ইলেকট্রনিক্স নিয়ে যারা নতুন অথবা বেশ কিছুদিন হয়ে গেল কাজ শুরু করেছেন , তাদের জন্য এই মজার টিউনটি। নিশ্চই এতদিনে খুব ভালো মত শিখে ফেলেছেন রেজিস্টর, কেপাসিটর, ডায়ড, ট্রানজিষ্টর এর কাজ। আজ আমরা ডায়ডের এবং ট্রানজিষ্টরের মুল মন্ত্রকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলব অতি জরুরী ট্রানজিষ্টর চেকার। ইলেকট্রনিক্স এর কাজ করতে গেলে সবারি ট্রানজিষ্টর ব্যবহার করতেই হয়। আর যখনি ট্রানজিষ্টর তখনি চলে আসে কোনটা বেস, কোনটা ইমিটর আর কোনট কালেকটর । অথবা ট্রানজিষ্টরটা ভালো না খারাপ। এই কাজটি কয়এক সেকেন্ডে করে ফেলতে পারব নিচের সার্কিটটির মাধ্যমে।
আসুন এবার দেখি সার্কিটটি কিভাবে কাজ করছে :
এনপিএন ট্রানজিষ্টর এর ক্ষেত্রে :
পিএনপি ট্রানজিষ্টর এর ক্ষেত্রে :
[বি: দ্র: ধরে নিব যে ট্রান্সফরমারের উপরের প্রান্ত পজিটিভ এবং নিচের প্রান্ত নিগেটিভ]
এখন প্রশ্ন আসতে পারে যে একজন শুরুতে না জেনে কি করে বুঝবে যে আসলে কোন লাইট টা জললে কোন ট্রানজিষ্টর? ?????????? তাদের বোঝার সুবিধার্তে নিচের চিত্র টি দিলাম ।
চিত্র : ক
চিত্র : খ
*** ক চিত্র টি খেয়াল করুন। এনপিএন ট্রানজিষ্টর এর ইমিটর (-) সুতরাং এর জন্য যে ডায়ড টি ফরয়ার্ড বায়াসড হবে তার সাথে সংযুক্ত লাইট টি জলবে। তখন বুঝব সেটি এনপিএন ট্রানজিষ্টর । টিক বিপরীত টি হবে পিএন পি।
আশাকরি একটু ভালো ভাবে দেখলে বুঝতে পারবেন।
[সকলের বুঝার সুবিধার্থে টেকনিক্যাল ভাষা কম ব্যবহার করলাম]
সকলের সুবিধার্থে পিসিবি লেআউট দেয়া হলো :
যা যা লাগবে :
১. ট্রান্সফরমার ..........................................(২২০/৬) ১টা
২. ডায়ড ................................................২ টা
৩. লিড (লাল এবং সবুজ)...................................১টা করে
টিউনটি কারো কাজে আসলে নিজেকে সার্থক মনে করব। ধন্যবাদ সবাইকে।
আমি Evan Sharif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MD. Shafiul alam sharif Bsc in EEE, AUST IT officer Trutexbd, Dhaka
সোজা প্রিয়তে। 😛 ধন্যবাদ