ব্রেডবোর্ড এর পরিচিতি
এটি একটি বোর্ড যা ইলেকট্রনিক্স এ যে কোন সার্কিট কে অস্থায়ী ভাবে রুপ দেওয়া ও পরিক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এর অপর নাম প্রোজেক্ট বোর্ড। এটি দেখতে অনেকটা পাউরুটির মত বলে এর নাম ব্রেডবোর্ড। এর উপরের অংশে অনেকগুলো ছিদ্র থাকে যেগুলোতে বিভিন্ন কম্পনেন্ট ও ওয়ার সংযুক্ত করে অস্থায়ী কোন সার্কিট তৈরি করা যাই।
ব্রেডবোর্ডের কাজ
অস্থায়ী ভাবে কোন ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করাই ব্রেডবোর্ডের কাজ।
ব্রেডবোর্ড ব্যবহারের সুবিধা
১. অস্থায়ী ভাবে যে কোন সার্কিটকে কম সময়ে স্থাপন করা যায়।
২. সহজেই ভুলত্রুটি সনাক্ত ও দূর করা যায়।
৩. সোল্ডারিং এর ঝামেলা নেই।
৪. পিসিবি ও ভেড়োবোর্ডের পরিবরতে ব্যবহার করা যায়।
৫. কাচামাল অপচয় হয় না, ব্যবহার শেষে সকল কাচামাল অক্ষত অবস্থাই ফেরত পাওয়া যাই। ইত্যাদি।
ব্রেডবোর্ডের দাম
মানের উপর ভিত্তি করে এর এক একটি সেলের মূল্য ৮০-১৩০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ব্রেডবোর্ডের ব্যবহারের পদ্ধতি
এর ব্যবহার বুঝতে হলে এর অভ্যন্তরীণ সংযোগ সম্পর্কে জানতে হবে। নিচের ছবিটি ভাল ভাবে লক্ষ করুন
ছবিটিতে একটি ব্রেডবোর্ড ও পাশে তার অভ্যন্তরীণ সংযোগ দেখানো হয়েছে। কাল লাইন গুলো দ্বারা কোন ছিদ্র গুলো পরস্পর সংযুক্ত তা বোঝানো হয়েছে।
কি ভাবে ব্যবহার করা হয় আরও ভাল ভাবে বুঝতে ভিডিওটি দেখে নিন।
আশাকরি টিউনটি সবার ভাল লেগেছে। আমাকে সাপোর্ট করুন
ইউটিউবঃ https://www.youtube.com/labeeebd
ফেসবুকঃ https://www.facebook.com/labeeebn
পোস্টটি একই সাথে আমার ব্লগেও প্রকাশিত হয়েছে।
আমি ছায়াদ আহম্মেদ আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।