জেনে নিন ওয়াশিং মেশিন এ কোন ৫টি ভুল করা যাবেনা!

ওয়াশিং মেশিন একটি বিস্ময়কর আবিষ্কার হলেও ভালো ব্রান্ডের একটি ওয়াশিং মেশিন কেনার জন্য আমাদের বেতনের ভালো একটা অংশই ব্যয় করতে হয়। তাছাড়া ওয়াশিং মেশিন সপ্তাহে বা মাসে একবার কেনার সরঞ্জাম না। তাই ওয়াশিং মেশিন সঠিকভাবে ব্যবহারের জন্য আমাদের বেশকিছু বিষয় খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেই সেই বিষয়গুলো কি হতে পারে-

 

১. কাপড়ের গায়ের ট্যাগ ফলো না করা

transcom digital bd

নতুন ওয়াশিং মেশিন কাপড় ধোঁয়ায় কাজ আরো সহজ করে তুলেছে। কিন্তু ওয়াশিং মেশিন এখনও কাপড়ের ট্যাগ এ দেয়া নির্দেশনাগুলো পড়তে পারে না তাই সে নির্দেশনাগুলো আমাদের বুঝে নিয়ে সঠিক সেটিংস নির্বাচন করতে হবে। ভালো ব্র্যান্ড এর জামাকাপড়ে সাধারণত একটি ট্যাগ দেয়া থাকে যেখানে তারা ধোয়ার জন্য কিছু নির্দেশনা উল্লেখ করে দেয়। নির্দেশনাগুলো না মানলে আপনার ওয়াশিং মেশিনের ক্ষতি হতে পারে।

 

২. মেশিনে ভুল সেটিংস নির্বাচন করা

transcom digital bd

এটা সত্য যে আমাদের পোশাকগুলি নরমাল টাইপ সেটটিংসে ও সঠিকভাবে ধোয়া যেতে পারে কিন্তু লংটাইমে এ নিয়মে ধুলে অনেক ক্ষতি হতে পারে। একটা ভুল আমরা কম বেশি সবাই করে থাকি যেটা হলো ওয়াশিং মেশিনে একই সেটিংস এ জামাকাপড় ধুয়ে ফেলি কোন নির্দেশনা খেয়েল না করে যার ফলে আমাদের জামাকাপড়ে ক্ষতি ত হবেই সাথে ওয়াশিং মেশিনটিও দীর্ঘস্থায়ী হবেনা।

 

৩. অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করা

transcom digital bd washing machine

আপনার জামাকাপড় যদি অতিরিক্ত ময়লা হয় তাহলে আপনি এতে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন? অবশ্যই না, অতিরিক্ত ময়লা হলে যে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করতে হবে এমন কোন নিয়ম নেই। এর চেয়ে ভালো স্বাভাবিক পরিমানে দু'বার ওয়াশ করা। অনেক মেশিন একটি prewash সেটিংস থাকে যা ব্যবহার করা যেতে পারে। আমাদের নতুন ওয়াশিং মেশিনগুলি ডিজাইন করা হয়েছে বিদ্যুৎ এবং পানি অপচয় রোধের কথা মাথায় রেখে। তাই অতিরিক্ত ডিটারজেন্ট সঠিক পরিমান পানি সরবরাহের সাথে সঠিকভাবে ধুতে পারবেনা।

 

৪. মেশিনের ভিতরে ভিজা কাপড় রেখে দেয়া

transcom digital bd

ওয়াশিং মেশিনে ভেজা কাপড় রেখে দিলে কাপড়ে গন্ধ হয়ে যায় এমনকি রং ছড়িয়ে এক কাপড়ের সাথে আরেকটায় লেগে যায়। তাছাড়া ভিজা কাপড় বেশিক্ষন রেখে দিলে ওয়াশিং মেশিনে জং ধরার সম্ভাবনা থাকে এবং এর কার্যক্ষমতাও কমতে থাকে।

 

৫. মেশিনে একসাথে অনেক বেশি কাপড় দেয়া

transcom digital bd

ওয়াশিং মেশিনে একটি নির্দিষ্ট পরিমান কাপড় ধোয়াই উত্তম। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি সময় বাঁচানোর জন্য মেশিনে এ অনেক কাপড় একসাথে দিয়ে দেই। যার ফলে ওয়াশিং মেশিনে  মারাত্মক প্রভাব ফেলে। তাই আমাদের উচিত জামাকাপড় বেশি হলে মেশিনে পরিমাণমতো কাপড় দিয়ে দু'বার বা এর অধিক ওয়াশ করে নেয়া।

 

ওয়াশিং মেশিন আমাদের জীবনকে আরো আরামদায়ক করে তুলেছে তাই আমাদের উচিত এর সঠিক ব্যবহার করা। উপরের ভুলগুলো না করলে ওয়াশিং মেশিনে অনেকদিন টিকে থাকবে। ভালো ব্রান্ডের এবং বেস্ট দামের ওয়াশিং মেশিনে কিনতে একবার ঢু মেরে আসতে পারেন ট্রান্সকমেডিজিটাল.কম এ।

Level 0

আমি আশা মনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস