ভূমিকম্প !!! নিজেই তৈরি করুন ভূমিকম্প সর্তকতা এলার্ম। A Project by .EXE

এশিয়ার প্রথম সম্পূর্ণ বাংলা হ্যাকিং টিউটোরিয়াল ইবুক... আসছে খুব শীঘ্রই।


বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ জাপানের যে করুন অবস্থা হয়েছে তা যে আমাদের দেশে হবে না তার কোন নিশ্চয়তা নেই। প্রায় ৩৩ ফুট উচ্চতার সুনামি ১০ লাখ মানুষের সর্বশান্ত আর দেড়শ বছরের ইতিহাস রচনা করেছে এই ভূমিকম্প। জাপানে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার খুব কাছাকাছি মাত্রায় কিন্তু আমাদের দেশেও হয়েছে। তাই হাত-পা গুটিয়ে থাকলে হবে, সময় এসেছে আমাদের নিজেদের সচেতন হবার। ঐই বিষয় নিয়ে আজ সন্ধ্যায় আমার ল্যাবোটরিতে গিয়ে চিন্তা করলাম। হঠা করে মাথায় একটা প্রজেক্ট আসলো। তাই বসে গেলাম প্রজেক্ট ডিজাইন করতে। তাহলে আসুন দেখি কিভাবে বানাতে হবে এই প্রজেক্ট !

যা যা প্রয়োজনঃ

  1. একটি 3.5v ব্যাটারি। মোবাইলের ব্যাটারিও ব্যবহার করতে পারেন।
  2. একটি ধাতব নল বা কলমের স্প্রিং।
  3. একটী ছোট সুঁই
  4. একটি L.E.D লাইট
  5. কাগজের শক্ত বোর্ড বা কাগজের কার্ড
  6. ছোট প্লাস্টিকের কৈটা। ( সিরাপের ভিতরে থাকে )

যেভাবে তৈরি করতে হবেঃ

প্রথমে আপনাকে কার্ডের উপরে একটি ধাতব নল বা কলমের স্প্রিং আঠা দিয়ে সোজা করে লাগাতে হবে এবং এর শেষ প্রান্তের সাথে তামার চিকন তার সংযোগ করতে হবে।

এবার ছোট প্লাস্টিকের কৈটা এর তলার ঠিক মাঝখানে একটি ছোট সুঁই দিয়ে ফুঁটো করতে হবে এবং সুঁইটি ভিতরে ডুকিয়ে দিয়ে এর শেষ প্রান্তে তামার তার দিয়ে তা মুক্ত ভাবে ঝুলিয়ে দিতে হবে। এবার এই সুঁই সহ কৈটা ধাতব নল বা কলমের স্প্রিং এর মাঝ বরাবর বসাতে হবে। খেয়াল রাখতে হবে যেন সুঁইটি স্প্রিং এর মাঝ বরাবর মুক্ত অবস্থায় থাকে।

এবার ধাতব নলের সাথে একটি LED লাইটের এক প্রান্ত সংযোগ করি এবং LED লাইটের অপর প্রান্তে তামার তার দিয়ে ব্যাটারির এক প্রান্তে সংযোগ করি। এখন সুঁই এর সাথে সংযোগ থাকা তামার তারকে ব্যাটারির অপর প্রান্তের সাথে জুড়ে দেই। ব্যাস তৈরি হয়ে গেল ভূমিকম্প শর্তকতা এলার্ম। এটিকে আপনি কলিং বেল যোগ করতে পারেন এজন্য ব্যাটারির পরিবর্তে কলিং বেল এর দুইটি তার যোগ করতে হবে।

সুবিধা সমূহঃ

১। জোড়ে বাতাস হলে এটি বিনা কারনে এলার্ম দিতে পারবে না।
২। কেবল মাত্র ভূমিকম্প হলে বা কোন কারনে ভূমি কাঁপলে এটি সর্তকতা এলার্ম দিবে।
৩। এটি তৈরি করতে ২০-৩০ টাকা লাগবে ( কলিং বেল ছাড়া )
৪। এটি যে কেউ তৈরি করতে পারবে এবং নিজে ইচ্ছে মতন আপডেট করতে পারে।

বিদ্রঃ এই যন্ত্রটি অবশ্যই সমতল কোন স্থানে রাখতে হবে। এজন্য টিভির উপরেও রাখতে পারেন।

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
— মাইক্রোহ্যাকার আলমাস।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Fatafati tune.soja preote

valo post

জাপানের মত ভূমিকম্প হলে তোমার দেয়া ফর্মূলা অনুযায়ী এ্যালার্ম বাতি জ্বলবে ঠিকই কিন্তু জীবন বাতি যে আমার নিভে যাবে তাতে কোন সন্দেহ নেই।সুন্দর হয়েছে আলমাস।ভালো লাগছে যে তুমি টিউন করছো।

Level 0

জাপানের মতো ভুমি কম্প হলে লাশ গুনার জন্য অবশ্যই ঢাকায় যেতে হবে ? তবে কাদের যেতে হবে ? যারা মানে আমরা গ্রামে পড়ে আছে যেখানে ভাঙ্গার মতো কোন কিছু নেই সেখান থেকে। টিউনটা সুন্দর হয়েছে বড় করে ধন্য বাদ দিলাম। তবে বই খানা কবে প্রকাশ করছেন?

Level 0

গুড থট আলমাস
অনেক আবিষ্কারের নেশা পেয়ে বসুক তাই চাই 🙂

টিউনটা ভাল হয়েছে । চালিয়ে য়াও । ছোট প্রজেক্ট বলে অবহেলা করা উচিত না । হয়ত অদূর ভবিষ্যতে এমনও প্রযুক্তি আবিষ্কার হবে যা ভূমিকম্প সর্তকতা এলার্ম কয়েক ঘন্টা আগেই বাজবে ।

অনেক সহজ উপায়।ধন্যবাদ তোমাকে।

বিজ্ঞানি সাহেব ভাল লাগলো চালিয়ে যান ধন্যবাদ।

আলমাস ভাই আপানার প্রোজেক্ট গুলোর মধ্যে এটাই শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে…………………………. এত কিছু মাথায় আসে কেমনে? আমারতো…..

Level New

just awesome almas vai, prio te direct, many many thanks.
one thing, "এটিকে আপনি কলিং বেল যোগ করতে পারেন এজন্য ব্যাটারির পরিবর্তে কলিং বেল এর দুইটি তার যোগ করতে হবে।" I think it should be calling bell instead of LED light, anyways thanks.

সোজা প্রিয়তে সেন্ড দিসি………

khub valo hoiecheee.

দারুন…………….

are,a ki apni to DR.Kudrat e Khoda.

ভূমিকম্পকে ব্যাপক ভয় পাই। আমি আবার ৬ তালায়। আমার ৭ তলা বিল্ডিং বেশি কাপে।

টিউনটা সুন্দর হয়েছে

Almash vhi apner vumikompo alarm vimikomper koto khn aga alarm diba?

Level 0

আজ ১৮ সেপ্টেমবর ভূমিকম্প হইল। তাই বুঝতে পারতেছি আপনার টিউনটা কততততততত গুরুত্ব পূর্ন। আমাদের সচেতন হতে হবে।

সুন্দর