তাদের বিভিন্ন সার্কিট লাগবে কিন্তু সময় এর অভাবে ওগুলো ডিজাইন করতে পারছি না। এ জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি।
    মালেক ভাই দয়া করে আপনি কিছু মনে করবেন না। আপনার অনুরোধ টা রাখতে পারছি না। দুঃখিত। ধন্যবাদ!

চরম টিউন
আমাকে একটু হেল্প করেন ভাই
আমাদের বাসায় দুইটা মিনি আইপিএস আছে, একটা ভাল আছে কিন্তু অন্যটা দশ-বার মিনিটের মধ্যে মনে হয় চার্জ শেষ হয়ে যায়

প্রতিটি দিয়ে একটি ডিসি ফ্যান ১২ভোল্ট ও একটি ১৪ ওয়াট এসি লাইট চলে
ব্যাটারী মনে হয় ৭.২ এম্পিয়ার
প্রায় নষ্ট হয়ে যাওয়া আইপিএস টি কিভাবে ঠিক করতে পারি

ব্যাটারি মাত্র একবার ফুল চার্জ দেখেয়েছিল(দুইটাতেই)
যেটাতে সমস্যা হয়েছিল আমি সেটার লাইটের তার দুই গজের মত বড় করেছিলাম এটা কি সমস্যা হওয়ার কারণ?

ধন্যবাদ

    ১। ভাল আইপিএস এর ব্যাটারির কারেন্ট রেটিং মিটার দিয়ে চেক করুন । তারপর খারাপ আইপিএস এর ব্যাটারির কারেন্ট রেটিং মিটার দিয়ে চেক করুন। এখন দেখুন খারাপ আইপিএস এর ব্যাটারির কারেন্ট রেটিং কম দেখাচ্ছে কিনা । কম হলে ব্যাটারির বদলাতে হবে ।
    ২। দুইটা আইপিএস এর ব্যাটারি বদল করুন এখন খারাপ আইপিএস এর ব্যাটারি, ভাল আইপিএস এ চললে বুজবেন সার্কিট এ সমস্যা নতুবা ব্যাটারি খারপ।
    ভাই সমস্যা অনেক হতে পারে । এভাবে সমাধান লিখে শেষ করা যাবে না । ধন্যবাদ

Level 0

খুব সুন্দর।কিন্তু সমস্যা হল আমি এসব এর কিছুই বুঝিনা।কারন আমি Accounting এর Student.তাই আমি আপনাকে ৩০০ টাকা দেই।আপনি আমাকে বানিয়ে দিন।১০০টাকা আপনার লাভ।কি? বানাবেন?হাহাহা।

    অসংখ্য ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। মুকুট দয়া করে মালেক ভাইকে দেয়া REPLY টুকু পড়ুন। Please I am so sorry. thank you.

ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি ডিজাইন শেয়ার করলেন। কিন্তু সকল মালামাল চট্টগ্রামে কোথায় পাওয়া যাবে বলতে পারেন?

    ধন্যবাদ ভাই আপনাকে কষ্ট করে পড়ার জন্য।আমি সঠিক বলতে পারব না। কারন চিটাগাং আমি যাই নি কখন ও।তবে ইলেকট্রনিক্স এর দোকানে পাবেন।ঢাকায় রীলে টার দাম নিবে ৬০টাকা।ধন্যবাদ

মিথুন ভাই আপনার মোবাইল নম্বরটা একটু মেইল করে দেন।

[email protected]

আপনি কোথায় কাজ করেন, বললে ভালো হতো। যদি অসুবিধা না থাকে। বাংলাদেশের মার্কেটে চলবে এরকম একটা প্রুডাক্ট বানাতে চেয়েছিলাম, যদি লোকাল কেউ হেল্প করতো। আমি ইলেকট্রনিক্স ডিজাইন এ কাজ করি। একসাথে কাজ করলে সুবিধা হতো।
[email protected]

ওয়ার্ল্ড ব্যাংক এর সোলার সিষ্টেম এ বরিশাল এ খন্ডকালীন একটা কাজ করি।আপনি কোথায় কাজ করেন এবং কি প্রোডাক্ট করতে চান তা জানান নি? হ্যাঁ আমার ইচ্ছা আছে একসাথে কাজ করার । আমার mail- mdjumethungmail.com

আমি ইলেকট্রনিক্স ডিজাইন ইন্জিনিয়ার হিসাবে পাচ বছর ইউ.কে তে কাজ করেছি। এখন অষ্ট্রেলিয়াতে কাজ করছি আরেকটা কম্পানীতে। বাংলাদেশে কাজ করার ইচ্ছা ছিলো কিন্তু কোথায় বা কোন কম্পানী ইলেকট্রনিক্স ডিজাইনারদের কাজ দেয় আমি জানিনা। চায়না প্রোডাক্টে বাজার সয়লাব, দামও খুব কম বাট স্ট্যান্ডারড না। আপনার কোনো আইডিয়া থাকলে আমাকে জানাতে পারেন, যেটা মার্কেটে চলবে। শুনেছিলাম, আইপিএস বা সোলার ইনভার্টারের জন্য পিউর সাইন ওয়েভ ইনভার্টার মার্কেটে নেই। কিন্তু বানালেও চায়না প্রাইসের সাথে কমপিট করতে পারবোনা। তাই কোনো আইডিয়া থাকলে আমাকে জানান। ধন্যবাদ।

বাজারে বিশেষ করে গ্রামে সোলার প্লেট এবং ইনভার্টারের খুব চাহিদা ।তবে তা যদি খুব কম খরচে হয় তবে তা চলবে নিঃসন্দেহে । কম খরচে বেশি পাওয়ার এর ইনভার্টার বানাতে পারলে তা চলবে।এখানে ইনভার্টার গুলো চায়না পার্টস দিয়ে নিজেরা এসেম্বেল করা হয়। গ্রামে সোলার ৬০ওয়াট কিনতে ৪৫হাজার টাকা ব্যায় । দেখেন কি করবেন।
আপনার জেলা কোনটা ?আপনি আমার সাথে মেইল এ যোগাযোগ করতে পারেন ।
আমাকে যদি হেল্প করতে চান ,যদি আপত্তি না থাকে তবে ছোটোখাট ডিজাইন এর কাজ দিতে পারেন যা অন লাইন এ সাবমিট করতে পারি।
আমি ডিজাইন এর কাজ খুজচ্ছি কিন্তু পাচ্ছি না । Please help me.
[email protected]

Level 0

vaia………caliea jan confidence nea……….Insha Allah amader upokar hobe apner o upoker hobe

Level 2

Mithun vai, I m the new member of techtune. Thanks to all. Vai, Hi Low Volt (AC) protector aro kom khoroche banano jay. Aro sohoj. Apnara Demand korle ami chesta korte pari… waiting for comment……………

Level 0

ভাই । চরম ১খান জিনিস দিছেন ।

Level 0

I am Atiq from Savar, Dhaka. I am an enthusiasts of electronics too. But my knowledge on electronics is not rich enough. Now I want to know something from u.

1. I need a good Digital multimeter. From where Ican buy one. PLz mention Brand, Price & feature also.( I bought one but itwas not good. That is useless now)

2. I have a voltage stabilizer (1000 VA)inputvoltage range(90-280V).The problem is-the input and output voltage is same!!Itcannot stabilize voltage. Example-If input voltage is 100v then output is 100valso and if input 270v output 270v also. Where the output voltage should be220V. What’s the prob and solution of it?

3. Can I change the input voltage range of it? I want to convert it to (50V-300V).How??
Plz help me by giving these info. I will be verythankful to u.:)

টেকট্রনিক্স খাইছে আমারে 😛

ভাই আমার বাড়ির সবকিছুই পুরে শেষ হয়ে যাচ্ছে, আমার মাথা পুরাই নষ্ট, প্লিজ দয়া করে আমাকে একটা বানিয়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ ০১৯৭৭৮৮৬৬৬০

অনেক ভালো লিখেছেন। কিন্তু প্রজেক্টটি একটু কমপ্লেক্স মনে হচ্ছে ভাই। ইলেকট্রনিক্স
প্রজেক্টগুলো কেন জানি কথা শুনে না। ঠিকমত ইমপ্লিমেন্ট করলেও অনেক সময় কাজ করে না।