ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর একটি হল PLC। বর্তমানে প্রায় প্রতিটি উন্নত কলকারখানাতে PLC ব্যবহৃত হচ্ছে। তাই PLC সম্বন্ধে জ্ঞান সম্পন্ন মানুষের চাহিদা ইন্ডাস্ট্রিতে দিনকে দিন বেড়ে চলেছে। এখন বেশির ভাগ ইন্ডাস্ট্রিতে বি. এস. সি অথবা ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ দেওয়ার সময় প্রার্থীর PLC সম্বন্ধে জ্ঞানের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু বাংলা ভাষায় PLC র উপর কোন বই লেখা হয়নি। Swagata Bhattacharjee বাংলা ভাষায় PLC-র উপরে একটি বই লিখেছে যার নাম "PLC এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন"। এই বইটিতে খুব সহজ ভাষায় PLC বিষয়ে প্রাথমিক ধারনা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন একুশে বইমেলার সিসটেক প্রকাশনীর স্টল থেকে। (স্টল নাম্বার ২৮৮ এবং ২৮৯)।
এছাড়া বইটির বিস্তারিত প্রাপ্তিস্থান এবং অন্যান্য বর্ণনা নীচের লিংকটিতে পাওয়া যাবে।
আমি Mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বইটি এখন রকমারিতে পাওয়া যাচ্ছে। রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন।
নীচে বইটির রকমারির লিংক দেওয়া হল
https://www.rokomari.com/book/159802/%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8?ref=srbr_pg0_p5