এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের ডিসপ্লের ওপরে জলের বিন্দুর মতো ছোট নচ। কোম্পানি জানিয়েছে Oppo F9 ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 90.8 শতাংশ। F9ফোনের ভিতরে MediaTek Helio P60 চিপসেট ব্যবহার করেছে Oppo। সম্প্রতি একাধিক রিপোর্টে জানা গিয়েছে শিঘ্রই Oppo F9 Pro লঞ্চ করভে চিনের কোম্পানিটি। তবে মনে করা হচ্ছে ভারতে Oppo F9 ফোনের নাম হতে চলেছে Oppo F9 Pro। 6.3 ইঞ্চি ডিসপ্লে সহ Oppo F9 এ থাকবে VOOC ফাস্ট চার্জিং আর ডিসপ্লের উপরে ছোট কালো নচ।
ডুয়াল সিম Oppo F9 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন চলবে। Oppo F9এ রয়েছে একটি 6.3 ইঞ্চি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি জলের বিন্দুর মতো ছোট নচ দেখা যাবে। Oppo F9 এর ভিতরে থাকবে একটি MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo F9 ফোনে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য থাকবে একটি 25MP ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আরও ভালো করএ তুলতে পারবেন Oppo F9।
কানেক্টিভিটির জন্য Oppo F9 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। F9 এ একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Oppo। VOOC ফ্ল্যাশ চার্জের মাধ্যমে জলদি Oppo F9 কে চার্জ করে নেওয়া যাবে।
আমি হাসিবুর রহমান। CEO, Ruchishil, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।