খুব সহজে এবং কম খরচে তৈরি করুন ভেরিএবল ডিসি পাওয়ার সাপ্লাই (পজিটিভ এবং নিগেটিভ)। ইলেকট্রনিক্স হবিস্টদের জন্য বিশেষ উপকারি।

আমরা যারা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করতে খুব ভালোবাসি , বিশেষ করে তাদের জন্য আমার এই প্রথম টিউনটি।  বিভিন্ন বই  বা ইলেকট্রনিক্স সাইট ঘাটাঘাটি করে আনেক সুন্দর সুন্দর মজার ইলেকট্রনিক্স সার্কিট কালেকশন করে  বানাতে বসে যখন দেখা যায় পর্যাপ্ত ভোল্টেজ সাপ্লাই নাই তখন কেমন লাগতে পারে? নিশ্চই চুল ছিরতে ইচ্ছা করে? এই সমস্যা দুর করতে পারি আমরা খুবি সহজে। নিচের সার্কিট টি বানিয়ে নিলেই সমস্যার সমাধান। অল্প খরচের এই ভোল্টেজ সাপ্লাই টি দিয়ে আমরা আমাদের আরো অনেক কাজ সমাধান করতে পারি। তা একটু পরে আলোচনা করছি। চলুন এবার সার্কিটটা দেখি।

সার্কিটটি আসলে খুব সহজ । শুরুতেই আছে একটি ট্রান্সফরমার যা স্টেপ আপ ভোল্টেজ কে স্টেপ ডাউন করছে (যেমন : ২২০ থেকে ২,৫,১০.২০ ইত্যাদি)। ট্রান্সফরমারের সাথে যুক্ত আছে চারটা ডায়ড বিশিষ্ঠ ব্রিজ রেক্টিফায়ার যা এসি ভোল্টেজ কে ডিসি ভোল্টেজে রুপান্তর করছে এবং 1000uf  ক্যাপাসিটরটি রেক্টিফায়ার থেকে আসা পালসেটিং ডিসি কে ফিল্টার করে পিওর ডিসি করছে। এই পর্যন্ত আমরা হয়ত সকলেই জানি। তার পরে যে আইসি ব্যবহার করা হয়েছে সেটা  হলো LM317 । এই আইসি হলো  positive adjustable regulator IC । এর আগে হয়ত আমরা অনেকেই 78xx regulator IC ব্যবহার করেছি। এই দুটির মধে মূল পার্থক্য হলো 78xx IC দ্বারা ভোল্টেজ  adjust করা যায় না কিন্তু LM317 IC এর কমন পিন এর সাথে একটি  variable resistor ব্যবহার করে  এর ইনপুট ভোল্টেজ কে আউটপুটে adjust করা যায় । আউটপুটে সর্বচ্চ ভোল্টেজ নির্ভর করে ট্রান্সফরমারের সের্বচ্চ ভোল্টেজের উপর। এই আইসির মাধ্যমে আমরা ইনপুট ভোল্টেজ কে  ১.২ ভোল্ট থেকে সর্বচ্চ ৩৭ ভোল্ট এর মধ্যে adjust করতে পারি।
আর আমাদের আউটপুটে নিগেটিভ ভেল্টেজের প্রয়োজন হলে শুধু মাত্র LM317 এর পরিবর্তে LM337 IC ব্যবহার  করতে হবে। এখানে আইসির পিন চিনাটা খুব গুরত্ব পৃর্ন ব্যপার । তাই নিচে আইসির পিন কনফিগারেশন দিয়ে দিলাম।

LM317 Pinouts and Formula LM337 pinout

সকলের সুবিধার্থে কম্পোনেন্টের লিস্ট দিয়ে দিলাম :
১। ট্রান্সফরমার....................................... ১ টা
২। ডায়ড............................................. ৪টা
৩। ক্যাপাসিটর.......................................৩ টা (1000uf, .1uf, 1uf)
৪। LM317/337................................. ১টা
৫।ভেরিএবল রেজিস্টর ........................................১টা (5k/10K/100k)
[বি:দ্রি : ভেরিএবল রেজিস্টর ১০০কে. ব্যবহার করাই ভালো । তাছারা গরম হয়ে রেজিস্টর পুরে যাওয়ার সম্ভাবনা থাকে এরং আইসির সাথে একটি হিট সিংক ব্যবহার করা বাধ্যতা মুলক ]
এই হলো একটা সম্পুর্ন ভেরিএবল ডিসি পাওয়ার সাপ্লাই। এই ভোল্টেজ সাপ্লাই টাকে আমরা  যেকোনা মোবাইল চার্জার হিসেবেও ব্যবহার করতে পারব। আর যারা ইইই এর ছাত্র / ছাত্রী আছেন তাদের জন্য এইটা খুবিই কাজের কারন ল্যাব এর কাজ গুলো এখন বাড়িতে বসেও প্রেকটিস করা সম্ভব।
[এইটা আমার প্রথম টিউন। কেমন হলো জানি না । আসা করি ভুল গুলো সবাই ধরিয়ে দিবেন। ]

Level 0

আমি Evan Sharif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

MD. Shafiul alam sharif Bsc in EEE, AUST IT officer Trutexbd, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good

    Level 0

    ধন্যবাদ সাইদুল ভাই…………………………

ভালো।আমার কিছু কিছু কাজে লাগবে। তবে ননটেকিদের জন্য আরেকটু বিস্তারিত লিখে এবং স্ক্রীনসর্ট দিলে ভালো হত। ইলেকট্রনিক্স শিখার ব্যাপারে আমার নেশা সেই ছোটাকাল থেকেই। নিয়মিত লিখতে থাকুন।

    Level 0

    মারুফ ভাই, এত সুন্দর কমেন্ট দিয়ে আমাকে উতসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ এর পর থেকে আরো বিস্তারিত লিখব………….

প্রথম টিউন হিসেবে ভাল। তবে এই জিনিস দিয়ে মোবাইল চার্জ দেয়ার মত কাজ না করাই ভাল বলে মনে করি। কারণ আউটপুটে কয়েক মিলি-অ্যাম্পিয়ার বেশি গেলেই ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আর ট্রান্সফরমারটির কোন দিক ডায়োড ব্রিজে লাগাবো? ২৪ভি না ১১৫ভি??? আপনার ডায়াগ্রামে ভুল আছে। আমরা তো ২২০ভোল্ট ইনপুট দেই, এটা তো ১১৫ভোল্ট 🙁 বানানের দিকে খেয়াল রাখেন ভাই

    Level 0

    শাওন ভাই … আপনাকে ধন্যবাদ। অবশ্যই ব্রিজ রেক্টিফায়ার সেকেন্ডারি অর্থাৎ ২৪ ভো. এর দিকে লাগাবেন। আর যদি আপনি ট্রান্সফর্মারটা খুব কম মিলি এমপ. এর ব্যবহার করে থাকেন তাহলে মোবাইল চার্জার হিসেবে ব্যবহার করতে পারেন তবে ব্যাটারী খুলে (এমার্জেন্সি চার্জার হিসেবে ) চার্জ দেয়াটাই ভালো।

    আর আমি অভ্র দিয়ে এই টিউনটি লিখেছি। প্যনেলে য় দেখাচ্ছে কিন্তু আপলোড করার পর সব য হয়ে যাচ্ছে। দয়া করে কেউ যদি এর সমাধান দেন তাহলে খুব উপকৃত হব।

    তার পরও, এর পর থেকে বানানের দিকে নজর দিব ইনশাল্লাহ্‌।।।। ।। ।…………………….

    ভাই আপনি আগে notepad এ সম্পুর্ণ টেক্সট লিখে ফেলুন। তারপর টেকটিউনসের এডিট প্যানেলএ কপি পেস্ট করে দিন। ঝামেলা শেষ 🙂

    আর য় লেখার পর যদি য হয়ে যায়, তাহলে ফন্টে প্রব্লেম আছে। অভ্র থেকে Tools > Font Fixer এ যেয়ে SiyamRupali default font হিসেবে সেট করুন। আর অভ্র এর সাইট থেকে ভালো ইউনিকোড ফন্ট ডাউনলোড করে কাজ করুন। সব ঠিক হয়ে যাবে 🙂

LM317T ব্যাবহার করলে কী সমস্যা আছে? আমার মনে হয় ভালো কারণ এটা থার্মাল প্রটেক্টেড।

    Level 0

    কোন সমস্যা নাই………… তবে এই দুটি খুব কাছাকাছি। LM317 ও অতিরিক্ত গরম হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এই জন্যই হিটসিংক বাদ্ধতা মুলক বলেছি।

    শাওন ভাই .. অনেক ধন্যবাদ একটা মূল্যবান বিষয় তুলেধরার জন্য।

Level 0

ওফফ….. শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ………… খুব সুবিধা হলো আমার….

ইভান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর বিষয় নিয়ে টিউন করার জন্য । সার্কিটটি আসলেই অনেক কাজের । আপনার সর্কিটটি আমার অনেক কাজে লাগবে । মাঝে মাঝে ইলেকট্রনিক্সে কাজ করার জন্য এধরনের একটি সুন্দর মানের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই অনেকদিন ধরে খুঁজছিলাম । ধন্যবাদ এরকম একটি চমৎকার সার্কিট আমাদের সাথে শেয়ার করার জন্য । আশারাখি পরবর্তীতে আরও ভাল ভাল সার্কিট পাবো ।

    Level 0

    তরঙ্গ ভাই……… আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের এই রকম উৎসাহ পেলে ইনশাল্লাহ্‌ আরোও সুন্দর সুন্দর সার্কিট শেয়ার করব।

Level 0

Evan vai
many many thanx for this beautiful tune
can u give a schematic to change current also

Khuv valo hoyece.Ete amar khuv dorkar chilo. Ami eti toiry korbo. Kichu prosno:
1. Valo transformer chenar upay ki?
2. Er kono brand ace & price koto?
Uttor dile circuit toirite subidha hoto & dokandar amake thokate parto na. Dam na janate dokander kichu partser dam diguner besi rakhe, ja onek pore bujhte pari.

Asa kori aro valo tune korben.t

amar aro kicu prosno:
1. 3A bolte fuser manke bujhiyechen? 5K variabler chobi dite parben, orthat eti dekhte koy pa bisisto.
2. Negetive volt ki kaje lage? Gnd jodi negative hoye thake, tobe duti negative pranto dia ki korbo?
Valo thakben.

    Level 0

    ফিরোজ ভাই…. আপনাকে অনেক ধন্যবাদ। উত্তর :
    **আসলে দামটা নির্ভর করছে যে আপনি কত ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করবেন। যেমন : ১২-০-১২ ব্যবহার করছেন আবার একই জিনিস ৬-০-৬ ও ব্যবহার করতে পারেন । সেই ক্ষেত্রে দাম আপনার সর্বনিম্ন ১৫০ থেকে ২৮০ হতে পারে। এইটা বাজারের উপর ডিপেন্ড করছে। আর যখন কিনবেন তখন দুই ভাবে চেক করে নিবেন। ১. লাইন দিয়ে মিটার দিয়ে মেপে দেখবেন এবং ২ . গরম হচ্ছে কিনা। যদি গরম হয় তাহলে না নেয়াই ভালো।
    **৩এ ফিউজ এর মান। ৫কে এর যাইগাতে একটু বেশি যেমন ১০০কে ব্যবহার করবেন। আর দেখতে তিন ঠেং বিশিষ্ঠ ভলিউম এর মত।
    ** আসলে আমরা গ্রাউন্ডটাকে নিগেটিব বলি কিন্তু ওটা নিগেটিব ভোল্টেজ না। কিছু কিছু আইসি আছে যেগুলো নগেটিব ভোল্টেজে একটিভ হয়। সেই জন্য আলাদা ভাবে নিগেটিব ভোল্টেজ লাঘে।
    আশাকরি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম । ধন্যবাদ। কোন প্রশ্ন থাকলে অনশ্যই করতে পারেন। এতে আমি আরো খুশি হবো।

ভাইরে কিভাবে যে এতো কঠিন বিষয় সহজভাবে তুলে ধরেন তা এক আল্লাহ জানেন।

    Level 0

    কেন ভাইয়া ভালো হইনি?????????? 🙁

Level 0

সাইদুল ভাই যদি দয়াকরে আমাদেরকে রিমোট কন্ট্রোল সুইচ বোর্ড এর ডায়াগ্রাম দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। যেটা দিয়ে লাইট, ফ্যান অন অফ করতে পারি। তবে অবশ্যই সেটা ফ্যানের রেগুলেটর সিস্টেম হতে হবে। প্লিজ………….দেখেন একটু চেষ্টা করে দেখেন দিতে পারেন কিনা।

    Level 0

    রনক ভাই,
    আপনার উদ্দেশ্যে বলছি…. আপনি যে রকম চাচ্ছেন ঠিক সেই রকম সার্কিট আমার কাছে আছে । । । এমনকি এইটা বাজারে পাওয়াও যায়। দাম মাত্র ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে।
    ধন্যবাদ.

Kob sondor tune.@feroz bazare transformer kenle jeggas korben je bangladeshi transformer dete.china gola kob baje.kob hit hoe r teke na.dam o kom.r deshi gola dam volt/amp er uopor nervor korbe.ame 6-0-6v400mA 60tk,9-0-9v800mA 200tk,15v2A 500tk dea kence.oftopic:@tuner.apne ke atis a acen.ame uits a vorter chinta vavna korce(mb coment)

carry on boss

ভাই আপিন সাকিটের ছবি গুলো একেছেন যে সফটয়ারটা দিয়ে তার নামটা দয়া করে দিবেন?
বা এর লিংক দিবেন? আপনার অপেক্ষায় রইমাল

115 v আস্ল কই থেকে???? এমন আক্তা আমিও বানাইতেসি তা পিচ তা নেট থেকে direct copy pest করলেন নাকি???

পিচ=pic

Level 0

@Noormohammad Bhuayan
what would be the transformer rating to make 13.5 V dc.

Level 0

ধন্যবাদ ভাই, টিউন টি করার জন্য!!

Level 0

ভাই, সার্কিট-টা কি কিনা যায় না? আর সার্কিট-টা বেস বোর্ডে বসাবো কিভাবে। জিনিস গুলার দাম দিলে ভাল হয়।

LM317 এর পাসে “240” টা কি? (চিত্রে/ধায়াগ্রম এ)

অনেক ধন্যবাদ