বেসিক ইলেকট্রনিক্স এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর [১ম পর্ব]

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন
Level 2
মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম

সুপ্রিয় পাঠকবৃন্দ,
আসসালামু আলাইকুম, আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বেসিক ইলেকট্রনিক্স এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের মাঝে উপস্থাপন করব। তাহলে চলুন শুরু করা যাক-

১। ফাংশন জেনারেটর কাকে বলে?
উত্তর : যে ডিভাইস এর সাহায্যে পরিবর্তনশীল ফ্রিকুয়েন্সি বিশিষ্ট বিভিন্ন ধরনের ওয়েভ ফর্ম উৎপন্ন করা যায়, তাকে ফাংশন জেনারেটর বলে। ফাংশন জেনারেটরের মাধ্যমে সাইন ওয়েভ জেনারেটর ও স্কোয়ার ওয়েভ জেনারেটরের কাজ পাওয়া যায়।

২। কালার কোড কী?
অথবা, কালার কোড পদ্ধতি কী?
উত্তর : রেজিস্টর বা ক্যাপাসিটর এর মান প্রকাশের উদ্দেশ্যে এদের গায়ে বিভিন্ন রঙের কতগুলো চিহ্ন রিং আকারে প্রদান করা থাকে। এ চিহ্নগুলোকে কালার কোড বা কালার কোড পদ্ধতি বলে।

৩। আধুনিক পদ্ধতিতে 0.9Ω কে কিভাবে লেখা হয়?
উত্তর: OR9 লিখতে হয়।

৪। রেজিস্ট্যান্স এর টলারেন্স বলতে কী বুঝায়?
উত্তর: রেজিস্টর তৈরি হওয়ার পর রেজিস্টরের মান নির্দিষ্ট মানের চেয়ে সব সময় কিছু কম বা বেশি হয়। মানের এই কম-বেশি হওয়াকে টলারেন্স দ্বারা প্রকাশ করা হয়।

৫। ইলেকট্রনিক ডিভাইস কাকে বলে?
উত্তর: যে সমস্ত ডিভাইসে কোন ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টর এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহিত হয় তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস বলে।

৬। আধুনিক পদ্ধতিতে 0.7Ω কীভাবে লিখতে হয়?
উত্তর: OR7 লিখতে হয়।

৭। 2R5 রেজিস্টরের মান নির্বাচন কর?
উত্তর: 2R5 রেজিস্টরের মান 2.5Ω.

৮। ইলেকট্রনিক কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন রেজিস্টর?
উত্তর: কার্বন কম্পোজিশন রেজিস্টর।

৯। CRO কী?
উত্তর : ক্যাথোড রে অসিলোস্কোপের সংক্ষিপ্ত নাম CRO। যে ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে সিগনাল ওয়েভের আকৃতি দৃশ্যমান হয়, তাকে ক্যাথোড রে অসিলোস্কোপ বলে।

১০। ইলেকট্রোলাইটিক ও নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এর ব্যবহার লিখ?
উত্তর : ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এসি সাপ্লাই-এ ফিল্টারিং এর কাজে এবং নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর অডিও ফ্রিকুয়েন্সি অ্যামপ্লিফায়ার, পাওয়ার সাপ্লাই এবং টিভি সার্কিটে বহুল ব্যবহার হয়।

১১। নন-ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কাকে বলে?
উত্তর : যে সকল ক্যাপাসিটর পোলারাইজড নস এবং যাতে পজেটিভ ও নেগেটিভ পোলারিটি চিহ্নিত থাকে না, তাকে নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বলে।

১২। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কাকে বলে?
উত্তর : যে সকল ক্যাপাসিটর পজেটিভ ও নেগেটিভ পোলারিটি যুক্ত এবং সে ক্যাপাসিটর তৈরিতে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় তাকে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বলে।

১৩। রেজিস্টর কী?
উত্তর : কারেন্ট প্রবাহে বাধাদানকারী ডিভাইস।

১৪। পরিবর্তনশীল রেজিস্টর কাকে বলে?
উত্তর : যে রেজিস্টরের মান পরিবর্তন করা যায়, তাকে পরিবর্তনশীল রেজিস্টর বলে।

১৫। স্থির মানের রেজিস্টর কাকে বলে?
উত্তর : যে রেজিস্টরের মান পরিবর্তন করা যায় না, তাকে স্থির মানের রেজিস্টর বলে।

১৬। রেজিস্টরের কাজ কী?
উত্তর : কারেন্ট প্রবাহে বাধা দান করা বা ভোল্টেজের ড্রপ ঘটানো।

১৭। বিভব পার্থক্য কী?
উত্তর : কোনো পরিবাহীর দু'প্রান্তের বৈদ্যুতিক চাপের পার্থক্য।

১৮। ক্যাপাসিটর অর্থ কী? একে ধারক বলা হয় কেন?
উত্তর : ক্যাপাসিটর অর্থ ধারক। এটি চার্জকে ধরে রাখতে বলে একে ধারক বলা হয়।

১৯। ক্যাপাসিট্যান্স কী?
উত্তর : ক্যাপাসিটরের চার্জ ধরে বা সঞ্চিত করে রাখার ক্ষমতা।

২০। ক্যাপাসিট্যান্সের একক কী?
উত্তর : ছোট একক মাইক্রোফ্যারাড এবং বড় একক ফ্যারাড।

 

আজকের মতো এই পর্যন্তই।
আশাকরি সবার খুব ভাল লেগেছে, ভাল লাগলে সাথেই থাকুন পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আসছি। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী টিউন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ!

Level 2

আমি মোঃ মোজাহেদুল ইসলাম মিয়া। মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি স্পষ্টভাবে নিখুঁত নই, তবে সীমিত সংস্করন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস