Bizbond IT Ltd বেকারত্ব দুরকরণে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং জব এর সুযোগ দিচ্ছে। প্রশিক্ষণ নিয়ে নিশ্চিত আয় করুন এবং অনলাইনে ক্যারিয়ার গড়ুন। যেটা হচ্ছে CPA Marketing বা Digital Marketing। আর যারা ইতিমধ্যে CPA Marketing বা Digital Marketing এর অভিজ্ঞতা রয়েছে তাদের সরাসরি নিয়োগের সুযোগ থাকছে।
এছাড়াও Bizbond IT Ltd এ রয়েছে YouTube Marketing, Web Design & Development, Graphic Design এ কোর্স করার ব্যবস্থা।
আর আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং জব বিস্তারিত জানতে পারবেন এবং সরাসরি রেজিস্ট্রেশন করাতে পারবেন। তবে রেজিস্ট্রেশন করার আগে আমার ফেসবুক পেইজে যোগাযোগ করলে আমি আমার "রেফার কোড দিব"। রেজিস্ট্রেশন করার সময় এই "রেফার কোড" ব্যবহার করে মাত্র ২০% প্রশিক্ষণ ফি দিয়ে ক্লাস শুরু করতে পারবেন ও বাকি ৮০% টাকাই আয়/বেতন থেকে পরিশোধ করা যাবে। (বিস্তারিত জানার জন্য নিচের ফরমটিতে ফ্রি রেজিস্ট্রেশন করুন)
আমাদের অফিস ঠিকানা - BizBond It Ltd, কক্ষ নং# ২০৮, ২০৯ (২য় তলা),
আর এইচ হোম সেন্টার (গ্রীন সুপার মার্কেট এর বিপরীত পাশে)
গ্রীন রোড, ফার্মগেট (বাস থেকে ফার্মগেট মোড় এ নামতে হবে)
ঢাকা, বাংলাদেশ।
বিস্তারিত জানার জন্য নিচের ফরমটিতে ফ্রি রেজিস্ট্রেশন করুন। (রেজিস্ট্রেশন করে আমার ফেইসবুক পেইজে আপনার নাম লিখে মেসেজ দিয়ে রাখুন)।
রেজিস্ট্রেশন ফরম-
* রেজিস্ট্রেশন ফরম ফিল আপ না করতে পারতে আমার ফেসবুক পেইজে - লাইক দিয়ে আপনার আপনার নাম মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা লিখে মেসেজ করুন।
আমার ফেসবুক পেইজ- চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি
ধন্যবাদ।
আমি রাশেদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।