CNC মেশিন বা রোবট বানাতে, মোটর চালানোর জন্য আলাদা মোটর ড্রাইবার ব্যবহার করতে হয় যা আর্দুইনোকে নিরাপদে রাখে ও অধিক শিক্তি প্রদান করে,
সভ ঠিকঠাক লাগানোর পরেও কাজ করেনা।
কারন আর্দইনোতে আলাদা কিছু লাগাইলে 'লাইব্রেরি' সেটাপ করতে হয়। লাইব্রেরি হচ্ছে আলাদা কোডিং যা আর্দুইনোকে শিখায় কিবাবে মোটর ড্রাইবার চালাতে হয়।
ত যদি দেখেন আর্দুইনোতে মোটর ড্রাইবার লাগানোর পরেও কাজ করেনা ত আপনাকে লাইব্রেরি সেটাপ করতে হবে। নিচের ভিডিও তে আমি দেখিয়েছি কিবাবে আর্দুইনোতে লাইব্রেরি সেটাপ বা ইনটল করতে পারবেন
আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন
আমি মিস্টার চিনিনা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।