আমরা যারা ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করতে খুব ভালোবাসি , বিশেষ করে তাদের জন্য আমার এই প্রথম টিউনটি। বিভিন্ন বই বা ইলেকট্রনিক্স সাইট ঘাটাঘাটি করে আনেক সুন্দর সুন্দর মজার ইলেকট্রনিক্স সার্কিট কালেকশন করে বানাতে বসে যখন দেখা যায় পর্যাপ্ত ভোল্টেজ সাপ্লাই নাই তখন কেমন লাগতে পারে? নিশ্চই চুল ছিরতে ইচ্ছা করে? এই সমস্যা দুর করতে পারি আমরা খুবি সহজে। নিচের সার্কিট টি বানিয়ে নিলেই সমস্যার সমাধান। অল্প খরচের এই ভোল্টেজ সাপ্লাই টি দিয়ে আমরা আমাদের আরো অনেক কাজ সমাধান করতে পারি। তা একটু পরে আলোচনা করছি। চলুন এবার সার্কিটটা দেখি।
সার্কিটটি আসলে খুব সহজ । শুরুতেই আছে একটি ট্রান্সফরমার যা স্টেপ আপ ভোল্টেজ কে স্টেপ ডাউন করছে (যেমন : ২২০ থেকে ২,৫,১০.২০ ইত্যাদি)। ট্রান্সফরমারের সাথে যুক্ত আছে চারটা ডায়ড বিশিষ্ঠ ব্রিজ রেক্টিফায়ার যা এসি ভোল্টেজ কে ডিসি ভোল্টেজে রুপান্তর করছে এবং 1000uf ক্যাপাসিটরটি রেক্টিফায়ার থেকে আসা পালসেটিং ডিসি কে ফিল্টার করে পিওর ডিসি করছে। এই পর্যন্ত আমরা হয়ত সকলেই জানি। তার পরে যে আইসি ব্যবহার করা হয়েছে সেটা হলো LM317 । এই আইসি হলো positive adjustable regulator IC । এর আগে হয়ত আমরা অনেকেই 78xx regulator IC ব্যবহার করেছি। এই দুটির মধে মূল পার্থক্য হলো 78xx IC দ্বারা ভোল্টেজ adjust করা যায় না কিন্তু LM317 IC এর কমন পিন এর সাথে একটি variable resistor ব্যবহার করে এর ইনপুট ভোল্টেজ কে আউটপুটে adjust করা যায় । আউটপুটে সর্বচ্চ ভোল্টেজ নির্ভর করে ট্রান্সফরমারের সের্বচ্চ ভোল্টেজের উপর। এই আইসির মাধ্যমে আমরা ইনপুট ভোল্টেজ কে ১.২ ভোল্ট থেকে সর্বচ্চ ৩৭ ভোল্ট এর মধ্যে adjust করতে পারি।
আর আমাদের আউটপুটে নিগেটিভ ভেল্টেজের প্রয়োজন হলে শুধু মাত্র LM317 এর পরিবর্তে LM337 IC ব্যবহার করতে হবে। এখানে আইসির পিন চিনাটা খুব গুরত্ব পৃর্ন ব্যপার । তাই নিচে আইসির পিন কনফিগারেশন দিয়ে দিলাম।
সকলের সুবিধার্থে কম্পোনেন্টের লিস্ট দিয়ে দিলাম :
১। ট্রান্সফরমার....................................... ১ টা
২। ডায়ড............................................. ৪টা
৩। ক্যাপাসিটর.......................................৩ টা (1000uf, .1uf, 1uf)
৪। LM317/337................................. ১টা
৫।ভেরিএবল রেজিস্টর ........................................১টা (5k/10K/100k)
[বি:দ্রি : ভেরিএবল রেজিস্টর ১০০কে. ব্যবহার করাই ভালো । তাছারা গরম হয়ে রেজিস্টর পুরে যাওয়ার সম্ভাবনা থাকে এরং আইসির সাথে একটি হিট সিংক ব্যবহার করা বাধ্যতা মুলক ]
এই হলো একটা সম্পুর্ন ভেরিএবল ডিসি পাওয়ার সাপ্লাই। এই ভোল্টেজ সাপ্লাই টাকে আমরা যেকোনা মোবাইল চার্জার হিসেবেও ব্যবহার করতে পারব। আর যারা ইইই এর ছাত্র / ছাত্রী আছেন তাদের জন্য এইটা খুবিই কাজের কারন ল্যাব এর কাজ গুলো এখন বাড়িতে বসেও প্রেকটিস করা সম্ভব।
[এইটা আমার প্রথম টিউন। কেমন হলো জানি না । আসা করি ভুল গুলো সবাই ধরিয়ে দিবেন। ]
good