৩২ ইঞ্চি ডাইরেক্ট ভিউ এলইডি টিভি

আচ্ছালামুয়ালাইকুম সবাইকে। আশাকরি সবাই ভালোই আছেন। টিভি কার না ভালো লাগে।  আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো Smart LED TV নিয়ে।

আপনি যদি টিভি অল্প বাজেট এর মধ্যে LED টিভি  কিনতে চান  তবে আমি আপনাকে পরামর্শ দিবো এক্সট্রিম হোম অল্প টাকার মধ্যে আপনি 32-ইঞ্চি ডাইরেক্ট ভিউ এলইডি টিভি কিনতে পারেন।

আপনি যদি আপনার রুমের দেয়ালে লাগিয়ে রাখার জন্যে ছোট টিভি কিনতে চান তবে আপনাকে আমি পরামর্শ দিবো পেন্টানিক টিভি কেনার জন্যে। কেন না পেন্টানিক হলো এমন একটি ব্র্যান্ড যা আপনার সাদ্ধের মধ্যে আপনার স্বপ্ন পূরণ করার এক অভিনব পণ্য হলো পেন্টানিক।

Pentanik একটি Direct view LED (ডিভিএলইডি) চালু করেছে যার লক্ষ্য "সুপার-লাক্সারি" আপনার ঘরকে আরো আকর্ষণীয় করতে সাহায্য করবে।

পেন্টানিক আপনার পছন্দের ছবিকে আপনার মনোরঞ্জন করার জন্যে লক্ষ্য লক্ষ LED  ডায়োড (যেকোন জায়গায় 2 মিলিয়ন থেকে 33 মিলিয়ন পর্যন্ত) ব্যবহার করা হয়েছে যা আপনার মুভি দেখার পূর্ণ তৃপ্তি দিতে পারে। পেন্টানিক আপনাদের জন্যে সবথেকে ছোট ২৪" এবং বড়ো ১০৫" টিভি বাজারে নিয়ে এসেছে।

আপনি যদি মুভি দেখার জন্যে চরম তৃপ্তি চান তবে আপনাকে 16:9 অনুপাতের একটি টিভি নিয়ে পারেন, আবার যদি আপনি  হবে একই সময়ে একাধিক ভিডিও উত্স দেখতে চান তবে আপনি "আল্ট্রাস্ট্রেচ" 32:9 অনুপাতের  টিভি নিয়ে পারেন।

আপনি যদি ৮K রেজুলেশন এ মুভি দেখতে চান তবে আপনাকে অবশ্যই 33 মিলিয়ন ডায়োডগুলির টিভি কিনতে হবে, আপনি চাইলে ৪k বা ২k  ও নিতে পারেন। তবে পেন্টানিক থেকে আপনি ২k  টিভি নিতে পারবেন না। কেননা তাদের সর্বনিম্ন ৪k টিভি মার্কেটে আছে।

যাই হোক এতক্ষন আপনি পেন্টানিক টিভি এর কথা শুনলেন।  পেন্টানিক হলো মূলত ponnobd electronics  এর নিজেস্ব ব্রাণ্ড। আপনি চাইলে এখান থেকে একটি টিভি নিয়ে দেখতে পারেন। তাদের সার্ভিস অনেক ভালো। দামে কম হলেও তাদের পণ্যের ম্যান অনেক ভালো।

আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো পর্ব নিয়ে।  ভালো থাকবেন আল্লাহ হাফিজ

Level 1

আমি ইমদাদুল হক। SEO Specialist, SEO Optimizers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস