Time amp Attendance Device Access Control Session: 02

ফিঙ্গারপ্রিন্ট ভিভাইসের সাথে কিছু ভিভাইস ইন্টারফেস করে আমরা দরজা লক, আনলক করতে পারি। তা নিয়ে আজকের পোস্টটিতে আলোচনা করবো। চিত্রে ডিভাইসের পিছনের অংশে Access Control নামে একটা অংশ মার্ক করা আছে। Access Control হলো ডিভাইসের মাধ্যমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা। Access Control এ যে ডিভাইসগুলো এক্সট্রা ভিভাইসের সাথে ইন্টারফেস করা হয় সেগুলো হল 1.Magnetic Lock (One way, Both way), 2.Exit Switch, 3.Finger reader 4. Door Bell. Access Control ব্যবহার করলে Power Supply ১২ ভোল্ট, ৩ এম্পিয়ার এর হতে হবে। ১.৫ এম্পিয়ার Power Supply ব্যবহার করলে সবগুলো ডিভাইসে পারফেক্টলি কারেন্ট পৌঁছাতে পারবে না। তারপর ডায়াগ্রাম অনুযায়ী Connection করে কার্য সম্পাদনে প্রস্তুত করতে হবে। ব্যবহারঃ কোন অফিসে ঢুকতে গেলে প্রথমে দরজা লক অবস্থায় থাকবে। দরজার পাশে ডিভাইসে আগে আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট Assign বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি যদি ফেইস ডিটেকশন করে, RFID Card পাঞ্চ করে অথবা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে চান, সেক্ষেত্রেও আপনাকে আগে Assign করে নিতে হবে। তারপর ফিঙ্গারপ্রিন্ট, কার্ড পাঞ্চ, পাসওয়ার্ড, ফেইস ডিটেকশনের যেকোনো একটি মিলিয়ে নিলে সাথে সাথে দরজার লক খুলে যাবে এবং আপনি প্রবেশ করতে পারবেন।

-মু. আনিসুর রহমান জুয়েল।

Level 1

আমি আনিসুর রহমান জুয়েল। Senior Engineer, Signal Technology & Engineering Ltd., Dhaka-1207। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস