খুব সহজে তৈরি করে ফেলুন ১২ ভোল্ট ডিসি টু ২২০ ভোল্ট এসি ইনভার্টার

আমরা সবাই মোটামুটি ইনভার্টার সার্কিট সম্পর্কে পরিচিত। যে ইলেকট্রনিক সার্কিট ডিসি পাওয়ারকে এসি পাওয়ার এ কনভার্ট করে তাকে ইনভার্টার সার্কিট বলে।

এটি বিভিন্ন মানের, বিভিন্ন পাওয়ারের হতে পারে। আমরা এখানে 12 ভোল্ট ডিসি টু 220 ভোল্ট এসি ইনভার্টার সার্কিট নিয়ে আলোচনা করবো। এটি 35 ওয়াট পাওয়ার আউটপুট দিবে। আমরা আরো বেশি পাওয়ারের আউটপুট পেতে সার্কিটে আরো মসফেট যুক্ত করবো।

কম্পোনেন্ট তালিকাঃ

  • 12V ব্যাটারি – 1 টি
  • মসফেট IRF 630 – 2 টি
  • 2N2222 ট্রানজিস্টর – 2 টি
  • 2.2uf ক্যাপাসিটর – 2টি
  • রেজিস্টর
  • 680 ওহম – 2 টি
  • 12K – 2টি
  • 12 ভোল্ট টু 220 ভোল্ট সেন্টার টেপ স্টেপআপ ট্রান্সফরমার

সার্কিটঃ 

 

সার্কিটের বৈশিষ্ট্যঃ

সার্কিটে যে ইনভার্টার ইপ্লিমেন্ট করা হয়েছে তা মূলত স্কয়ার ওয়েভ ইনভার্টার। এটি পিউর সাইন ওয়েভ এসি নয়। এটি মোটামুটি 35 ওয়াট পাওয়ারের লোড অপারেটিং করতে পারবে।

কার্যকারিতাঃ

  • সার্কিটটিকে আমরা তিনটি ব্লকে ভাগ করতে পারি – অসিলেটর অ্যামপ্লিফায়ার ট্রান্সফরমার 50 Hz অসিলেটর বলতে বুঝায় যা 50 Hz ফ্রিকুয়েন্সির এসি সাপ্লাই দিবে।
  • আমরা সার্কিটে একটি স্টাবল মাল্টিভাইব্রেটর স্থাপন করে এটি পেতে পারি। যা আমাদেরকে 50 Hz স্কয়ার ওয়েভ এসি সরবরাহ করবে।
  • এই সার্কিটের R1, R2, R3, R4, C1, C2, T2 এবং T3 এর সমন্নয়ে আমরা অসিলেশন পাবো। এখানে প্রতিটি ট্রানজিস্টরই ইনভার্টিং স্কয়ার ওয়েভ সরবরাহ করে।
  • আর ফ্রিকুয়েন্সির মান নির্ভর করে R1, R2 এবং C1 এর মানের উপর। মাল্টিভাইব্রেটর যে স্কয়ার ওয়েভ অসিলেশন উৎপন্ন করে তার ফ্রিকুয়েন্সির মান নির্ণয়ের সূত্র – F= 1 / (1.38*R2*C1) অসিলেটর হতে পাওয়া ইনভার্টিং সিগন্যালকে আমরা মসফেট T1 এবং T2 এর সাহায্যে অ্যামপ্লিফাই করবো।
  • এই অ্যামপ্লিফাইকৃত (বর্ধিত) সিগন্যালকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমারের প্রাইমারি সাইট (সেন্টার টেপ 12 ভোল্ট) এ সংযোগ করবো ডায়াগ্রাম অনুযায়ি।

কোন প্রকার প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে পারেন বা প্রজেক্ট তৈরিতে সমস্যায় পরলে অবশ্যই জানাবেন।

আমার এই লেখাটি পূর্বে এই ব্লগে প্রকাশিত হয়েছে। ]

কেমন হয়েছে জানাবেনঃ http://blog.voltagelab.com/ইনভার্টার-সার্কিট/

আমার সাথে যোগ হোন ফেসবুকেঃ https://www.facebook.com/voltagelabbd/

অথবা ওয়েব সাইটে যোগ হতে পারেনঃ voltage lab

Level 1

আমি Nazmul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস