সাইন্স অনেক উন্নতি করে নিয়েছে, যার জন্য বিশ্বে অনেক বড় বড় আবিস্কার হচ্ছে যাচ্ছে। যার সাহায্যে মানুষ তার জীবন যাপন খুব সহজেই করতে পারছে। কিন্তু আমি আজ আপনাদের এমন একটি আবিস্কার এর কথা বলব যার জন্য সাধারণ মানুষও আজকের দিনে এসির মজা নিতে পারবে। বিদিশি তথ্য অনুসারে জার্মানি র দুইজন বিঞ্জানী কঠোর পরিশ্রম করার পর এই ছোট এসি টি তৈরি করেছে।
গরম এর সময়ে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়। কুলিং একটি লিমিট পর্যন্ত আমাদের ঘর কে ঠাণ্ডা করতে পারে। আর এসির খরচ বহন করা সবার সাধ্যের মধ্যে থাকে না। এই সময় যদি আপনি একটি ছোট এসি এবং সস্তা এসি পেয়ে যান তাহলে কেমন হবে।
এভাপোলার নামক এই ছোট এসি কে এইসময় পৃথিবীর সব চেয়ে ছোট এবং বেটার একটি এসি হিসেবে মানা হচ্ছে। সবচেয়ে মজাদার কথা হল এই যে এটাকে আপনি ব্লুতুথ স্পিকার এর মত যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারেন। এর সাথে এই এসি খুবই কম বিদ্যুৎ বিল খায়। এর জন্য আপনারা এটা ভাববেন না যে এটা কুলিং কম করে। এই ছোট এসি ৪০ স্কোয়ার মিটার ঘর কে একদম ঠাণ্ডা করতে পারে। এছাড়া এটি হওয়া কেও পরিষ্কার করে।
আরো পড়ুন:- Blog Post এর জন্য Free Stock Images কোথা থেকে পাবেন?
এর মানে এটা আপনার জন্য পরিষ্কার এবং ঠাণ্ডা হাওয়া প্রদান করে। এই এসি টিকে চালানো খুব একটি মুশকিল কাজ না, আপনি খুবই সহজে এটি কে চালাতে পারবেন। ইউএসবী কেবল এর মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ এর সাথে কানেক্ট করে এটিকে চালাতে পারবেন। সাথে এই এসির তাপমাত্রা কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। হাওয়ার এর দিক পরিবর্তন করার জন্য এই এসি তে ঘুরার জন্য ব্লেড লাগানো আছে। এছাড়া এই এসি তে তিন গুন স্পীড বালা একটি পাখাও দেওয়া আছে। এটিকে আপনি আপনার আবশক্যতা অনুসারে কম বেশি করতে পারেন। এই এসি চার ঘন্টা পর্যন্ত টানা কাজ করতে পারে। এটি আলাদা আলাদা রঙে এখন অনলাইন এ পাওয়া যাচ্ছে। আপনি এই এসি টিকে মাত্র ৩৭০০ টাকায় অনলাইন থেকে কিনতে পারবেন।
বন্ধুরা আমি আশা করছি আমার দেওয়া এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আমাকে ফলো করতে ভুলবেন না। টিউন টি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। এই টিউন টিকে অবশ্যই জোশ করুন যাতে এই টিউন টি সবাই দেখতে পায়।
আমি দীপঙ্কর মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a Digital Marketer. I live in Raghunathganj small town Of Murshidabad district of West Bengal State Of India country.