খুব কম খরচে তৈরি করুন একটি চমৎকার TV / CD / DVD Remote Tester Circuit

আপনারা যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তাদেরকে মাঝে মাঝেই একটি কাজ করতে হয় – সেটি হলো TV / CD / DVD এর Remote Controller এর Button জনিত সমস্যা । কিন্তু কাজ করার পরে Remote এর Button টি ঠিকভাবে কাজ করছে কিনা তা সেই TV / CD / DVD সেটটির সামনে না নিয়ে যাওয়া পর্যন্ত সঠিকভাবে নিশ্চিত হতে পারি না । বেশিরভাগ সময়ই কাজ হবে বলে চালিয়ে দেয়া হয় । আর বাজরে Remote Tester কিনতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা লাগে । এখানে আমি আপনাদের খুব কম খরচে একটি সুন্দর মানের Remote Tester Circuit তৈরি করার Diagram দিলাম । এটার মাধ্যমে অতি সহজেই আপনি যেকোন TV / CD / DVD এর Remote Test করে নিতে পারবেন । সার্কিটটি TSOP1738 Remote Sensor দিয়ে করা হয়েছে যেটা যেকোন TV / CD / DVD Remote এর Signal কে Detect করতে পারে । Remote Controller এর Button চাপলে Buzzer টি বেজে উঠবে এবং সাথে সাথে LED টিও জ্বলে উঠবে । Remote এর বিভিন্ন ধরনের Function Button এর জন্য Buzzer টি বিভিন্ন ধরনের Sound তৈরি করবে । সার্কিটটিতে লাল অথবা সুবজ বা আপনার পছন্দের রং অনুযায়ী LED যুক্ত করতে পারেন ।[ বিঃ দ্রঃ- বাজারে অতি সহজেই আপনি TSOP1738 কিনতে পারবেন । তবে 1738 না পেলে এর পরিবর্তে আপনি TSOP 1138 / 1238 / SFH-506-38 লাগাতে পারবেন । কিন্তু এগুলোর পরিবর্তে আপনি যদি TSOP 1838 / RPM 7238   ব্যবহার করতে চান তবে আপনাকে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে । কারণ এই দুইটির PIN Configuration আলাদা । এই দুটির PIN Configuration নিম্নে দেওয়া হলোঃ

TSOP 1838 / RPM 7238  >>  PIN1 ( Signal Out ) --- PIN2 ( GND ) --- PIN3 ( V+ )

এই Remote Sensor গুলো খুবই Sensitive Device , তাই Parts নাম্বার এর সাথে সঠিকভাবে PIN Configuration অনুযায়ী Circuit টি তৈরি করবেন । ]

আশাকরি উপরোক্ত Diagram এর Remote Sensor ব্যতীত সবগুলো Parts-ই আপনাদের কাছে রয়েছে । তবু্‌ও যারা নতুন করে parts কিনতে চাচ্ছেন তাদের সুবিধার্থে মূল্যগুলো উল্লেখ করলামঃ

IC – LM7805 ------------------------------------------------------> ৮  টাকা

TSOP 1738 --------------------------------------------------------> ১৫  টাকা

Buzzer -------------------------------------------------------------->  ১০  টাকা

Transistor + Resistor + Capacitor + LED --------------------->  ১০  টাকা

--------------------------------------------------------------------------------------

মোট =   ৪৩  টাকা

আর Circuit টিতে Power দেওয়ার জন্য আপনাদের Multimeter এ যে 9V PP3 Battery রয়েছে সেটিই ব্যবহার করা যাবে ।

আশাকরি Circuit টি আপনাদের ভাল লাগবে  🙂

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Level 0

আমি তরঙ্গ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা ইলেকট্রনিক্সে এ পড়ে তাদের কাজে লাগবে ।ধন্যবাদ

আরো বিস্তারিত লেখলে অনেকেরই বুঝতে সুবিধা হত।

টেকটিউনসে আপনাকে স্বাগতম। ইলেক্ট্রনিক্স নিয়ে আমার প্রচুর আগ্রহ। আপনি টেকটিউনসের ইলেকট্রনিক্স বিভাগ আরও সমৃদ্ধ করে তুলবেন বলে আশা করি।

    ধন্যবাদ ভাইয়া । ব্যস্ততা থাকলেও আপনাদের সাথে থাকার চেষ্টা করব ।

খুব দারুণ জিনিস দিলেন ভাইয়া। বানাতে ইচ্ছে করছে। যাই হোক, বানালে জানাবো। ধন্যবাদ।

    ধন্যবাদ ভাইয়া । আসলে নিজে কোন জিনিস বানানোর মজাটাই আলাদা ।

ভাই,আমার নেটবুকে পেনড্রাইভ ঢুকালে শুধুই copy of copy shortcut file তৈরি হচ্ছে।কি যে করি।এটা নাকি ভাইরাস।কিন্তু উইন্ডোজ সেটাপ দিয়েও কোনো কাজ হয়নি।একটু সাহায্য করুন।অনেকের কম্পিউটারে এ সমস্যা দেখেছি।পেনড্রাইভ থেকে কম্পিউটারে copy হয়।(এদিকে নেটবুকে বারবার সেটাপ দেওয়াও সম্ভব না।)

    সাহায্য বিভাগে পোষ্ট করে দেখতে পারেন ……..

    ভাই আপনি ভাইরাস দ্বারা আক্রান্ত । পুরো hdd Antivirus দিয়ে scan করুন ।

Level 0

ভাই ব্যাপক সুন্দর একটা জিনিস দিছেন । এত দিন এই কাজ করতাম মোবাইলের ক্যামেরা দিয়া……

    ধন্যবাদ ভাইয়া । আপনাদের কাজে লাগলে আমার টিউন করাটা সার্থক 🙂

ভাল টিউনস, তবে আপনার তথ্যে কিছুটা ভুল আছে বাজারে এখন ৫৫/৬০ টাকা খরচ করলেই ভাল মানের রিমোট টেষ্টার পাওয়া যায়। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

    কিন্তু আমার কাছে কেন যে ৩২০ টাকা চাইলো বুঝলাম না !!! 🙁 আর নিজে তৈরি করে নেওয়ার মজাটাই অন্যরকম 🙂

@তরঙ্গ ::
সরাসরি প্রিয়তে। আমার খুব কাজে লাগবে। আপনার কাছ থেকে এ ধরণের আরও বেশি বেশি টিউন আশা করছি। টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ… 🙂

প্রিয়তে রাখলাম,
ভাই Remote Controller দিয়ে LED লাইট ON এবং OFF করা যায়, পারলে এই রকম সারকিট দিন।পার্সের মান দিয়ে দিলে ভাল হবে।

(I) Remote Controller সারকিট।
(II) LED লাইট ON এবং OFFসারকিট ।

আমি আনেক দিন ধরে খুজছি।

আরও সার্কিট আশা করছি ।

রেজিস্টর কত ওয়াটের নিব? এইডা না কইলে দোকানদার চেইতা যাবে।

আর ইলেক্ট্রনিকস নিয়ে টিউন করায় ধন্যবাদ।

Level 0

মোবাইল দিয়ে ই তো টেস্ট করা যায়।