লিক ও গুজবে ভরা মাস যা মনে হয় ওয়ানপ্লাস সিক্স Oneplus 6 থেকেই এসেছে। অবশেষে অফিসিয়ালি লঞ্চ হল মেশিন কিলার ওয়ানপ্লাস সিক্স Oneplus 6। ওয়ানপ্লাস সিক্স Oneplus 6 তাদের এই মেশিন কিলার ডিভাইসটি আজকে লঞ্চ করেছে। অবশেষে আমরা জানতে পারব ওয়ানপ্লাস সিক্স Oneplus 6 সম্পর্কে কিছু। চল এক ফলকে দেখে আসি কি কি রয়েছে ওয়ানপ্লাস সিক্স Oneplus 6 এর মধ্যে।
সম্ভত সবচেয়ে বেশি কথা হচ্ছিল ওয়ানপ্লাস সিক্স Oneplus 6 এর বডি নিয়ে। কি হবে বডি? কেমন হবে? কার কাছে কেমন লাগবে? এইসব প্রশ্নর জবাব দিয়ে দিল ওয়ানপ্লাস সিক্স Oneplus 6। ২০১৮ সাল টা হচ্ছে নচ এর সময়। সকল ফনের মত ওয়ানপ্লাস সিক্স ও ফলো করল নচ কে। ওয়ানপ্লাস সিক্স Oneplus 6 এর থিকনেস হচ্ছে
চলুন এবার জেনে নিই এর ডিসপ্লে সম্পর্কে
ডিসপ্লে তেমন একটা শার্প না হলেও এর ব্রাইটনেস, কালার, কন্ট্রাস্ট ছিল বর্তমান যুগ হিসেবে এক কথাই চোঁখ ধাঁধানো। এই বছর টি তেমন কিছু ভিন্ন না। কিন্তু ধন্যবাদ নচ কে। এর রেজোলিউশান ২২৮০x১০৮০ মানে এর পিক্সেল ডেন্সিটি ৪০১ পিপিআই। ডিসপ্লেটি এমলেড হওয়ায় এটা অনেক ভিভিড এবং কন্ট্রাস্ট লেভেল ও অনেক ভাল।
এখন আসি মূল কথাই। এর হার্ডওয়্যার কে নিয়ে। বছর এর শুরু তেই গুজব চলছিল ওয়ানপ্লাসে এটা থাকবে ওটা থাকবে। চল দেখে আসি ওয়ানপ্লাস এর হার্ডওয়্যার সম্পর্কে।
এখন আসি এই ডিভাইসের এর মূল জিনিসটা তে এর ক্যামেরায়। ক্যামেরা হিসেবে রিয়ার এ ব্যবহার করা হয়ছে ১৬+২০ মেগাপিক্সেল এর ডুয়াল রিয়ার ক্যামেরা। দুটি ক্যামেরাতেই ওআইএস ব্যবহার করা হয়েছে। দুটোই এফ ১.৭ এর লেন্স ব্যবহার করা হয়েছে। যার মানে ছবি গুল আর শার্প হবে। যখন লাইটিং এ সমস্যা থাকে অথবা যদি কারো হাত কাপে ছবি তলার সময় তখন ও এটা ভাল মানের ছবি আপনার জন্য তুলে দিবে।
অনেক তো হল হার্ডওয়্যার এর কথা এখন আসি সফটওয়্যার এর কথাই।
এখন সবচেয়ে বড় বিষয় এর মূল্য কত। ওয়ানপ্লাস অ্যাগের চেয়ে মূল্য একটু বাড়িয়ে দিয়েছে।
আমার মতে বাংলাদেশে এটার প্রাইস পড়বে ৳৫০-৳৫৫ হাজার এর মধ্যে।
অবশেষে আমরা যারা এই মোবাইলে টি কিনতে চাই তাদের এই ফ্লাগশিপ ফোনটি বাংলাদেশ থেকে পেতে ১ সপ্তাহ লাগতে পারে।
এটা আমার প্রথম টিউন।
আমি পলাশ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রিয় পলাশ আহমেদ,
টেকটিউনসে অরিজিনাল ও ইউনিক টিউন করার জন্য আপনাকে টেকটিউনস থেকে ‘রাইজিং কোয়ালিটি টিউনার’ ব্যাজ প্রদান করা হলো। আপনি এরকম মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করলে টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করতে পারবেন।
ট্রাসটেড টিউনার হতে ও ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:
১. প্রথমত আপনার টিউন হতে হবে অরিজিনাল কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্টকে টিউনস এ অনিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় তা জানুন এখান থেকে।
২. আপনার টিউন হতে হবে কপি পেস্ট কন্টেন্ট মুক্ত। টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। যো কোন টিউনে একটি বাক্যও কপি পেস্ট হলে আপনি আপনার ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেনা।
৪. আপনার টিউনের গড় শব্দ সংখ্যা হতে হবে ৪০০। আপনার টিউনের গড় শব্দ ৮০০ হলে আপনি স্প্যাশাল ব্যাজ পাবেন।
৩. আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক
আপনার কোন একটি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ বাতিল হয়ে যাবে।
টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাবেন:
১. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি টেকটিউনসের মনিটাইজেশন প্রোগোামের মাধ্যমে টিউন, ভিডিও টিউন, অডিও টিউন, ফটো টিউন তৈরি করে নিয়মিত আর্ন করতে পারবেন।
২. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনসে প্রকাশের সাথে সাথে টেকটিউনসের সকল সৌশল চ্যানেল গুলোতে সাথে সাথে স্বয়ক্রিয় ভাবে প্রকাশিত হবে।
৩. আপনার টিউনের টিউন র্যাংক স্বয়ংক্রিয় ভাবে বৃদ্ধি পাবে।
৪. টেকটিউনস মনিটাইজেশন টিম এর প্রতি শনিবার আয়োজিত নিয়মিত মিটিং এ অংশ গ্রহণ করতে পারবেন। ডিজিটাল কন্টেন্ট তেরির নিত্যনতুন বিষয় নিয় আড্ডা, আলোচনা, বেইন স্ট্রমিং করতে পারবেন।
টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
আপনি ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, ভিজিটর এনগেজিং কন্টেন্ট ও শিরোনাম যুক্ত, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত ইউনিক ১০ টি টিউন প্রকাশ করলে টেকটিউনস থেকে আপনাকে ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ দেওয়া হবে এবং আপনার একাউন্টে টেকটিউনস মনিটাইজেশন চালু করে দেওয়া হবে। টেকটিউনস মনিটাইজেশন চালু হলে আপনি স্ট্যান্ডার্ড টিউন (টিউন), ভিডিও টিউন (ভিউন), অডিও টিউন (ওউন), ফটো টিউন (ফিউন) তৈরি করে টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন এবং আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা উত্তলোন করতে পারবেন।
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।