ইলেক্ট্রোনিক্স কি এবং কেন?

টিউন বিভাগ ইলেক্ট্রনিক্স
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম।
ইলেক্ট্রনিক্স এর একটি সিরিজ টিউনস শুরু করলাম। আশা করি সবাই সাথে থাকবেন।
টেকটিউনস এ ইলেক্ট্রনিক্স নিয়ে আমার থেকে অনেক বেশি জ্ঞান সম্পন্ন টিউনাররা রয়েছেন। এই টিউন সিরিজ মূলত নতুনদের জন্য।

ইলেক্ট্রোনিক্স কি?

Electronics শব্দটি ইংরেজি হলেও এর আগমন ঘটেছে গ্রীক শব্দ 'Elektron' হতে। এর অর্থ, "বাহ্যিক ভাবে প্রয়োগকৃত তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে পরমানুর আচরণ পর্যবেক্ষণ ও পর্যালোচনা"

অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞানুযায়ী-
"Electronics is the branch of physics and technology concerned with the design of circuits using transistors and microchips, and with the behavior and movement of electrons."

ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগক্ষেত্রঃ

বর্তমান সময়ে ইলেক্ট্রোনিক প্রযুক্তি ছাড়া আমরা প্রায় অচল। আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার অসীম স্থান হতে খুব বেশি দূরে নেই। মোবাইল ফোন, কম্পিউটার, টিভি, সাউন্ড সিস্টেম, যেদিকে তাকাই সেদিকেই ইলেক্ট্রোনিক প্রযুক্তির কল্যান দেখতে পাই। এর প্রয়োগ মূলত ৪ প্রকারে হতে পারে, যথাঃ যোগাযোগ এবং বিনোদনমূলক প্রয়োগ, ইন্সট্রুমেন্টেশন এবং কন্ট্রোল ভিত্তিক প্রয়োগ ক্ষেত্র, প্রতিরক্ষা কাজে প্রয়োগ, চিকিৎসা বিজ্ঞানে প্রয়োগ।

Level 0

আমি নিশাত মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস