~আজকে আমি আপনাদের এমন একটি জিনিসের সাথে পরিচয় করিয়ে দিবো যা হয়ত কিনার জন্য কখনো চিন্তা করেছেন বা এখনও চিন্তা করছেন।
আপনি অবস্যই আপেল এর AIRPOD বা SAMSUNG এর Galaxy Buds এর কথা শুনেছেন তবে এগুলো কেনার জন্য এত টাকা লাগবে যা শুনে হয়ত আপনি কিছুটা হতাশ বা কিনার আগ্রহ কমে গেছে তাহলে আপনি টিক টিউনে আছেন।
APPLE বা SAMSUNG এর WIRELESS EARPODS OR AIRBUDS এর কথা চিন্তা করে এবং আমাদের মত যারা এত টাকা দিয়ে এগুলো কেনার ইচ্চা নাই তাদের কথা চিন্তা করেই কিছু ভালো চায়নিজ কোম্পানি কম দামে ভালো সাউন্ড এবং লম্বা ধারণক্ষমতা সম্পন্ন BETTARY দিয়ে অনেক AIRBUDS বাজারে নিয়ে এসেছে।
তার মাঝে আমার যেটা বেশি ভালো লেগেছে এবং এর দামের দিক দিয়ে সাথের সবাইকে পিছিয়ে রেখেছে সেটা হলো QCY এর T2C।
এটা Bluetooth 5.0 সাথে 800mah এর Li-ion Bettary সম্পন্ন Charging Case যা আপনাকে বার বার Charing করা থেকে মুক্ত করবে।
সাথে দুটি AirBuds এ এর Bettary ধারনক্ষমতা 50mah
এখন আসুন এর AirBuds গুলার কথা বলা যাক।
তাহলে প্রথমে এর Build Quality নিয়ে কথা বলতে হবে, এর Quality নিয়ে আমি Satisfied এবং এর Bettary নিয়েও।
প্রতিটি Airbuds আপনাকে একসাথে টানা ৩/৪ ঘন্টা একবার ফুল Charge এ গান শুনা বা কথা বলতে পারবেন।
এবং এর Case দিয়ে আপনি ৬/৭ বার Charge করতে পারবেন যা অন্য Airbud গুলা দিয়ে অক্ষম।
এখন আসি এর Sound নিয়ে। হয়ত শুনে থাকবেন যে ছোট মরিচের ঝাল বেশি এটা তেমন ই। এই Airbuds এর Sound যথেষ্ট ভালো এবং এর Bass and Trible এর সঠিক ব্যবহার আপনাকে মুগ্ধ করবে।
সব শেষে বলা যায় যে এর দাম সম্পর্কে আমি এগুলা কিনতে খরচ হয়েছে ২৫০০Tk Delivery সহ। এবং গত ২ সপ্তাহ থেকে আমি নিয়মিত ব্যবহার করছি।
নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার Facebook Account এ https://www.facebook.com/Emon972
এইটা নিয়ে আমার করা একটি Video দেখতে পারেন https://youtu.be/5fCZ4qM5eH8
আমি ইমন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।