হাতে হাতে ব্যবসা ছাত্রদের জন্য

 

টাকা ছাড়া ব্যবসা হয় না, এটা আমরা সবাই জানি, আবার টাকা থাকলেও যে, ব্যবসা করে রাতারাতি বড়লোক হওয়া যায় সে চিন্তা করাও বোকামি। বর্তমান বাংলাদেশে কর্মসংস্থান একটি বড় সমস্যা। এ সমস্যা মোকাবেলা করা বেশ কঠিন। তবে চেষ্টা থাকলে আর একটু বুদ্ধি খরচ  করলে আপনার পকেট মানি যুটে যাবে ইনশাআল্লাহ!

 

তো আজকের যে বিষয় তা হলো.

মাত্র ৫৯০ টাকাই নকিয়া ফোনের ব্যবসা.

নিচে. ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য ও অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হলো।

 

মোবাইল ফোনের  গুরুত্ব নতুন করে জাহির করার কিছু নেই, এটি প্রতিটি মানুষের কাছে গ্রহনযোগ্য হওয়াই সহজেই বিক্রি করা য়ায়.। ছাত্র ছাত্রীরা ইচ্ছা করলে ২-৫ টা ফোন এমনিতেই বিক্রি করতে পারে।

ব্যবসা করতে কত টাকা লাগবে?
আপনার সর্বনিম্ন মুলধন লাগবে 3x590 = 1770+100 =1870 টাকা মাত্র।

হিসাবের অর্থ ৩ টি ফোনের পাইকারি মূল্য- ১৭৭০ আর কুরিয়ার খরচ ১০০ টাকা মোট= ১৮৭০ টাকা।

বি:দ্র - ফোনের মুল্য কুরিয়ারে পাওয়ার পর পরিশোধ করতে চাইলে. অগ্রীম ২৪০ টাকা বিকাশ করতে হবে, এবং মোট মুল্য থেকে বাদ দিয়ে হিসাব হবে। এবং প্রতিটি ফোন ৬৩০ টাকা হারে প্রযোজ্য হবে। কিন্তু নগদ টাকাই কিনলে ৫৯০ টাকা হারে পড়বে।

এটি মুলত পাইকারি মুল্য, বাজারে এত কম দামে কোন দোকানদার হয়ত ফোন বিক্রি করে না। কারন তাদের অনেক বাড়তি খরচ মাথাপিছু খরচ টা বাড়িয়ে দেয়।

ফোনের পরিচয়
এবারে আসি ফোনের কথায়.

Phone Name-  NOKIA

Model - 1280

DISPLAY Type -  Monochrome graphic

Size -1.36 inches, 5.6 cm2

Resolution -96 x 68 pixels (~87 ppi density)

CAMERA - No

Loudspeaker -Yes

BATTERY -Removable Li-Ion 800 mAh battery (BL-5CB)

Stand-by -Up to 528 h

Talk time -Up to 8 h 30 min

MISC -Colors

Black, Gray, Blue, Orchid

No  warranty card.

ছবি:১

Small business for student bangladesh
কার কাছে পাবেন
যারা ঢাকা শহরের বাইরে থাকেন তারা

কুরিয়ার সাভির্সের মাধ্যমে পেতে যোগাযোগ করতে পারেন।

মো: আরিফ হোসেন

০১৭৬৮৮৮৫৫৫০

 

ইলেকট্রনিক্স এর অনেক ছোট খাট ব্যবসার তথ্য নিয়ে আবার দেখা হবে।

ভাল থাকু, সুস্থ থাকুন, মাদক থেকে দুরে থাকতে  নামাজ পড়ুন।

Level 3

আমি আরিফ মালিথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস