9 Volt ব্যাটারি দিয়ে 220 ভোল্টের Bulb জ্বালান

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

টেকনোলজিকে বলা হয় রিয়েল ম্যাজিক। এখানে সবধরনের বিস্ময়কর ঘটনা ঘটে। যা আপনার চিন্তা ভাবনা কিংবা কল্পনাকেও হার মানাবে। আপনি জেনে অবাক হবেন, বিশ্বে এই পর্যন্ত যতকিছু আবিষ্কার হয়েছে তার মধ্যে মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে বিদ্যুৎ। এই মৌলিক শক্তিকে ব্যবহার করে ভিন্ন ভিন্ন শক্তিতে রুপান্তর ঘটানো যায়। বন্ধুরা টাইটেলে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে তাকে বলে ইনভার্টার। এখানে DC ভোল্টকে AC ভোল্টে কনভার্ট করা হয়। আসুন তাহলে শুরু করা যাক।

যা যা দরকার

১. 1k Rasistor
২. D882 Transistor
৩. 9 volt Battery
৪. Bulb
৫. holder
৬. Old phone charger
need

যা যা করতে হবে

সর্বপ্রথম নিচে দেওয়া ডায়াগ্রামটি দেখুন। এতে করে সার্কিটের কানেকশন গুলো দিতে আপনার সুবিধা হবে।
transformer
D882 Transistor এর  Base, Collector, Emitter পয়েন্ট গুলো দেখে নিন।
tansistor

১ম ধাপঃ সর্বপ্রথম পুরান চার্জার থেকে ট্রান্সফরমারটি বের করুন। এরপর ৪ ও ৬ নাম্বার পয়েন্টে 1k Rasistor টি সংযুক্ত করুন।

first connection

২য় ধাপঃ এবার ৫ নাম্বার পয়েন্টে D882 Transistor এর Collector পয়েন্ট সংযুক্ত করুন।

transistor

৩য় ধাপঃ ট্রান্সফরমারের ৩ নাম্বার পয়েন্টে Transistor এর Base পয়েন্টের সাথে সংযুক্ত করুন।

3rd connection

৪র্থ ধাপঃ Transistor এর Emitter পয়েন্ট ব্যাটারির নেগেটিভ তার ও ৬ নাম্বার পয়েন্টে ব্যাটারির পজেটিভ তার সংযুক্ত হবে এবং ট্রান্সফরমারের ১ও২ নাম্বার পয়েন্ট ২২০ ভোল্ট আউটপুট দিবে সুতরাং সতর্ক থাকুন।

4th connectionসবকিছু ঠিকঠাক থাকলে দেখুন এবার টেকনোলজির কেরামতি।
inverter

বন্ধুরা আশাকরি চমৎকার এই টিউনটি আপনার ভালো লেগেছে। চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কিংবা টিউমেন্ট করতে পারেন। এমন অসাধারণ টিউন পেতে টেকটিউনসেরসাথে থাকুন। পরিশেষে একটা কথাই বলবো  সুস্থ থাকুন, পরিবেশকে নিরাপদ রাখুন, ধন্যবাদ।

Level 2

আমি আহমাদ উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ