রেজিস্টর কি? কিভাবে কাজ করে, রেজিস্টর এর প্রকারভেদ

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন
Level 2
মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম

সুপ্রিয় পাঠকবৃন্দ,

আসসালামু আলাইকুম, আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি আলহামদুলিল্লাহ। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজকে কি বিষয়ে আলোচনা করব হ্যাঁ আমরা আজকে রেজিস্টার সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো, তাহলে চলুন আলোচনা শুরু করা যাক।

 

রেজিস্টর কি:

রেজিস্টর হচ্ছে ইংরেজি শব্দ (Resistor) এর অর্থ হচ্ছে রোধক বা বাঁধা, রেজিস্টার হল ইলেকট্রনিক সার্কিট এ ব্যবহৃত এক ধরনের প্যাসিভ কম্পোনেন্ট।

 

এখন হয়তো ভাবছেন প্যাসিভ কম্পনেন্ট কি?

প্যাসিভ কম্পোনন্ট হলো, ইলেকট্রনিক সার্কিট এ যেসব কম্পনেন্ট কারেন্ট এবং ভোল্টেজ জমা ও রক্ষণাবেক্ষণ করে। যেমন- রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফর্মার।

 

রেজিস্টর কাকে বলে:

কারেন্ট প্রবাহে বাধা প্রদান করার উদ্দেশ্যে যে কম্পনেন্ট তৈরি করা হয়, তাকে রেজিস্টর বলে। ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্ট সমূহ বিভিন্ন ভোল্টেজ এ কাজ করে। এ কম্পনেন্ট সমূহের চাহিদা মোতাবেক নির্দিষ্ট মানের ভোল্টেজ সরবরাহ দেয়ার জন্য সাপ্লাই ভোল্টেজের পথে রেজিস্টর সংযোগ করে প্রয়োজনের অতিরিক্ত ভোল্টেজ ড্রপ ঘটানোর উদ্দেশ্যেই ইলেকট্রনিক সার্কিট এ রেজিস্টর ব্যবহার করা হয়।

রেজিস্টর এর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এটি কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে, তাকে রেজিস্টেন্স বলে।

রেজিস্ট্যান্স এর একক- ওহম।

 

ইলেকট্রনিক সার্কিট এ সাধারণত চার ধরনের রেজিস্টর ব্যবহার করা হয়। যথা-

  1. কার্বন কম্পোজিশন রেজিস্টর।
  2. কার্বন ফিল্ম রেজিস্টর।
  3. মেটাল ফিল্ম রেজিস্টর।
  4. ওয়্যার উন্ড রেজিস্টর।

1. কার্বন কম্পোজিশন রেজিস্টর: এ ধরনের রেজিস্টর রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র সমূহে ব্যবহার করা হয়। পরিবর্তনশীল কার্বন রেজিস্টর সাধারণত কন্ট্রোল পদ্ধতিতে ব্যবহৃত হয়। এদের পাওয়ার রেটিং 1/8W হতে 1W হয়।

2. কার্বন ফিল রেজিস্টর: এটি কার্বন কম্পোজিশন রেজিস্টর এর মতোই সাধারণ কাজে ব্যবহৃত হয়। তবে এর স্টাবিলিটি এবং পাওয়ার রেটিং কার্বন কম্পোজিশন রেজিস্টর এর তুলনায় বেশি হওয়ায় যে সকল ক্ষেত্রে স্টাবিলিটি এবং পাওয়ার খরচ বেশি হয় সেসব ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এদের পাওয়ার রেটিং 1/4W হতে 2W হয়।

3. মেটাল ফিল্ম রেজিস্টার: এটি অধিকতর সূক্ষ্ম কাজে যেমন- রেডিও, টিভি এর ভলিউম কন্ট্রোল এ এটি ব্যবহৃত হয়। এর স্টাবিলিটি এবং পাওয়ার রেটিং কার্বন কম্পোজিশন ও কার্বন ফিলম রেজিস্টর এর তুলনায় বেশি।

4. ওয়্যার উন্ড রেজিস্টর: এ ধরনের রেজিস্টর উচ্চ তাপ বিকিরণকারী বলে যে সকল ক্ষেত্রে অনেক বেশি পাওয়ার লস হওয়ার সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যে ক্ষেত্রে কম মানের রেজিস্টর দরকার সে ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। এদের পাওয়ার রেটিং 2W হতে বহু শত ওয়াট পর্যন্ত হতে পারে।

 

আশাকরি রেজিস্টর সম্পর্কে এখন সবাই সবকিছু ভাল ভাবেই বুঝতে পেরেছেন।

Level 2

আমি মোঃ মোজাহেদুল ইসলাম মিয়া। মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি স্পষ্টভাবে নিখুঁত নই, তবে সীমিত সংস্করন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস