৮ টি স্মার্টফোন গ্যাজেট যা আপনার জীবনকে আরো সহজ করে তুলবে 

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

গ্যাজেট ছাড়া আমাদের দিন অচল। গ্যাজেট আমাদের জীবনে সবসময়ের জন্য ঢুকে পড়েছে। জীবনটাকে সহজ করে তোলার জন্য গ্যাজেটের প্রয়োজনীয়তা থেকেই যাচ্ছে। আগে একটা সময় ছিল জীবনটা বহুত কঠিন ছিল।  মানুষকে ছোটো-খাটো  কাজের জন্য অনেক কষ্ট করতে হতো। কিন্তু এখন দিন বদলে গেছে। এখন চলে এসেছে স্মার্টফোন - এটা বলতে পারেন একটা ছোটো দুনিয়া, এই ছোট জিনিস দিয়ে অনেক বড় বড় কাজ হয়ে  যাচ্ছে। আর এটা সবসময় আমাদের সাথে থাকছে সাহায্য করার জন্য, বড় বড় কোম্পানিরা স্মার্টফোনের কথা ভেবে কতগুলি গ্যাজেট বানিয়েছে যেগুলি ব্যবহার করলে আপনার কাজগুলি খুবই সহজে  এবং দ্রুতগতিতে হবে।

কিভাবে গ্যাজেটগুলো ব্যবহার করবেন?

আসুন, নিচে দেখি গ্যাজেটগুলো  সম্পর্কে কি বলা হয়েছে

১. ফ্যাবিট

 

যদি আপনি চান মোবাইল  টেবিলে রেখে  ভিডিও দেখতে চান তাহলে মোবাইল স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, কিন্তু যদি শুয়ে অথবা দাঁড়িয়ে মোবাইল দেখতে চান? তখন ফ্যাবিটের মতো আর কোনো গ্যাজেট বাজারে নেই। এই গ্যাজেট দিয়ে আপনি মোবাইলকে যেকোনো জায়গায় রেখে দেখতে পারবেন। এটা আসলে মোবাইল কেস কভার যা মোবাইলকে নিরাপত্তা প্রদান করে। এর চারটা স্ট্যান্ড আছে, চাইলে আপনি বড় এবং ছোট করতে পারেন। আপনি চাইলে এটাতে চলচ্চিত্র দেখতে  পারেন এবং ভিডিও গেম খেলতে পারেন।

২. এনেরকি

সাধারণত আমরা যেগুলো মোবাইল চার্জার দেখে থাকি সেটার থেকে এটা পুরোপুরি আলাদা।  এমন চার্জার আপনি আগে কখনো দেখেনি। এটি  একটি ওয়্যারলেস  চার্জার। যদি আপনি কাউকে এই চার্জার দেখাতে চান না তাহলে আপনি এটাকে টেবিলের নিচে ইনস্টল করতে পারেন। চার্জারটি গোটা টেবিলকে চার্জিং প্যাড  বানিয়ে দেবে এবং মোবাইল রাখার টেবিলে রাখার সঙ্গে সঙ্গে চার্জ হতে থাকবে।

৩. আইকিউ ভিশনচেক

আজকাল আমরা সবাই খুব ব্যস্ত থাকি।  এতো ব্যস্ত থাকি যে আমরা নিজেদের শরীরের খেয়াল পর্যন্ত রাখতে পারিনা। এর সবচেয়ে বড় উদাহরণ হলো যারা চশমা পরে তারা নিজেদের চোখের সবসময় পরীক্ষা  করাতে পারেনা। এর কারণ হলো একবার চোখে চশমা লেগে গেলে আর বার বার পরীক্ষা  করাতে চায় না এবং এক চশমা দিয়ে বছরের পর বছর চালাতে থাকে।  আর এরকম অবহেলার ফলে আপনার চোখের  দৃষ্টি চলে যেতে পারে, তো এর থেকে মুক্তি পেতে হলে আপনাকে এই গ্যাজেট  ব্যবহার করতে হবে। এটা আপনি ঘরে বসে আপনার চোখের পরীক্ষা করতে পারবেন। এই ছোট গ্যাজেটটি আপনার মোবাইলে সেট করতে হবে এবং চোখ পরীক্ষার পরে, আপনার চোখে পাওয়ার কত বলে দেবে, যার ফলে আপনি জানতে পারবেন আপনার  দৃষ্টির কতটা উন্নতি হয়েছে। আর আপনি চাইলে এর ওয়েবসাইট থেকে কত পাওয়ারের চশমা লাগবে অর্ডার করতে পারেন। এই গ্যাজেট আপনাকে বাড়ে বাড়ে ডাক্তারের কাছে যাওয়া থেকে আটকাবে।

৪. পিক্স ব্যাকপ্যাক

সাধারণত ব্যাকপ্যাক ব্যবহার করে থাকি কিছু  জিনিস নেওয়ার জন্য, কিন্তু  আপনি যদি  চান আপনার ব্যাকপ্যাক আপনার আবেগ এবং অনুভূতিকে দেখাবে তাহলে এই গ্যাজেটটি ব্যবহার করতে পারেন।  এই গ্যাজেটের পেছনে এলইডি প্যানেল লাগানো থাকে এবং এটাতে বিভিন্ন  রং আছে। এটাকে আপনি মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর সাথে আপনি একটা পিক্স অ্যাপ্লিকেশন পাবেন। যার দ্বারা বিভিন্ন রকমের নকশা বানাতে পারবেন। এখানে বিভিন্ন রকমের আবেগগুলো নকশা দ্বারা প্রকাশ করতে পারবেন। মোবাইলে কোনো মেসেজ এবং কল আসলে ব্যাকপ্যাকের স্ক্রিনে নোটিফিকেশন দেখাবে। এই ধরনের আধুনিক এবং আকর্ষণীয় ব্যাকপ্যাক যদি চান  তাহলে  একবার ব্যবহার করে দেখতে পারেন।

৫. সারফেস ডুও

গত কয়েক বছরে মোবাইলের জগতে অনেক নুতুন মোবাইল এসেছে যেগুলোর মধ্যে কিছু ছোটোখাটো বৈশিষ্ট্য ছিল। কিন্তু মাইক্রোসফটের সারফেস ডুও র মতো কোনো মোবাইল এখনো পর্যন্ত  বাজারে আসেনি।  এটাতে আছে ডুয়েল স্ক্রিন -এর ফলে আপনি এক মোবাইলে দুটো আলাদা কাজ করতে পারবেন যেমন ধরুন এক স্ক্রিনে যদি চ্যাট করতে থাকেন তাহলে দ্বিতীয় স্ক্রিনে চলচ্চিত্র দেখতে পারেন। এটাতে আছে স্ন্যাপড্রাগন  ৮৫৫ প্রসেসর যেটা এই মোবাইলকে বানিয়ে দেয় ক্ষমতাশালী।

৬. ওয়ালবট ডিআইওয়াই

আমাদের শরীরের ভেতর যদি কোনো রোগ হয় তাহলে  সাধারণত ডাক্তার এক্স-রে করাতে বলে। কিন্তু কখনো ভেবে দেখেছেন যদি ঘরের পাইপলাইনের ক্ষতি হয়ে যায় তাহলে কিভাবে খুঁজে বের করবেন। এটার জন্য আছে এই বিশেষ গ্যাজেট -এটাতে বিশেষ সেন্সর লাগানো আছে এবং খুব সহজে মোবাইলের সাথে সেট করা যায়। এই সেন্সর ঘরের দেওয়ালের ভেতর কোথায় পাইপের ক্ষতি হয়েছে সেটা সনাক্ত করতে পারে এবং সেটাকে মোবাইলে দেখাতে পারে। আর এই গ্যাজেটটি  যেকোনো মোবাইলের সাথে সেট হতে পারে।

৭.  প্রিন্ট ক্যামেরা

আপনার ফটোগ্রাফির শখ থাকলে প্রিন্ট ক্যামেরা আপনার শখ পুরো করবে। এই ক্যামেরা খুব ছোট এবং ফটো তোলার পরে সঙ্গে সঙ্গে আপনাকে ছবি প্রিন্ট করে দেবে। এই ধরনের ক্যামেরা হাই ডেফিনেশন (এইচডি) ছবি প্রিন্ট করে। অনেকে অনেক জায়গায় অনেক ফটো তোলে, কিন্তু প্রিন্ট করতে পারেনা। তো এই ক্যামেরা আপনার এই সমস্যার সমাধান করে দেবে।

৮. কার্ডিয়া মোবাইল ইকেজি

হৃদিয়ের রোগী যারা তাদের জন্য এই গ্যাজেট খুব কার্যকর। হৃদিয়ের পরীক্ষা করতে  গেলে ইসিজি  মেশিনের দরকার পরে, যেটি খুব ভারী হয়। কিন্তু এই গ্যাজেট এই সমস্যা থেকে মুক্তি দেবে।  এটা আকারে খুব ছোটো, এর প্যাডের উপর আপনার আঙ্গুল ৩০ সেকেন্ড  ধরে রাখার পর, মোবাইলে ইসিজি দেখতে পাবেন। এখন থেকে আর আপনাকে প্যাথলজিতে যেতে হবে না। ঘরে বসেই ইসিজি রিপোর্ট  পেয়ে যাবেন।

জানতে পারলেন তো, এই গ্যাজেটগুলো কতটা সুবিধাজনক। এখানের মধ্যে  কিছু গ্যাজেট আছে যা আপনার স্বাস্থ্যের সাথে জড়িত। আর আপনি হয়তো  ছোটবেলায় পড়েছিলেন যে  স্বাস্থ্যই সম্পদ।  এখন হয়তো কথাটি ভুলে গেছেন। তাই আবার মনে করিয়ে দিলাম। এখন  থেকে আপনাকে আর চোখ এবং হৃদয় পরীক্ষা করাতে হলে ডাক্তারের কাছে যেতে হবে না। ঘরে বসেই সব হয়ে যাবে। আরো আকর্ষণীয় গ্যাজেট আছে সেগুলোর কথা উল্লেখ করলাম না। আপাতত  খুঁজে খুঁজে এই গ্যাজেটগুলো আপনার জন্য নিয়ে এসেছি। গ্যাজেটগুলোর দাম খুব বেশি নয়। তাড়াতাড়ি কিনে ফেলুন।

তাহলে জানান, কোন গ্যাজেট  কিনতে আপনি  ইচ্ছুক?

Level 3

আমি অভিজিত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।

লিখতে চাই ,নিজেকে প্রকাশ করতে চাই।লেখার মাধ্যমে অন্যকে জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস