আসসালামুয়ালাইকুম।আমরা সাধারনত অনেক ধরনের ইলেক্ট্রিকাল হ্যান্ড টুলস ব্যবহার করি বা আশেপাশে দেখি অহরহ।তবে বেশীর ভাগের নামেই আমরা জানি না।কিছু কিছু নাম আমরা নিজেরা দিয়েছি যেমন, স্টার, টেষ্টার,মোটা-চিকন হাতুড়ি,করাত,ব্লেড ইত্যাদি।আজ আমরা কিছু কমন হ্যান্ডস্টুলস এর সঠিক নাম দেখব।লোডিং হওয়ার ঝামেলার কারণে ইমেজ সাইজ ছোট করে দিলাম।ইমেজের উপর ক্লিক করলে বড় আকারে দেখা যাবে।
ফিলিপস স্ক্রু ডাইভার (Philips Screw Driver)
অফসেট স্ক্র-ডাইভার (Offset Screw Driver)
কারপেন্ট্রি চিজেল (Carpentry Chisel)
কোল্ড চিজেল (Cold Chisel)
হ্যাকস্ (Hacksaw)
ব্যাকস্ (Backsaw)
ডায়াগোনাল কাটিং প্লায়ার্স (Diagonal Cutting Pliers)
ওয়্যার স্ট্রিপার (Wire Striper)
ফ্লাট নোজ প্লায়ার্স (Flat Nose Pliers)
ক্যাবল কাটার (Cable Cutter)
রাউন্ড নোজ প্লায়ার্স (Round Nose Pliers)
Combination Pliers (কম্বিনেশান প্লায়ার্স)
ক্রিম্পিং প্লায়ার্স (Crimping Pliers)
স্লিপ জয়েন্ট প্লায়ার্স (Slip Joint Pliers)
Monkey Wrench (মাঙ্কি রেনস্)
প্লাম্ব বব (Plumb Bob)
Carpentry Brace (কারপেন্ট্রি ব্রেস)
মেটাল ফাইল (Metal File)
ক্রসপিন হ্যামার (Cross Pein Hammer )
বলপিন হ্যামার (Ball Pein Hammer)
Claw Hammer (ক্ল হ্যামার)
ম্যালেট হ্যামার (Mallet Hammer)
Open end Spanner or Wrench (ওপেন এন্ড স্প্যানার বা রেনস্)
স্নিপ (Snip)
গ্রিপ ভাইস (Grip Vice)
এনভিল (Anvil)
ধন্যবাদ।টিউটরিয়াল আরো লিখব ব্লগারের জন্য।একটু সময় নিচ্ছি তাই দেরি হচ্ছে। 🙂
আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।
ধন্যবাদ Share করার জন্য।আসলেই আমরা অনেকেই এই instrument গুলোর সাথে পরিচিত কিন্তু তাদের বৈজ্ঞানিক নামের সাথে মোটেও পরিচিত নই।আমি অবশ্য এইগুলোর নামের সাথে পূর্ব পরিচিত।