যে কোন হেডফোন কে Blutooth Wireless বানাবেন একটি ডিভাইস এর মাধ্যমে

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি  সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সাথে একটি Device রিভিউ করব।

ডিভাইসটির নাম হল Blutooth receiver

আপনার হয়তবা একটু অবাক হয়েছেন এটা আবার কেমন ডিভাইস  যে একটা সাধারণ হেডফোন কে Blutooth হেডফোন পরিণত করবে।

হ্যা এটাই সত্য যে এই ধরনের ডিভাইস অনেক আগেই বের হয়েছে। আর এই ডিভাইস টি আমি নিজেই ব্যবহার করছি।

এবং ব্যবহার করে অনেক মজাই পাচ্ছি। তাই ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করি।

Specification

Bluetooth version: 4.2

Battery: 3.7V  60mAh

Charging power: 5V/80mAh

Tramsmit distance: about 10m

Frequency: 2.4GHz

Conversation time: about 2h

Music playing time: About 2.5h

Standby time: About 80h
 কিভাবে এই ডিভাইসটি ব্যবহার করবেনঃ
যে কোন সাধারণ হেডফোন এর সাথে আপনি এই ডিভাইসটি কানেক্ট করতে পারবেন।

মোবাইল, আইফোন, আইপেড ল্যাপটপ এবং এমপ্লিফায়ার এর সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন কোন রকম জামালা ছাড়াই।

আপনারা এই ডিভাইস ৩.৫ ইন্টারফেস, সাউন্ড কমান্ড, বাড়ানোর জন্য বলিওম বাটন পাবেন।

নেস্ট ও প্রিবিয়াস বাটন, কল রিসিভ, কল কাটতে এবং পাওয়ার অন, অফ সুইচ ও পাবেন। আরো পাবেন যে কোন USB চার্জার দিয়া চার্জ দেওয়ার সুবিধা

এই ডিভাইস টি ভিবিন্ন আইটি সোপে পাবেন, তবে দাম একটু বেশি পরবে।

তবে আপনি Aliexpress, amazon, Banggood.com থেকে নিলে (৩৫০-400) টাকার মধ্যেই পাবেন।

Level 2

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস