আমরা সবাই মোটামুটি ইনভার্টার সার্কিট সম্পর্কে পরিচিত। যে ইলেকট্রনিক সার্কিট ডিসি পাওয়ারকে এসি পাওয়ার এ কনভার্ট করে তাকে ইনভার্টার সার্কিট বলে।
এটি বিভিন্ন মানের, বিভিন্ন পাওয়ারের হতে পারে। আমরা এখানে 12 ভোল্ট ডিসি টু 220 ভোল্ট এসি ইনভার্টার সার্কিট নিয়ে আলোচনা করবো। এটি 35 ওয়াট পাওয়ার আউটপুট দিবে। আমরা আরো বেশি পাওয়ারের আউটপুট পেতে সার্কিটে আরো মসফেট যুক্ত করবো।
সার্কিটে যে ইনভার্টার ইপ্লিমেন্ট করা হয়েছে তা মূলত স্কয়ার ওয়েভ ইনভার্টার। এটি পিউর সাইন ওয়েভ এসি নয়। এটি মোটামুটি 35 ওয়াট পাওয়ারের লোড অপারেটিং করতে পারবে।
কোন প্রকার প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে পারেন বা প্রজেক্ট তৈরিতে সমস্যায় পরলে অবশ্যই জানাবেন।
আমার এই লেখাটি পূর্বে এই ব্লগে প্রকাশিত হয়েছে। ]
কেমন হয়েছে জানাবেনঃ http://blog.voltagelab.com/ইনভার্টার-সার্কিট/
আমার সাথে যোগ হোন ফেসবুকেঃ https://www.facebook.com/voltagelabbd/
অথবা ওয়েব সাইটে যোগ হতে পারেনঃ voltage lab
আমি Nazmul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।