স্পিকার প্রোটেকশন বোর্ড – Speaker Protection Board দিয়ে আপনার ‍সাবউফার রাখুন সুরক্ষিত

অনেকেই শখের বশে অডিও এমপ্লিফায়ার ও সাউন্ড বক্স তৈরী করেন। মূলত ব্রান্ডের বিভিন্ন সাউন্ড সিস্টেমের তুলনায় এর খরচ অনেক কম হয় এবং এক্সট্রিম লেভেলের সাউন্ড পাওয়া যায় বলে অনেকে এগুলো তৈরী করে থাকেন।

সাউন্ড বক্সের সাব-উফার ড্রাইভারগুলোর মূল্য অন্ন্যান্য যন্ত্রাংশের চেয়ে বেশি হয়। কিন্তু বিভিন্ন কারনে এই ড্রাইভারগুলোর কয়েল পুরে যেতে পারে। তার মধ্যে একটি কারন হল এমপ্লিফায়ার এর পপ (pop) সাউন্ড। সাউন্ড সিস্টেম এর পাওয়ার অন করা হলে দেখবেন যে স্পিকারে “পপ” করে একটি সাউন্ড হয়। এমপ্লিফায়ার এর আউটপুট থেকে একবারে অনেক ভোল্টেজ স্পিকারে আসে বলে এরকম সাউন্ড হয়। এর কারনে আপনার সাধের স্পিকারটি পুরে যেতে পারে। এছাড়াও সাউন্ডটি বিরক্তিকরও বটে।

 

এই পপ (pop) সাউন্ড এর হাত থেকে নিস্তার পেতে যে সার্কিট টি ব্যবহার করা হয় তার নাম “স্পিকার প্রোটেকশন বোর্ড (Speaker Protection Board)”।

এটি মূলত একটি টাইমার ডিলে সুইচ (Timer Delay Switch)। যা কিনা 12v-18v এর অপারেট হয় এবং এটি আপনার এম্পলিফায়ার ও স্পিকার এর মধ্যে ৩-৫ সেকেন্ড সময় নিয়ে সংযোগ স্থাপন করবে। যার কারনে প্রাইমারি পপ সাউন্ডের ভোল্টেজটা স্পিকারে পৈাছাবে না ও সাউন্ড সিস্টেমটি চালু হবে শব্দবিহীনভাবে।

এখানে একটি স্টেরিও সাউন্ড সিস্টেমের জন্য Speaker Protection Board Module সার্কিট এবং এটি কিভাবে সংযোগ করবেন তা দেখানো হয়েছে। চিত্রে দেখতেই পাচ্ছেন যে এর লেফ্ট/রাইট দুটি ইনপুট ও দুটি আউটপুট আছে। যারা ইলেকট্রনিক্স ডিভাইস/সার্কিট নিয়ে কাজ করেন তাদের জন্য এটি ইনস্টল করা পানির মত সহজ কাজ। কোথায় পাবেন এটি: বায়তুল মোকাররম মার্কেটে পেতে পারেন। দাম আনুমানিক ৩০০-৬০০ টাকা হতে পারে। এছাড়া চায়না AliExpress থেকে আনাতে পারেন। নিচে AliExpress এর দুটি লিংক দেয়া হল। এখান থেকে অর্ডার করে আনতে পারবেন।

https://www.aliexpress.com/item/32832486647.html?spm=a2g0s.8937460.0.0.58142e0eZeHfS7
https://www.aliexpress.com/item/32755513980.html?spm=a2g0s.8937460.0.0.2d8f2e0e0m8CrN

চায়না AliExpress থেকে সহজে কিভাবে পন্য কিনবেন তা জানতে আমার নিচের টিউনটি দেখতে পারেন:

AliExpress – সরাসরি চায়না থেকে Credit Card ছাড়া পন্য ক্রয় করা:

বিঃদ্রঃ- লেখাটি ভাল লাগলে এবং কাজে লাগলে শেয়ার করবেন। উল্লেখ্যিত বিষয়ে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাবেন, আমার জানা থাকলে উত্তর দেয়ার চেষ্টা করব। এতকিছু বিস্তারিত লিখতে অনেক সময় ও ধৈর্য্য লাগে, তাই অনুগ্রহ করে কেউ খারাপ মন্তব্য করবেন না। সময় নিয়ে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি শিক্ষানবীশ আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস