Time amp Attendance Device Access ControlSession: 01

Time & Attendance Device

টাইম এন্ড এটেন্ডেন্স ডিভাইসের মাধ্যমে সময়ের ব্যাবধানে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, পাঞ্চ কার্ড, ফেইস ডিটেকশন করে এটেন্ডেন্স নেয়া হয়। তাছাড়া এই ডিভাইসে সিঙ্গক্রোনাইজ করে দরজা লক করে রাখা যায়। এতে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া দরজা খুলতে পারবে না। আমরা বিভিন্ন প্রজেক্ট ফেয়ারে নানারকম সিকিউরিটি নিয়ে নানা রকম প্রজেক্ট দেখি। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সাপ্লাই দেয়ার জন্য বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানি বিভিন্ন কেটাগরির ডিভাইস বাজারজাত করে থাকে। বিভিন্ন কর্পোরেট অফিস, কলকারখানা, স্কুল, কলেজে এ ডিভাইস ব্যবহার করা হয়। এ ডিভাইসে 12 Volt. (1.5A -3 A) Power Supply ব্যবহার করা হয়। নির্দিষ্ট Software থেকে ডাটাগুলো ডাওনলোড করে সংরক্ষণ করা যায়। শুধুমাত্র এটেন্ডেন্স এর তথ্য দেখতে হলে ডিভাইসে পাওয়ার সাপ্লাই এবং নির্দিষ্ট নেটওয়ার্ক সুইচ থেকে একটা নেটওয়ার্ক লাইন এসে ডিভাইসে কানেক্ট করে দিলে কানেকশন কমপ্লিট হয়ে যাবে।

আর দরজা লক/ আনলক নিয়ে কাল আরেকটা টিউন করবো। সে পর্যন্ত সাথে থাকুন।

-মু. আনিসুর রহমান জুয়েল।

Level 1

আমি আনিসুর রহমান জুয়েল। Senior Engineer, Signal Technology & Engineering Ltd., Dhaka-1207। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস