আপনারা যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তাদেরকে মাঝে মাঝেই একটি কাজ করতে হয় – সেটি হলো TV / CD / DVD এর Remote Controller এর Button জনিত সমস্যা । কিন্তু কাজ করার পরে Remote এর Button টি ঠিকভাবে কাজ করছে কিনা তা সেই TV / CD / DVD সেটটির সামনে না নিয়ে যাওয়া পর্যন্ত সঠিকভাবে নিশ্চিত হতে পারি না । বেশিরভাগ সময়ই কাজ হবে বলে চালিয়ে দেয়া হয় । আর বাজরে Remote Tester কিনতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা লাগে । এখানে আমি আপনাদের খুব কম খরচে একটি সুন্দর মানের Remote Tester Circuit তৈরি করার Diagram দিলাম । এটার মাধ্যমে অতি সহজেই আপনি যেকোন TV / CD / DVD এর Remote Test করে নিতে পারবেন । সার্কিটটি TSOP1738 Remote Sensor দিয়ে করা হয়েছে যেটা যেকোন TV / CD / DVD Remote এর Signal কে Detect করতে পারে । Remote Controller এর Button চাপলে Buzzer টি বেজে উঠবে এবং সাথে সাথে LED টিও জ্বলে উঠবে । Remote এর বিভিন্ন ধরনের Function Button এর জন্য Buzzer টি বিভিন্ন ধরনের Sound তৈরি করবে । সার্কিটটিতে লাল অথবা সুবজ বা আপনার পছন্দের রং অনুযায়ী LED যুক্ত করতে পারেন ।[ বিঃ দ্রঃ- বাজারে অতি সহজেই আপনি TSOP1738 কিনতে পারবেন । তবে 1738 না পেলে এর পরিবর্তে আপনি TSOP 1138 / 1238 / SFH-506-38 লাগাতে পারবেন । কিন্তু এগুলোর পরিবর্তে আপনি যদি TSOP 1838 / RPM 7238 ব্যবহার করতে চান তবে আপনাকে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে । কারণ এই দুইটির PIN Configuration আলাদা । এই দুটির PIN Configuration নিম্নে দেওয়া হলোঃ
TSOP 1838 / RPM 7238 >> PIN1 ( Signal Out ) --- PIN2 ( GND ) --- PIN3 ( V+ )
এই Remote Sensor গুলো খুবই Sensitive Device , তাই Parts নাম্বার এর সাথে সঠিকভাবে PIN Configuration অনুযায়ী Circuit টি তৈরি করবেন । ]
আশাকরি উপরোক্ত Diagram এর Remote Sensor ব্যতীত সবগুলো Parts-ই আপনাদের কাছে রয়েছে । তবু্ও যারা নতুন করে parts কিনতে চাচ্ছেন তাদের সুবিধার্থে মূল্যগুলো উল্লেখ করলামঃ
IC – LM7805 ------------------------------------------------------> ৮ টাকা
TSOP 1738 --------------------------------------------------------> ১৫ টাকা
Buzzer --------------------------------------------------------------> ১০ টাকা
Transistor + Resistor + Capacitor + LED ---------------------> ১০ টাকা
--------------------------------------------------------------------------------------
মোট = ৪৩ টাকা
আর Circuit টিতে Power দেওয়ার জন্য আপনাদের Multimeter এ যে 9V PP3 Battery রয়েছে সেটিই ব্যবহার করা যাবে ।
আশাকরি Circuit টি আপনাদের ভাল লাগবে 🙂
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আমি তরঙ্গ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যারা ইলেকট্রনিক্সে এ পড়ে তাদের কাজে লাগবে ।ধন্যবাদ